Ajker Patrika

মালয়েশিয়ায় ৭১ জন অবৈধ বাংলাদেশি আটক

আজকের পত্রিকা ডেস্ক 
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০২: ২৪
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জিআইএম) গত বুধবার রাতে রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের জালান আলোর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেছে।

মালয়েশিয়ার সংস্থা বার্নামা জানিয়েছে, কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় সন্ধ্যায় অভিযান শুরু হয়। অভিযানে সহযোগিতা করেছে কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল)।

ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ বলেন, আটক অবৈধ অভিবাসীদের মধ্যে ৭১ জন বাংলাদেশের, ৬০ জন মিয়ানমারের, ২৪ জন ইন্দোনেশিয়ার, ১৬ জন নেপালের, তিনজন পাকিস্তানি এবং একজন করে মিসর ও সুদানের নাগরিক। তিনি বলেন, ওই অবৈধ অভিবাসীদের কোনো বৈধ কাগজপত্র ছিল না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত