নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কর্মী হিসেবে সুদান গিয়েছিলেন কবীর (৩০)। সেখানে ভালোই ছিলেন। কিন্তু দেশটির নিরাপত্তা বাহিনীর দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাত শুরুর পর সংকট শুরু হয়। কবীর বললেন, ‘একপর্যায়ে জীবনধারণ কঠিন হয়ে পড়ে। প্রাণ বাঁচানো কঠিন হয়ে যেতে পারে এমন আশঙ্কা দেখা দিলে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিই।’ আজ শুক্রবার ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন কবীর।
কবীরসহ ২৬২ জন বাংলাদেশি আজ সুদান থেকে সৌদি আরবের মদিনা ও জেদ্দা হয়ে দেশে ফিরেছেন। এর মধ্যে সকালে মদিনা থেকে ঢাকায় পৌঁছেছেন ২৩৯ জন। আর দুপুরে জেদ্দা থেকে এসেছেন ২৩ জন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হিসাবে, সব মিলিয়ে সুদান থেকে শুক্রবার পর্যন্ত দেশে পৌঁছেছেন ৫৭০ জন বাংলাদেশি। ঢাকায় বিমানবন্দরে নামার পর তাঁদের খাবার পরিবেশন করা হয়। এ ছাড়া নিজ নিজ বাড়িতে ফিরে যেতে প্রত্যেককে নগদ ২ হাজার টাকা করে যাতায়াত ভাড়া দেওয়া হয়।
আজ দেশে ফেরা কর্মীদের বিমানবন্দরে স্বাগত জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আহমেদ মুনিরুছ সালেহীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম, ঢাকায় আইওএম মিশন প্রধান আবদুসাত্তার এসোয়েভ ও আইওএম আঞ্চলিক পরিচালক সারা ইসমায়েল আরিওলা।
আইওএম কর্মকর্তারা আজকের পত্রিকাকে জানান, সুদান থেকে ফেরা অভিবাসী কর্মীদের দেশে তাঁদের পছন্দের পেশায় খাপ খাইয়ে নিতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
সুদানে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশের প্রায় ৬৮৮ নাগরিক সুদান ছেড়েছেন। সংকট শুরুর আগে দেশটিতে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি ছিলেন।
রাষ্ট্রদূত বলেন, প্রথম পর্যায়ে প্রায় ৭০০ মানুষ দেশে ফিরতে নিবন্ধন করেছিলেন। তবে সংঘাত থামার কোনো লক্ষণ না থাকায় প্রতিদিনই ৮ থেকে ১০ জন করে দেশে ফিরতে ইচ্ছুক মানুষের সংখ্যা বাড়ছে। যাঁরা সুদান ত্যাগ করতে চাইবেন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাঁদের সবার দেশে ফেরার ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া আছে বলে তিনি জানান।
বাংলাদেশের নাগরিকদের রাষ্ট্রের খরচে পোর্ট সুদান থেকে প্রথমে জেদ্দা, এরপর জেদ্দা থেকে উড়োজাহাজে ঢাকায় পাঠানো হচ্ছে। সুদানে চলমান সংঘর্ষে এ পর্যন্ত চার শতাধিক মানুষ নিহত হয়েছেন।

কর্মী হিসেবে সুদান গিয়েছিলেন কবীর (৩০)। সেখানে ভালোই ছিলেন। কিন্তু দেশটির নিরাপত্তা বাহিনীর দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাত শুরুর পর সংকট শুরু হয়। কবীর বললেন, ‘একপর্যায়ে জীবনধারণ কঠিন হয়ে পড়ে। প্রাণ বাঁচানো কঠিন হয়ে যেতে পারে এমন আশঙ্কা দেখা দিলে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিই।’ আজ শুক্রবার ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন কবীর।
কবীরসহ ২৬২ জন বাংলাদেশি আজ সুদান থেকে সৌদি আরবের মদিনা ও জেদ্দা হয়ে দেশে ফিরেছেন। এর মধ্যে সকালে মদিনা থেকে ঢাকায় পৌঁছেছেন ২৩৯ জন। আর দুপুরে জেদ্দা থেকে এসেছেন ২৩ জন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হিসাবে, সব মিলিয়ে সুদান থেকে শুক্রবার পর্যন্ত দেশে পৌঁছেছেন ৫৭০ জন বাংলাদেশি। ঢাকায় বিমানবন্দরে নামার পর তাঁদের খাবার পরিবেশন করা হয়। এ ছাড়া নিজ নিজ বাড়িতে ফিরে যেতে প্রত্যেককে নগদ ২ হাজার টাকা করে যাতায়াত ভাড়া দেওয়া হয়।
আজ দেশে ফেরা কর্মীদের বিমানবন্দরে স্বাগত জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আহমেদ মুনিরুছ সালেহীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম, ঢাকায় আইওএম মিশন প্রধান আবদুসাত্তার এসোয়েভ ও আইওএম আঞ্চলিক পরিচালক সারা ইসমায়েল আরিওলা।
আইওএম কর্মকর্তারা আজকের পত্রিকাকে জানান, সুদান থেকে ফেরা অভিবাসী কর্মীদের দেশে তাঁদের পছন্দের পেশায় খাপ খাইয়ে নিতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
সুদানে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশের প্রায় ৬৮৮ নাগরিক সুদান ছেড়েছেন। সংকট শুরুর আগে দেশটিতে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি ছিলেন।
রাষ্ট্রদূত বলেন, প্রথম পর্যায়ে প্রায় ৭০০ মানুষ দেশে ফিরতে নিবন্ধন করেছিলেন। তবে সংঘাত থামার কোনো লক্ষণ না থাকায় প্রতিদিনই ৮ থেকে ১০ জন করে দেশে ফিরতে ইচ্ছুক মানুষের সংখ্যা বাড়ছে। যাঁরা সুদান ত্যাগ করতে চাইবেন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাঁদের সবার দেশে ফেরার ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া আছে বলে তিনি জানান।
বাংলাদেশের নাগরিকদের রাষ্ট্রের খরচে পোর্ট সুদান থেকে প্রথমে জেদ্দা, এরপর জেদ্দা থেকে উড়োজাহাজে ঢাকায় পাঠানো হচ্ছে। সুদানে চলমান সংঘর্ষে এ পর্যন্ত চার শতাধিক মানুষ নিহত হয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন আরও ৫৩ জন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) শুনানির চতুর্থ দিন শেষে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। তাঁদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা
১ মিনিট আগে
সাত দেশে থাকা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবের ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের মোট ৩২৮টি অ্যাপার্টমেন্ট, বাড়ি ও দোকান ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
২২ মিনিট আগে
২০২৫ সালের মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) এক অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ। সেদিন ঢাকায় অনুষ্ঠিত একটি বিশেষ প্যারাস্যুট জাম্প অভিযানের মাধ্যমে একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ।
৩২ মিনিট আগে
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের বিদেশে থাকা অ্যাপার্টমেন্ট, বাড়ি, দোকানসহ মোট ১৮২৪ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৯০৫ টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে