কূটনৈতিক প্রতিবেদক

ঢাকা: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের বিভিন্ন জেলে প্রায় ২৪৫ জন বাংলাদেশি বন্দী আছেন। এর মধ্যে যাঁদের অপরাধ ক্ষমার যোগ্য তাঁদের ক্ষমা করার জন্য পূর্বাঞ্চলীয় প্রদেশের গভর্নর প্রিন্স সউদ বিন নায়েফ আল সউদকে অনুরোধ করেছে বাংলাদেশ। এ ছাড়া সম্প্রতি এক বাংলাদেশিকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দিয়ে দেশে ফেরত পাঠানোর জন্য গভর্নরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রিয়াদে বাংলাদেশের রাষ্ট্রদূত।
মঙ্গলবার (২৯ জুন) সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী মঙ্গলবার (২৯ জুন) গভর্নর প্রিন্স সউদ বিন নায়েফ আল সউদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি নারী গৃহকর্মীদের নিরাপত্তায় সহায়তা চেয়েছেন তিনি।
সৌদি আরবে কর্মরত নারী গৃহকর্মীরা বিভিন্ন কারণে গৃহকর্তার বাসা থেকে পালিয়ে পুলিশের কাছে আশ্রয় নিতে যান। রাষ্ট্রদূত গভর্নরকে পালিয়ে আসা এই নারী গৃহকর্মীদের ডিপোর্টেশন সেন্টার অথবা সেফ হাউসে রাখার জন্য পুলিশের সহায়তা চেয়েছেন। গভর্নর এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, করোনাকালে অনেক শ্রমিক চাকরিচ্যুত হয়ে অবৈধ হয়ে পড়েছেন। তাঁরা দেশে ফেরার জন্য চূড়ান্ত বহির্গমনের আবেদন করেছেন। কিন্তু প্রক্রিয়াটি ধীর গতির হওয়ায় তাঁদের জন্য সৌদি আরবে থাকা কঠিন হয়ে পড়েছে। রাষ্ট্রদূত এই অবৈধ অভিবাসীদের দেশে ফিরে যাওয়ার বিষয়টি দ্রুত সম্পন্ন করার জন্য গভর্নরকে অনুরোধ জানিয়েছেন। এ ছাড়া পূর্বাঞ্চলীয় প্রদেশের মর্গে থাকা অবৈধ অভিবাসীদের মৃতদেহ দেশে ফেরানোর জটিলতা নিরসনে ফি মওকুফের অনুরোধ জানান।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে পূর্বাঞ্চলীয় প্রদেশের পুলিশ প্রধান মেজর জেনারেল আবদুল্লাহ বিন মোহাম্মদ আল কুরাইশের সঙ্গেও বৈঠক করেন রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশি গৃহকর্মীদের যেকোনো বিপদে সহায়তা করার অনুরোধ জানান তিনি।
এর আগে সোমবার রাতে ও মঙ্গলবার বিকেলে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী দাম্মামে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। এ সময় দূতাবাসের ইকোনমিক কাউন্সেলর মুর্তজা জুলকার নাঈন নোমান ও কাউন্সেলর হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন।

ঢাকা: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের বিভিন্ন জেলে প্রায় ২৪৫ জন বাংলাদেশি বন্দী আছেন। এর মধ্যে যাঁদের অপরাধ ক্ষমার যোগ্য তাঁদের ক্ষমা করার জন্য পূর্বাঞ্চলীয় প্রদেশের গভর্নর প্রিন্স সউদ বিন নায়েফ আল সউদকে অনুরোধ করেছে বাংলাদেশ। এ ছাড়া সম্প্রতি এক বাংলাদেশিকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দিয়ে দেশে ফেরত পাঠানোর জন্য গভর্নরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রিয়াদে বাংলাদেশের রাষ্ট্রদূত।
মঙ্গলবার (২৯ জুন) সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী মঙ্গলবার (২৯ জুন) গভর্নর প্রিন্স সউদ বিন নায়েফ আল সউদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি নারী গৃহকর্মীদের নিরাপত্তায় সহায়তা চেয়েছেন তিনি।
সৌদি আরবে কর্মরত নারী গৃহকর্মীরা বিভিন্ন কারণে গৃহকর্তার বাসা থেকে পালিয়ে পুলিশের কাছে আশ্রয় নিতে যান। রাষ্ট্রদূত গভর্নরকে পালিয়ে আসা এই নারী গৃহকর্মীদের ডিপোর্টেশন সেন্টার অথবা সেফ হাউসে রাখার জন্য পুলিশের সহায়তা চেয়েছেন। গভর্নর এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, করোনাকালে অনেক শ্রমিক চাকরিচ্যুত হয়ে অবৈধ হয়ে পড়েছেন। তাঁরা দেশে ফেরার জন্য চূড়ান্ত বহির্গমনের আবেদন করেছেন। কিন্তু প্রক্রিয়াটি ধীর গতির হওয়ায় তাঁদের জন্য সৌদি আরবে থাকা কঠিন হয়ে পড়েছে। রাষ্ট্রদূত এই অবৈধ অভিবাসীদের দেশে ফিরে যাওয়ার বিষয়টি দ্রুত সম্পন্ন করার জন্য গভর্নরকে অনুরোধ জানিয়েছেন। এ ছাড়া পূর্বাঞ্চলীয় প্রদেশের মর্গে থাকা অবৈধ অভিবাসীদের মৃতদেহ দেশে ফেরানোর জটিলতা নিরসনে ফি মওকুফের অনুরোধ জানান।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে পূর্বাঞ্চলীয় প্রদেশের পুলিশ প্রধান মেজর জেনারেল আবদুল্লাহ বিন মোহাম্মদ আল কুরাইশের সঙ্গেও বৈঠক করেন রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশি গৃহকর্মীদের যেকোনো বিপদে সহায়তা করার অনুরোধ জানান তিনি।
এর আগে সোমবার রাতে ও মঙ্গলবার বিকেলে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী দাম্মামে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। এ সময় দূতাবাসের ইকোনমিক কাউন্সেলর মুর্তজা জুলকার নাঈন নোমান ও কাউন্সেলর হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রেখে অতীতের বিতর্কিত ভাবমূর্তি কাটিয়ে উঠতে চায় পুলিশ। কিন্তু ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কি না, তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি-শঙ্কা।
১০ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যাতে আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সোমবার জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
১০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
১২ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি কয়েকটি শর্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগে