নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন দুর্গাপূজার ছুটিতে ঘরমুখী যাত্রীদের চাপ সামলাতে চার জোড়া বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী পদ্মা এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি (অফ ডে) সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন (১-৪ অক্টোবর) সরকারি ছুটি থাকবে। এ ছাড়া ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। দীর্ঘ এই ছুটিতে বাড়তি যাত্রীর চাপ সামলাতেই ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী পদ্মা এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) ও ৪ অক্টোবর (শনিবার) কার্যকর থাকবে না। এ দিনগুলোতে ট্রেন দুটি নিয়মিত সময়সূচি অনুযায়ী চলবে। তবে পরের সপ্তাহ থেকে আবার আগের মতো অফ ডে কার্যকর হবে। যাত্রীরা অনলাইনে এসব দিনের টিকিট সংগ্রহ করতে পারবেন।
পূর্বাঞ্চলের যাত্রী চাহিদা বিবেচনায় ৩০ সেপ্টেম্বর ঢাকা-কক্সবাজার রুটে চার জোড়া ট্যুরিস্ট স্পেশাল ট্রেন চালু করা হবে। এসব ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।
যাত্রী হয়রানি প্রতিরোধ ও বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পর্যাপ্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য রেলপথ মন্ত্রণালয়ের একটি দল কাজ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে দুর্গাপূজায় যাত্রা নির্বিঘ্ন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এ উপলক্ষে আজ রেলপথ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুপম আনোয়ার প্রমুখ।

আসন্ন দুর্গাপূজার ছুটিতে ঘরমুখী যাত্রীদের চাপ সামলাতে চার জোড়া বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী পদ্মা এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি (অফ ডে) সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন (১-৪ অক্টোবর) সরকারি ছুটি থাকবে। এ ছাড়া ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। দীর্ঘ এই ছুটিতে বাড়তি যাত্রীর চাপ সামলাতেই ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী পদ্মা এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) ও ৪ অক্টোবর (শনিবার) কার্যকর থাকবে না। এ দিনগুলোতে ট্রেন দুটি নিয়মিত সময়সূচি অনুযায়ী চলবে। তবে পরের সপ্তাহ থেকে আবার আগের মতো অফ ডে কার্যকর হবে। যাত্রীরা অনলাইনে এসব দিনের টিকিট সংগ্রহ করতে পারবেন।
পূর্বাঞ্চলের যাত্রী চাহিদা বিবেচনায় ৩০ সেপ্টেম্বর ঢাকা-কক্সবাজার রুটে চার জোড়া ট্যুরিস্ট স্পেশাল ট্রেন চালু করা হবে। এসব ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।
যাত্রী হয়রানি প্রতিরোধ ও বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পর্যাপ্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য রেলপথ মন্ত্রণালয়ের একটি দল কাজ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে দুর্গাপূজায় যাত্রা নির্বিঘ্ন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এ উপলক্ষে আজ রেলপথ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুপম আনোয়ার প্রমুখ।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
১৪ মিনিট আগে
আদিলুর রহমান খান বলেন, এত দিন যে অন্যায় হয়েছে, সেই অন্যায় আর হতে দেওয়া হবে না। গণ-অভ্যুত্থানের সরকারের উদ্যোগে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। সেই সনদের বিষয়ে সবার সম্মতি নিতে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘যাঁরা বাংলাদেশকে বদলাতে চান, বাংলাদেশকে সমৃদ্ধিশালী করতে চান...
১ ঘণ্টা আগে
গণভোট নিয়ে সমালোচনার বিষয়ে শফিকুল আলম বলেন, ‘যাঁরা গণভোট নিয়ে সমালোচনা করছেন, তাঁদের জানার পরিধি কম। কারণ, পৃথিবীর যে সমস্ত দেশে গণভোট হয়েছে, সেখানে সরকার গণভোটে হ্যাঁ অথবা না-এর পক্ষ নিয়ে থাকে। যেহেতু এই সরকার সংস্কারের পক্ষে, তাই হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে।
১ ঘণ্টা আগে
হিজরি সালের রজব মাসের ২৬ তারিখ রাতে আল্লাহর প্রিয় হাবিব নবী ও রসুল হজরত মুহাম্মদ (সা.) আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভ করেছিলেন। মহান আল্লাহর মেহমান হিসেবে আরশে আজিমে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে তিনি দুনিয়াতে ফিরে এসেছিলেন।
৩ ঘণ্টা আগে