নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শেষবারের মতো প্রয়াত মায়ের মুখ দেখতে কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক ফারজানা রুপা। তাঁর সঙ্গে স্বামী সাংবাদিক শাকিল আহমেদকেও প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার পর কারাগার থেকে পুলিশি প্রহরায় তাঁদের মুক্তি দেওয়া হয়।
আজ বুধবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া) জান্নাতুল ফরহাদ। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে হত্যা মামলায় পৃথক কারাগারে বন্দী এই সাংবাদিক দম্পতি।
জান্নাতুল ফরহাদ জানান, সাংবাদিক ফারজানা রুপার মা মারা যান। তাঁর মাকে শেষবার দেখার জন্য তাঁকে ও তাঁর স্বামী সাংবাদিক শাকিল আহমেদকে চার ঘণ্টার জন্য পুলিশি প্রহরায় কারগার থেকে যেতে দেওয়া হয়। গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা রুপার মায়ের মৃত্যুতে এই আদেশ দেন। কারাগারে এই আদেশ পাওয়ার পর তাঁদের পুলিশের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়। তবে আদেশে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় দেওয়া হলেও পুলিশ আসতে দেরি হওয়া তাঁদের সন্ধ্যা ৬টা ২০ মিনিটে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মানবিক বিবেচনায় পরবর্তী চার ঘণ্টার জন্য তাঁদের পুলিশি প্রহরায় যেতে দেওয়া হয়।
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার আজকের পত্রিকাকে বলেন, ফারজানা রুপা কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। আর তাঁর স্বামী সাংবাদিক শাকিল আহমেদ কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। তাঁদের গাজীপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁদের ময়মনসিংহে ফারজানা রুপার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এদিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপার মা হোসনে আরা বেগম মারা যান। তাঁর জানাজা আজ রাত ৯টায় ময়মনসিংহের ধারিয়াকান্দা গ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে এবং প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। গত ২১ আগস্ট এই দুজনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

শেষবারের মতো প্রয়াত মায়ের মুখ দেখতে কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক ফারজানা রুপা। তাঁর সঙ্গে স্বামী সাংবাদিক শাকিল আহমেদকেও প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার পর কারাগার থেকে পুলিশি প্রহরায় তাঁদের মুক্তি দেওয়া হয়।
আজ বুধবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া) জান্নাতুল ফরহাদ। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে হত্যা মামলায় পৃথক কারাগারে বন্দী এই সাংবাদিক দম্পতি।
জান্নাতুল ফরহাদ জানান, সাংবাদিক ফারজানা রুপার মা মারা যান। তাঁর মাকে শেষবার দেখার জন্য তাঁকে ও তাঁর স্বামী সাংবাদিক শাকিল আহমেদকে চার ঘণ্টার জন্য পুলিশি প্রহরায় কারগার থেকে যেতে দেওয়া হয়। গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা রুপার মায়ের মৃত্যুতে এই আদেশ দেন। কারাগারে এই আদেশ পাওয়ার পর তাঁদের পুলিশের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়। তবে আদেশে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় দেওয়া হলেও পুলিশ আসতে দেরি হওয়া তাঁদের সন্ধ্যা ৬টা ২০ মিনিটে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মানবিক বিবেচনায় পরবর্তী চার ঘণ্টার জন্য তাঁদের পুলিশি প্রহরায় যেতে দেওয়া হয়।
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার আজকের পত্রিকাকে বলেন, ফারজানা রুপা কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। আর তাঁর স্বামী সাংবাদিক শাকিল আহমেদ কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। তাঁদের গাজীপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁদের ময়মনসিংহে ফারজানা রুপার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এদিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপার মা হোসনে আরা বেগম মারা যান। তাঁর জানাজা আজ রাত ৯টায় ময়মনসিংহের ধারিয়াকান্দা গ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে এবং প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। গত ২১ আগস্ট এই দুজনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
৪ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৫ ঘণ্টা আগে