Ajker Patrika

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা সংলাপ মঙ্গলবার 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা সংলাপ মঙ্গলবার 

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্ষিক নিরাপত্তা সংলাপ মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হবে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের কর্মকর্তারা এ সংলাপে নেতৃত্ব দেবেন। 

আজ রোববার ঢাকায় মার্কিন দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

সংলাপে যোগ দিতে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-সামরিক বিভাগের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মীরা রেসনিক।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকাস অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বৈঠকে নিরাপত্তা ও সামরিক সহযোগিতা, শান্তিরক্ষা, সন্ত্রাসবাদ ও মানবাধিকারসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...