কলকাতা সংবাদদাতা

বাংলাদেশে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে যাঁরা ভারতবিরোধী স্লোগান দিয়েছেন, তাঁদের চিহ্নিত করে যথাযথ শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছে ভারতের শাসক দল বিজেপি। আজ সোমবার কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে একটি সিডিতে স্মারকলিপি প্রদানের মাধ্যমে এই আহ্বান জানান পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়কেরা।
পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ মিশনে ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াসের হাতে ওই স্মারকলিপি তুলে দেন। এ সময় অগ্নিমিত্রা পাল, মালতি রাই, সুকুমার রাইসহ বিজেপির আরও অন্তত ২০ জন বিধায়ক উপস্থিত ছিলেন। স্মারকলিপি দিয়ে মিশন প্রাঙ্গণে বাংলাদেশ গ্যালারিতে ১৫ মিনিটের আলাপচারিতার পর শুভেন্দুর নেতৃত্বে বের হয়ে যায় দলটি।
স্মারকলিপির বিষয়ে জানতে চাইলে শুভেন্দু সাংবাদিকদের বলেন, `বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা নাক গলাতে চাই না। কিন্তু সেই আন্দোলনে ভারতবিরোধী স্লোগান উঠেছে। আমরা সিডি দিয়ে অনুরোধ করেছি—তাঁদের চিহ্নিত করুন এবং যথাযথ শাস্তি দিন।’
শুভেন্দু এ সময় অভিযোগ করেন, বিজেপি বিধায়কেরা নির্দিষ্ট প্রক্রিয়া মেনে বাংলাদেশ উপহাইকমিশনে গেলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাঁদের পথ আটকেছে। মমতার ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ’রাষ্ট্রের বিষয় নিয়ে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলার এখতিয়ার নেই। দুই দেশের সম্পর্ক খারাপ করছে। এর নিন্দা জানাই।’
শুভেন্দু আরও বলেন, ’বিজেপি সিএএর মাধ্যমে বাংলাদেশি শরণার্থীদের আশ্রয়ের কথা বলেছে। মমতা তা মানছেন না। অথচ তিনি মুখে বলছেন, বাংলাদেশ থেকে কেউ আশ্রয় চাইলে দেবেন। এটা দ্বিচারিতা নয়? আসলে উনি এসব বলে জামায়াত, বিএনপি ও রাজাকারের হাত শক্ত করতে চাইছেন।’
শুভেন্দুর অভিযোগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মাজেদকে লুকিয়ে রাখা হয়েছিল পার্ক সার্কাস এলাকায়। বাংলাদেশে যারা ধ্বংসলীলা চালিয়েছে, মমতার দল তৃণমূল কংগ্রেস তাদেরই আশ্রয় দিয়েছে। বিজেপি বন্ধুরাষ্ট্র বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধিতা চায় না বলেও জানান শুভেন্দু।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সহিংস পরিস্থিতি তৈরি হলে ২১ জুলাই মমতা বলেছিলেন, বাংলাদেশ থেকে এ মুহূর্তে পশ্চিমবঙ্গে কেউ আশ্রয় (শরণার্থী হয়ে) নিতে চাইলে তিনি তাদের ফেরাবেন না।
বাংলাদেশ নিয়ে মমতার ওই মন্তব্যের পরই শোরগোল শুরু হয়। মমতার মন্তব্যের তীব্র বিরোধিতা করেন বিজেপি নেতারা এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসও। কড়া প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ সরকারও।
এরপর ২৫ জুলাই মমতার মন্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। পরদিন মমতাও পাল্টা জবাব দেন। তিনি বলেন, সাতবারের সংসদ সদস্য ও দুইবারের মন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও বিদেশনীতি তিনি খুব ভালো জানেন। এসব তাঁকে শেখানো উচিত নয়; বরং যাঁরা তাঁর সমালোচনা করেন, পরিবর্তিত ব্যবস্থা থেকে তাঁদেরই শেখা উচিত।
মমতার দাবি, তিনি মানবিকতার দিকটি বিবেচনা করেই বাংলাদেশ থেকে কেউ গেলে আশ্রয় দেওয়ার কথা বলেছেন।

বাংলাদেশে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে যাঁরা ভারতবিরোধী স্লোগান দিয়েছেন, তাঁদের চিহ্নিত করে যথাযথ শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছে ভারতের শাসক দল বিজেপি। আজ সোমবার কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে একটি সিডিতে স্মারকলিপি প্রদানের মাধ্যমে এই আহ্বান জানান পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়কেরা।
পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ মিশনে ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াসের হাতে ওই স্মারকলিপি তুলে দেন। এ সময় অগ্নিমিত্রা পাল, মালতি রাই, সুকুমার রাইসহ বিজেপির আরও অন্তত ২০ জন বিধায়ক উপস্থিত ছিলেন। স্মারকলিপি দিয়ে মিশন প্রাঙ্গণে বাংলাদেশ গ্যালারিতে ১৫ মিনিটের আলাপচারিতার পর শুভেন্দুর নেতৃত্বে বের হয়ে যায় দলটি।
স্মারকলিপির বিষয়ে জানতে চাইলে শুভেন্দু সাংবাদিকদের বলেন, `বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা নাক গলাতে চাই না। কিন্তু সেই আন্দোলনে ভারতবিরোধী স্লোগান উঠেছে। আমরা সিডি দিয়ে অনুরোধ করেছি—তাঁদের চিহ্নিত করুন এবং যথাযথ শাস্তি দিন।’
শুভেন্দু এ সময় অভিযোগ করেন, বিজেপি বিধায়কেরা নির্দিষ্ট প্রক্রিয়া মেনে বাংলাদেশ উপহাইকমিশনে গেলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাঁদের পথ আটকেছে। মমতার ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ’রাষ্ট্রের বিষয় নিয়ে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলার এখতিয়ার নেই। দুই দেশের সম্পর্ক খারাপ করছে। এর নিন্দা জানাই।’
শুভেন্দু আরও বলেন, ’বিজেপি সিএএর মাধ্যমে বাংলাদেশি শরণার্থীদের আশ্রয়ের কথা বলেছে। মমতা তা মানছেন না। অথচ তিনি মুখে বলছেন, বাংলাদেশ থেকে কেউ আশ্রয় চাইলে দেবেন। এটা দ্বিচারিতা নয়? আসলে উনি এসব বলে জামায়াত, বিএনপি ও রাজাকারের হাত শক্ত করতে চাইছেন।’
শুভেন্দুর অভিযোগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মাজেদকে লুকিয়ে রাখা হয়েছিল পার্ক সার্কাস এলাকায়। বাংলাদেশে যারা ধ্বংসলীলা চালিয়েছে, মমতার দল তৃণমূল কংগ্রেস তাদেরই আশ্রয় দিয়েছে। বিজেপি বন্ধুরাষ্ট্র বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধিতা চায় না বলেও জানান শুভেন্দু।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সহিংস পরিস্থিতি তৈরি হলে ২১ জুলাই মমতা বলেছিলেন, বাংলাদেশ থেকে এ মুহূর্তে পশ্চিমবঙ্গে কেউ আশ্রয় (শরণার্থী হয়ে) নিতে চাইলে তিনি তাদের ফেরাবেন না।
বাংলাদেশ নিয়ে মমতার ওই মন্তব্যের পরই শোরগোল শুরু হয়। মমতার মন্তব্যের তীব্র বিরোধিতা করেন বিজেপি নেতারা এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসও। কড়া প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ সরকারও।
এরপর ২৫ জুলাই মমতার মন্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। পরদিন মমতাও পাল্টা জবাব দেন। তিনি বলেন, সাতবারের সংসদ সদস্য ও দুইবারের মন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও বিদেশনীতি তিনি খুব ভালো জানেন। এসব তাঁকে শেখানো উচিত নয়; বরং যাঁরা তাঁর সমালোচনা করেন, পরিবর্তিত ব্যবস্থা থেকে তাঁদেরই শেখা উচিত।
মমতার দাবি, তিনি মানবিকতার দিকটি বিবেচনা করেই বাংলাদেশ থেকে কেউ গেলে আশ্রয় দেওয়ার কথা বলেছেন।

নিরাপত্তার বিবেচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অধিকাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কর্মপরিকল্পনা তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে গত জুলাইয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করেছিল কমিশন। আগের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী অনেক কাজ যথাসময়ে শেষ করতে পারেনি ইসি। এর মধ্যে রাজনৈতিক দল নিবন্ধন ও সংসদীয় আসনের সীমানা বিন্যাস ছিল অন্যতম।
৬ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সে সঙ্গে তাঁরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদের প্রশ্নে গণভোট। সেখানে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন...
৮ ঘণ্টা আগে