
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট বর্জনকারী বিএনপি নাশকতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল আল-মামুন।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত দ্বাদশ জাতীয় নির্বাচনের নিরাপত্তাব্যবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন।
নির্বাচন ঘিরে বিএনপির নাশকতার পরিকল্পনা পুলিশ জানতে পেরেছে দাবি করে আইজিপি বলেন, ‘নির্বাচনের দিন বিএনপি বিকট শব্দে কোনো কিছুর বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা এঁটেছে। কিন্ত এমন নাশকতার ফল কোনোভাবেই ভালো হবে না।’
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিএনপিকে কোনো ধরনের নাশকতা করার সুযোগ দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবোর্চ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে আজ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে ভার্চুয়াল গুজব ঠেকাতে পুলিশের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে চৌধুরী আব্দুল আল-মামুন বলেন, ‘পুলিশের বিভিন্ন ইউনিট সাইবার ওয়ার্ল্ডে কাজ করছে। প্রযুক্তি ব্যবহার করে আমাদের সব কার্যক্রম পরিচালনা করছি।’
হরতালের বিষয়ে এক প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, ‘এ দেশের মানুষ নির্বাচনমুখী এবং নির্বাচনের জন্য দেশবাসী উন্মুখ হয়ে আছে। দলে দলে মানুষ ভোটকেন্দ্রে ভোট দিতে যাবে। ভোট উৎসবে হরতালকারীদের খুঁজে পাওয়া যাবে না বলে আমার মনে হয়।’
ঝুকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তার বিষয়ে আইজিপি বলেন, ‘সব কেন্দ্রের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই একসঙ্গে একযোগে কাজ করছি। স্থানীয় প্রশাসন, রিটার্নিং অফিসার ও সব আইনশৃঙ্খলা বাহিনী একযোগে এক প্ল্যাটফর্মে এসে কাজ করছি।’
আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘পুলিশ ছাড়াও নির্বাচনে নিয়োজিত অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করেই নিরাপত্তা নিশ্চিত করা হবে। জরুরি প্রয়োজনে নিকস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সেবা নিতে পারবেন। ভোটাররা নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট বর্জনকারী বিএনপি নাশকতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল আল-মামুন।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত দ্বাদশ জাতীয় নির্বাচনের নিরাপত্তাব্যবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন।
নির্বাচন ঘিরে বিএনপির নাশকতার পরিকল্পনা পুলিশ জানতে পেরেছে দাবি করে আইজিপি বলেন, ‘নির্বাচনের দিন বিএনপি বিকট শব্দে কোনো কিছুর বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা এঁটেছে। কিন্ত এমন নাশকতার ফল কোনোভাবেই ভালো হবে না।’
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিএনপিকে কোনো ধরনের নাশকতা করার সুযোগ দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবোর্চ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে আজ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে ভার্চুয়াল গুজব ঠেকাতে পুলিশের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে চৌধুরী আব্দুল আল-মামুন বলেন, ‘পুলিশের বিভিন্ন ইউনিট সাইবার ওয়ার্ল্ডে কাজ করছে। প্রযুক্তি ব্যবহার করে আমাদের সব কার্যক্রম পরিচালনা করছি।’
হরতালের বিষয়ে এক প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, ‘এ দেশের মানুষ নির্বাচনমুখী এবং নির্বাচনের জন্য দেশবাসী উন্মুখ হয়ে আছে। দলে দলে মানুষ ভোটকেন্দ্রে ভোট দিতে যাবে। ভোট উৎসবে হরতালকারীদের খুঁজে পাওয়া যাবে না বলে আমার মনে হয়।’
ঝুকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তার বিষয়ে আইজিপি বলেন, ‘সব কেন্দ্রের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই একসঙ্গে একযোগে কাজ করছি। স্থানীয় প্রশাসন, রিটার্নিং অফিসার ও সব আইনশৃঙ্খলা বাহিনী একযোগে এক প্ল্যাটফর্মে এসে কাজ করছি।’
আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘পুলিশ ছাড়াও নির্বাচনে নিয়োজিত অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করেই নিরাপত্তা নিশ্চিত করা হবে। জরুরি প্রয়োজনে নিকস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সেবা নিতে পারবেন। ভোটাররা নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’

আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
৫ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রী রহিমা আক্তারের নামে থাকা একটি ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ গজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
৮ ঘণ্টা আগে