Ajker Patrika

আজ শহীদ সিরাজুদ্দীন হোসেনের ৫১তম অন্তর্ধান দিবস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১২: ৩৬
আজ শহীদ সিরাজুদ্দীন হোসেনের ৫১তম অন্তর্ধান দিবস

আজ ১০ ডিসেম্বর শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের অন্তর্ধান দিবস। ১৯৭১ সালের এই দিন মধ্যরাতের পর পাকিস্তানি বাহিনী ও বদর বাহিনীর সদস্যরা তাঁকে অপহরণ করে। এরপর তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। ডিসেম্বরে তালিকা ধরে বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যাওয়ার প্রথম শিকার ছিলেন তিনি।

সিরাজুদ্দীন হোসেন ছিলেন রাজনৈতিক সাংবাদিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অকৃত্রিম বন্ধু। ১৯৪৭ সালের দেশভাগের আগে দৈনিক আজাদে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশিম ও শেখ মুজিবুর রহমানের খবরগুলো তিনি ছাপতেন। যদিও আজাদ ছিল মুসলিম লীগের অন্য ঘরানার ব্যক্তি মওলানা আকরম খাঁর পত্রিকা।

মুক্তিযুদ্ধের সময় সিরাজুদ্দীন হোসেন ছিলেন দৈনিক ইত্তেফাকের কার্যনির্বাহী সম্পাদক। অবরুদ্ধ নগরীতে বসে তিনি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেন। নানাভাবে ‘জয় বাংলা’, ‘বাংলাদেশ’ শব্দগুলো তিনি শিরোনামে নিয়ে আসতেন, যেন পাঠক বুঝতে পারে দেশে আসলে কী ঘটছে। এ সময় তিনি ‘ঠগ বাছিতে গাঁ উজাড়’, ‘অধূনা রাজনীতির এক অধ্যায়’, ‘অশ্বত্থামা হত, ইতি গজ’, ‘সেই থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়’সহ অসংখ্য রাজনৈতিক প্রতিবেদন লিখে দেশের প্রকৃত অবস্থা তুলে ধরেন।

সিরাজুদ্দীন হোসেন ছিলেন এ দেশে অনুসন্ধানী সাংবাদিকতার জনক। ছেলেধরাদের নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হন। ম্যাগসাইসাই পুরস্কারের জন্য মনোনয়ন পান তিনি। বাহান্ন সালের ভাষা আন্দোলনের সময় নিখুঁত সাংবাদিকতা, ৬ দফা আন্দোলনে শেখ মুজিবকে নিয়ে ইত্তেফাকের বস্তুনিষ্ঠ প্রতিবেদন, সত্তরের নির্বাচনে বীরোচিত ভূমিকা তাঁকে কিংবদন্তি সাংবাদিকে পরিণত করেছে।

পরিবার সূত্রে জানা গেছে, করোনার কারণে শহীদ সিরাজুদ্দীন হোসেনের অন্তর্ধান দিবসটি ঘরোয়াভাবে পালিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত