নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয় হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ছয় আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান। আসামিরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) সদস্য।
রায় ঘোষণার সময় কারাগারে থাকা চার আসামিকে ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয়। তাঁরা হলেন-মোজাম্মেল হোসেন সায়মন, শেখ আবদুল্লাহ, আরাফাত শামস ওরফে সিয়াম ও আসাদুল্লাহ।
দুপুর ১২টায় বিচারক রায় ঘোষণা শুরু করেন। তিনি রায়ের সংক্ষিপ্ত অংশ পড়ে শোনান। রায়ে এই চারজনসহ মেজর জিয়া ও আকরাম হোসেন ওরফে আবির আদনানকে ফাঁসর দণ্ড দেওয়া হয়। রায় শোনার সঙ্গে সঙ্গে কাঠগড়ায় থাকা চার আসামি সমস্বরে বলে ওঠেন, ‘আলহামদুলিল্লাহ’!
তাঁরা রায় শুনে অত্যন্ত খুশি হন। তাঁরা বলেন, ‘আমরা আজ সফল। আমরা আল্লাহর আইন কায়েম করতে চাই। এই সব তাগুতে আইন আমাদের পায়ের নিচে। জুলহাজ-তনয়কে হত্যা করায় আমাদের কোনো অনুশোচনা নেই।’
বেলা সাড়ে ১১টার দিকে আসামিদের কাঠগড়ায় তোলা হয়। তখন থেকেই তাঁদের বেশ হাসিখুশি দেখাচ্ছিল। কখনো কখনো উচ্চ স্বরে কথাও বলছিলেন তাঁরা। তাঁদের আইনজীবীর সঙ্গে কথা বলতে দেখা যায়। পুলিশের সঙ্গেও তাঁরা উচ্চ স্বরে কথা বলেন।
এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন কি-না সে ব্যাপারে আসামিরা কিছু বলেননি। তবে তাঁদের আইনজীবী খায়রুল ইসলাম বলেন, এই রায়ের বিরুদ্ধে তাঁরা আপিল করবেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. গোলাম ছারোয়ার খান জাকির বলেন, আসামিদের উপযুক্ত শাস্তি হয়েছে। তাঁরা মানুষের মত প্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করে হত্যাকাণ্ডের মতো জঘন্য অপরাধ করেছেন।

জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয় হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ছয় আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান। আসামিরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) সদস্য।
রায় ঘোষণার সময় কারাগারে থাকা চার আসামিকে ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয়। তাঁরা হলেন-মোজাম্মেল হোসেন সায়মন, শেখ আবদুল্লাহ, আরাফাত শামস ওরফে সিয়াম ও আসাদুল্লাহ।
দুপুর ১২টায় বিচারক রায় ঘোষণা শুরু করেন। তিনি রায়ের সংক্ষিপ্ত অংশ পড়ে শোনান। রায়ে এই চারজনসহ মেজর জিয়া ও আকরাম হোসেন ওরফে আবির আদনানকে ফাঁসর দণ্ড দেওয়া হয়। রায় শোনার সঙ্গে সঙ্গে কাঠগড়ায় থাকা চার আসামি সমস্বরে বলে ওঠেন, ‘আলহামদুলিল্লাহ’!
তাঁরা রায় শুনে অত্যন্ত খুশি হন। তাঁরা বলেন, ‘আমরা আজ সফল। আমরা আল্লাহর আইন কায়েম করতে চাই। এই সব তাগুতে আইন আমাদের পায়ের নিচে। জুলহাজ-তনয়কে হত্যা করায় আমাদের কোনো অনুশোচনা নেই।’
বেলা সাড়ে ১১টার দিকে আসামিদের কাঠগড়ায় তোলা হয়। তখন থেকেই তাঁদের বেশ হাসিখুশি দেখাচ্ছিল। কখনো কখনো উচ্চ স্বরে কথাও বলছিলেন তাঁরা। তাঁদের আইনজীবীর সঙ্গে কথা বলতে দেখা যায়। পুলিশের সঙ্গেও তাঁরা উচ্চ স্বরে কথা বলেন।
এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন কি-না সে ব্যাপারে আসামিরা কিছু বলেননি। তবে তাঁদের আইনজীবী খায়রুল ইসলাম বলেন, এই রায়ের বিরুদ্ধে তাঁরা আপিল করবেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. গোলাম ছারোয়ার খান জাকির বলেন, আসামিদের উপযুক্ত শাস্তি হয়েছে। তাঁরা মানুষের মত প্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করে হত্যাকাণ্ডের মতো জঘন্য অপরাধ করেছেন।

নিরাপত্তার বিবেচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অধিকাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কর্মপরিকল্পনা তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে গত জুলাইয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করেছিল কমিশন। আগের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী অনেক কাজ যথাসময়ে শেষ করতে পারেনি ইসি। এর মধ্যে রাজনৈতিক দল নিবন্ধন ও সংসদীয় আসনের সীমানা বিন্যাস ছিল অন্যতম।
৮ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সে সঙ্গে তাঁরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
৮ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদের প্রশ্নে গণভোট। সেখানে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন...
৯ ঘণ্টা আগে