নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শেখ হাসিনার চাচাতো ভাই ও সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এবং তাঁর স্ত্রী শেখ রুপা চৌধুরীর বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে ১৩ কোটি ২৮ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলালের বিরুদ্ধে মামলায় বলা হয়, তাঁর নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার ৪০৪ টাকার সম্পদ পাওয়া যায়। এ ছাড়া তিনি ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত সাতটি ব্যাংক হিসাবে ৫৩ কোটি ৫৪ লাখ টাকার বেশি অর্থের সন্দেহজনক লেনদেন করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে শেখ হেলালের সহায়তায় তাঁর স্ত্রী শেখ রুপা চৌধুরী জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬ কোটি ৮২ লাখ ৮৪ হাজার ২৫৮ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন বলে আরেক মামলায় অভিযোগ করা হয়। এই মামলায় স্বামী ও স্ত্রী দুজনকে আসামি করা হয়েছে।
এদিকে সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকীর স্বামী বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড লুব্রিকেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুদুর রহমানের নামে ২ কোটি ৩১ লাখ ৬৬ হাজার ৮৫২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করেছে দুদক। এ মামলায় স্বামী ও স্ত্রী দুজনকে আসামি করা হয়েছে।
দুদক কর্মকর্তা আক্তার হোসেন জানান, সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে স্বামীর অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করার কারণে সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য মেহের আফরোজ চুমকীকেও আসামি করা হয়েছে।
অপরদিকে যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্যের ছেলে সুপ্রিম ভট্টাচার্য্যের বিরুদ্ধে ৬৩ লাখ টাকার বেশি মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আলাদা আরেকটি মামলা করেছে দুদক।
এসব মামলায় আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪–এর ২৭(১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২–এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শেখ হাসিনার চাচাতো ভাই ও সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এবং তাঁর স্ত্রী শেখ রুপা চৌধুরীর বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে ১৩ কোটি ২৮ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলালের বিরুদ্ধে মামলায় বলা হয়, তাঁর নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার ৪০৪ টাকার সম্পদ পাওয়া যায়। এ ছাড়া তিনি ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত সাতটি ব্যাংক হিসাবে ৫৩ কোটি ৫৪ লাখ টাকার বেশি অর্থের সন্দেহজনক লেনদেন করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে শেখ হেলালের সহায়তায় তাঁর স্ত্রী শেখ রুপা চৌধুরী জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬ কোটি ৮২ লাখ ৮৪ হাজার ২৫৮ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন বলে আরেক মামলায় অভিযোগ করা হয়। এই মামলায় স্বামী ও স্ত্রী দুজনকে আসামি করা হয়েছে।
এদিকে সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকীর স্বামী বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড লুব্রিকেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুদুর রহমানের নামে ২ কোটি ৩১ লাখ ৬৬ হাজার ৮৫২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করেছে দুদক। এ মামলায় স্বামী ও স্ত্রী দুজনকে আসামি করা হয়েছে।
দুদক কর্মকর্তা আক্তার হোসেন জানান, সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে স্বামীর অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করার কারণে সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য মেহের আফরোজ চুমকীকেও আসামি করা হয়েছে।
অপরদিকে যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্যের ছেলে সুপ্রিম ভট্টাচার্য্যের বিরুদ্ধে ৬৩ লাখ টাকার বেশি মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আলাদা আরেকটি মামলা করেছে দুদক।
এসব মামলায় আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪–এর ২৭(১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২–এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) বিরুদ্ধে প্রায় ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি মাত্র ১২ লাখ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। এসব যন্ত্রপাতি সংস্থাটির আওতাধীন বন্ধ থাকা সাতটি মিলের।
১৫ মিনিট আগে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের সাবেক উপকমিশনার এবং রংপুর রেঞ্জে অতিরিক্ত ডিআইজি পদে কর্মরত অবস্থায় বাধ্যতামূলক অবসরে পাঠানো মো. হামিদুল আলম, তাঁর স্ত্রী ও তিন বোনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২৬ মিনিট আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি থানায় করা একটি হত্যাচেষ্টা মামলা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১১৩ জনের অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ বিষয়ে সম্প্রতি আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
একেএম ফজলুল হক বলেন, ‘আমার প্রতি বৈষম্য হয়েছে। বিএনপির অনেক প্রার্থীকে দ্বৈত নাগরিকত্বের কাগজপত্র জমা না করেও মনোনয়নপত্র বৈধ করেছে। রিটার্নিং অফিসারের মতো নির্বাচন কমিশনও আমার প্রার্থিতা দেয়নি। এখন আইনজীবীর সঙ্গে কথা বলে আদালতে যাওয়ার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেব।’
৬ ঘণ্টা আগে