নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্প্রচার নীতিমালা অনুযায়ী জাতীয় সম্প্রচার কমিশন গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকারের জনস্বার্থে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এ রুল জারি করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তৈমুর আলম খন্দকার। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল কামরুল ইসলাম। আদেশের বিষয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল আজকের পত্রিকাকে বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা অনুযায়ী সম্প্রচার কমিশন গঠন এবং প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৮ মিনিট বিজ্ঞাপন প্রচারের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
আইনজীবী তৈমুর আলম খন্দকার বলেন, প্রতিটি রাষ্ট্রে টেলিভিশন চ্যানেলে সম্প্রচারের নীতিমালা অনুমোদিত আছে। যা দ্বারা সম্প্রচারের সময়সীমা অর্থাৎ অনুষ্ঠান, সংবাদ, নাটক, আলোচনা ইত্যাদির মধ্যে প্রতি ঘণ্টায় বিজ্ঞাপনের জন্য সময় নির্ধারণ করা আছে। বাংলাদেশে সম্প্রচার নীতিমালা থাকলেও বিজ্ঞাপন প্রচারের সময়সীমা সুনির্দিষ্ট করা নেই। ফলে অতিরিক্ত সময় বিজ্ঞাপন প্রচারের কারণে বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করার পরিবর্তে দর্শক-শ্রোতাদের মধ্যে বিরক্তির সৃষ্টি হচ্ছে।
আইনজীবী আরও বলেন, ‘আমরা কোর্টকে বলেছি বিশ্বের বিভিন্ন দেশে ঘণ্টায় ৭-৮ মিনিট বিজ্ঞাপন প্রচার করা হয়। দর্শক-শ্রোতার অভিযোগ শোনার জন্য জাতীয় সম্প্রচার কমিশন গঠন করার কথা। তবে নীতিমালায় থাকলেও দেশে ওই ধরনের কোনো কমিশন গঠন করা হয়নি। আদালত রুল জারি করেছেন।’

সম্প্রচার নীতিমালা অনুযায়ী জাতীয় সম্প্রচার কমিশন গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকারের জনস্বার্থে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এ রুল জারি করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তৈমুর আলম খন্দকার। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল কামরুল ইসলাম। আদেশের বিষয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল আজকের পত্রিকাকে বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা অনুযায়ী সম্প্রচার কমিশন গঠন এবং প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৮ মিনিট বিজ্ঞাপন প্রচারের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
আইনজীবী তৈমুর আলম খন্দকার বলেন, প্রতিটি রাষ্ট্রে টেলিভিশন চ্যানেলে সম্প্রচারের নীতিমালা অনুমোদিত আছে। যা দ্বারা সম্প্রচারের সময়সীমা অর্থাৎ অনুষ্ঠান, সংবাদ, নাটক, আলোচনা ইত্যাদির মধ্যে প্রতি ঘণ্টায় বিজ্ঞাপনের জন্য সময় নির্ধারণ করা আছে। বাংলাদেশে সম্প্রচার নীতিমালা থাকলেও বিজ্ঞাপন প্রচারের সময়সীমা সুনির্দিষ্ট করা নেই। ফলে অতিরিক্ত সময় বিজ্ঞাপন প্রচারের কারণে বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করার পরিবর্তে দর্শক-শ্রোতাদের মধ্যে বিরক্তির সৃষ্টি হচ্ছে।
আইনজীবী আরও বলেন, ‘আমরা কোর্টকে বলেছি বিশ্বের বিভিন্ন দেশে ঘণ্টায় ৭-৮ মিনিট বিজ্ঞাপন প্রচার করা হয়। দর্শক-শ্রোতার অভিযোগ শোনার জন্য জাতীয় সম্প্রচার কমিশন গঠন করার কথা। তবে নীতিমালায় থাকলেও দেশে ওই ধরনের কোনো কমিশন গঠন করা হয়নি। আদালত রুল জারি করেছেন।’

রাষ্ট্রীয়ভাবে তামাকমুক্ত ভবিষ্যতের পক্ষে অবস্থান নেওয়া হলেও নামমাত্র বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির যুক্তিতে দেশে তামাকজাতীয় পণ্য ‘নিকোটিন পাউচ’ উৎপাদনের ছাড়পত্র দেওয়া হয়েছে। এর কারখানার অনুমোদন দেওয়া হলে তা প্রচলিত আইন ও সরকারের ঘোষিত নীতির সঙ্গে সাংঘর্ষিক হবে বলে আগে থেকেই সতর্ক করে...
৬ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
৭ ঘণ্টা আগে
ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। সেইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত।
৮ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে বর্তমানে আলোচনা...
৯ ঘণ্টা আগে