নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লক্ষ্যমাত্রার চেয়ে কম হলেও গত এক দিনের বিশেষ ক্যাম্পেইনে ৬৬ লাখের বেশি টিকা দিয়েছে সরকার। দেশে টিকাদান কর্মসূচি শুরুর পর যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনকে ঘিরে দেওয়া হয় এই টিকা। পরিকল্পনা ছিল পৌনে এক কোটির বেশি টিকা দেওয়ার। তবে নানা জটিলতায় ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জন নিবন্ধিতকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়। বাকিদের আজ দেওয়া হচ্ছে। এসব টিকা অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের।
আজ বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকা পাওয়াদের মধ্যে পুরুষ ৩১ লাখ ৬৯ হাজার ৬২২ জন। নারীর টিকা পাওয়ার সংখ্যা ৩৪ লাখ ৫৫ হাজার ৫০১ জন।
এ ছাড়া এদিন নিয়মিত টিকার অংশ হিসেবে ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। সব মিলিয়ে মঙ্গলবার ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ জনকে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়।
শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও ৯০ দশমিক ১২ শতাংশ লক্ষ্যে পৌঁছানোও বিশাল অর্জনের বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটি বলছে, পর্যাপ্ত ভ্যাকসিন চালান নিশ্চিত হলে কত দ্রুত দেশের ৮০ শতাংশ মানুষকে মার্কিনের আওতায় আনা সম্ভব হবে এটাই তার সক্ষমতার প্রমাণ।
বর্তমানে দেশের ১৮ দশমিক ৬৩ শতাংশ মানুষ, অর্থাৎ ৩ কোটি ১৫ লাখ ৬ হাজার ১৭ জন প্রথম ডোজের টিকা পেয়েছেন। দেশের ৮০ শতাংশ জনগণকে টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের।
সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৫ কোটি ৭৩ লাখ ২ হাজার ৩৮০ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৩ কোটি ১৫ লাখ ৬ হাজার ১৮ জন। আর পূর্ণ ডোজ পেয়েছেন ১ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ৭৩৫ জন।

লক্ষ্যমাত্রার চেয়ে কম হলেও গত এক দিনের বিশেষ ক্যাম্পেইনে ৬৬ লাখের বেশি টিকা দিয়েছে সরকার। দেশে টিকাদান কর্মসূচি শুরুর পর যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনকে ঘিরে দেওয়া হয় এই টিকা। পরিকল্পনা ছিল পৌনে এক কোটির বেশি টিকা দেওয়ার। তবে নানা জটিলতায় ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জন নিবন্ধিতকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়। বাকিদের আজ দেওয়া হচ্ছে। এসব টিকা অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের।
আজ বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকা পাওয়াদের মধ্যে পুরুষ ৩১ লাখ ৬৯ হাজার ৬২২ জন। নারীর টিকা পাওয়ার সংখ্যা ৩৪ লাখ ৫৫ হাজার ৫০১ জন।
এ ছাড়া এদিন নিয়মিত টিকার অংশ হিসেবে ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। সব মিলিয়ে মঙ্গলবার ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ জনকে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়।
শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও ৯০ দশমিক ১২ শতাংশ লক্ষ্যে পৌঁছানোও বিশাল অর্জনের বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটি বলছে, পর্যাপ্ত ভ্যাকসিন চালান নিশ্চিত হলে কত দ্রুত দেশের ৮০ শতাংশ মানুষকে মার্কিনের আওতায় আনা সম্ভব হবে এটাই তার সক্ষমতার প্রমাণ।
বর্তমানে দেশের ১৮ দশমিক ৬৩ শতাংশ মানুষ, অর্থাৎ ৩ কোটি ১৫ লাখ ৬ হাজার ১৭ জন প্রথম ডোজের টিকা পেয়েছেন। দেশের ৮০ শতাংশ জনগণকে টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের।
সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৫ কোটি ৭৩ লাখ ২ হাজার ৩৮০ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৩ কোটি ১৫ লাখ ৬ হাজার ১৮ জন। আর পূর্ণ ডোজ পেয়েছেন ১ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ৭৩৫ জন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।
৫ মিনিট আগে
প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এসব কর্মসূচিতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের আয়োজন করছে বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং ইমাম ও ধর্মীয় নেতাদের প্রশিক্ষণের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন।
১৬ মিনিট আগে
আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মুসলিম বিশ্বের ঐক্য সুসংহত করার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বিশেষ অধিবেশনে সোমালিয়ার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
১০ ঘণ্টা আগে