নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছেই। প্রায়ই দৈনিক শনাক্তে নতুন রেকর্ড হচ্ছে। এবার গত ২৪ ঘণ্টায় রেকর্ড দুই শতাধিক রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। এ সময়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২০১ জন রোগী। যা এ বছরে একদিনে সর্বোচ্চ রেকর্ড। এই শনাক্ত ও ভর্তির মধ্যে ঢাকায় ১৪৯ জন এবং ঢাকার বাইরে ৫২ জন।
এ ছাড়া বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৬৮ জন ডেঙ্গু রোগী। তাঁদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৫১ জন এবং ঢাকার বাইরে ১১৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি মাসের ২৯ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে মোট ৩ হাজার ৩৩ জন। আর জুলাই মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৫৭১ জন। গত মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে এ সংখ্যা ছিল ৭৩৭। আর এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২০ জনের। তাঁদের মধ্যে জুনে একজন, জুলাইতে ৯ জন ও আগস্টের ২৯ দিনে ১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৬৯৩। তাঁদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৫ হাজার ৫ জন। এই মোট রোগীর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৪ হাজার ৬৯২ জন এবং ছাড়পত্র নিয়েছেন ৪ হাজার ১৩২ জন। ঢাকার বাইরে মোট রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১ জন। তাঁদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৮৭৩ জন। এ সময় মৃত্যু হয়েছে ২০ জনের।
কীটতত্ত্ববিদদের বলছেন, তাঁদের আগেই ধারণা ছিল আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রাদুর্ভাব সর্বোচ্চ চূড়ায় উঠবে। দেশে চলতি মাসে প্রতিদিন গড়ে প্রায় ১০৫ জনের বেশি রোগী শনাক্ত হচ্ছে।

দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছেই। প্রায়ই দৈনিক শনাক্তে নতুন রেকর্ড হচ্ছে। এবার গত ২৪ ঘণ্টায় রেকর্ড দুই শতাধিক রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। এ সময়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২০১ জন রোগী। যা এ বছরে একদিনে সর্বোচ্চ রেকর্ড। এই শনাক্ত ও ভর্তির মধ্যে ঢাকায় ১৪৯ জন এবং ঢাকার বাইরে ৫২ জন।
এ ছাড়া বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৬৮ জন ডেঙ্গু রোগী। তাঁদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৫১ জন এবং ঢাকার বাইরে ১১৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি মাসের ২৯ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে মোট ৩ হাজার ৩৩ জন। আর জুলাই মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৫৭১ জন। গত মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে এ সংখ্যা ছিল ৭৩৭। আর এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২০ জনের। তাঁদের মধ্যে জুনে একজন, জুলাইতে ৯ জন ও আগস্টের ২৯ দিনে ১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৬৯৩। তাঁদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৫ হাজার ৫ জন। এই মোট রোগীর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৪ হাজার ৬৯২ জন এবং ছাড়পত্র নিয়েছেন ৪ হাজার ১৩২ জন। ঢাকার বাইরে মোট রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১ জন। তাঁদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৮৭৩ জন। এ সময় মৃত্যু হয়েছে ২০ জনের।
কীটতত্ত্ববিদদের বলছেন, তাঁদের আগেই ধারণা ছিল আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রাদুর্ভাব সর্বোচ্চ চূড়ায় উঠবে। দেশে চলতি মাসে প্রতিদিন গড়ে প্রায় ১০৫ জনের বেশি রোগী শনাক্ত হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র ও কক্ষ আগেই মোটামুটি চূড়ান্ত করেছিল নির্বাচন কমিশন (ইসি)। পরে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত হওয়ায় ইসিও এ বিষয়ে উদ্যোগ নেয়।
২৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তাতে যশোর-২ আসনে জামায়াত ইসলামী মনোনীত একজন প্রার্থী এবং নরসিংদী-২, রংপুর-১ ও কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টি (জাপা)...
১ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নগদ ও ব্যাংকে জমা আছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা। আয়কর রিটার্নে ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকার সম্পদের হিসাব দিয়েছেন তিনি। পেশায় রাজনীতিবিদ তারেক রহমানের নিজের কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্থাপনা নেই।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারে সাতটি বিধি অবশ্যই মেনে চলতে হবে। এসব বিধি লঙ্ঘন করা দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে দোষী সাব্যস্ত হলে অর্থদণ্ড ও কারাদণ্ডের পাশাপাশি প্রার্থিতাও বাতিল হতে পারে।
৬ ঘণ্টা আগে