নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল ও মোটেলের বুকিং এখন থেকে অনলাইনে দেওয়া যাবে। এ জন্য অনলাইন রিজার্ভেশন ও হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে সরকার। (www.hotels.gov.bd) ঠিকানায় হোটেল-মোটেলের রুম বুকিং করা যাবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী আজ বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানে হোটেল-মোটেলের অনলাইন বুকিং সেবার উদ্বোধন করেন। তিনি বলেন, ‘পর্যটক বান্ধব এই সফটওয়্যারটি ব্যবহার করে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পর্যটকেরা বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলের রুম বুকিং দিতে পারবেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সফটওয়্যারটি ব্যবহারের ফলে পর্যটন করপোরেশনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা উন্নত হবে এবং একই সঙ্গে এর প্রতিটি হোটেল-মোটেলের মনিটরিং ব্যবস্থা জোরদার হওয়ায় সঠিক জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে। গ্রাহকদের ফিডব্যাক দেওয়ার সুযোগ থাকবে বিধায় সেবা সম্পর্কিত আপত্তি নিরসনের সুযোগ পাওয়া যাবে।’
পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলের বুকিং নিয়ে একটি মোবাইল অ্যাপ আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে চালু করা হবে বলেও জানানো হয়।
এক প্রশ্নের জবাবে মাহবুব আলী বলেন, ‘করোনার বিধিনিষেধের মধ্যে হোটেল-মোটেল কর্তৃপক্ষ ব্যবসা করতে পারেনি বলে প্রধানমন্ত্রী প্রথমে ১০ হাজার কোটি টাকা, পরে আরও ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছেন। আমরা চাই খুব দ্রুততম সময়ে তাঁরা যেন তাঁদের ক্ষতি পুষিয়ে নিতে পারে। তাঁদের অসুবিধার কথা চিন্তা করে সীমিত পরিসরে পর্যটন শিল্প খুলে দেওয়া হয়েছে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন প্রমুখ।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল ও মোটেলের বুকিং এখন থেকে অনলাইনে দেওয়া যাবে। এ জন্য অনলাইন রিজার্ভেশন ও হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে সরকার। (www.hotels.gov.bd) ঠিকানায় হোটেল-মোটেলের রুম বুকিং করা যাবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী আজ বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানে হোটেল-মোটেলের অনলাইন বুকিং সেবার উদ্বোধন করেন। তিনি বলেন, ‘পর্যটক বান্ধব এই সফটওয়্যারটি ব্যবহার করে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পর্যটকেরা বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলের রুম বুকিং দিতে পারবেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সফটওয়্যারটি ব্যবহারের ফলে পর্যটন করপোরেশনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা উন্নত হবে এবং একই সঙ্গে এর প্রতিটি হোটেল-মোটেলের মনিটরিং ব্যবস্থা জোরদার হওয়ায় সঠিক জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে। গ্রাহকদের ফিডব্যাক দেওয়ার সুযোগ থাকবে বিধায় সেবা সম্পর্কিত আপত্তি নিরসনের সুযোগ পাওয়া যাবে।’
পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলের বুকিং নিয়ে একটি মোবাইল অ্যাপ আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে চালু করা হবে বলেও জানানো হয়।
এক প্রশ্নের জবাবে মাহবুব আলী বলেন, ‘করোনার বিধিনিষেধের মধ্যে হোটেল-মোটেল কর্তৃপক্ষ ব্যবসা করতে পারেনি বলে প্রধানমন্ত্রী প্রথমে ১০ হাজার কোটি টাকা, পরে আরও ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছেন। আমরা চাই খুব দ্রুততম সময়ে তাঁরা যেন তাঁদের ক্ষতি পুষিয়ে নিতে পারে। তাঁদের অসুবিধার কথা চিন্তা করে সীমিত পরিসরে পর্যটন শিল্প খুলে দেওয়া হয়েছে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন প্রমুখ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।
২০ মিনিট আগে
প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এসব কর্মসূচিতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের আয়োজন করছে বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং ইমাম ও ধর্মীয় নেতাদের প্রশিক্ষণের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন।
৩২ মিনিট আগে
আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মুসলিম বিশ্বের ঐক্য সুসংহত করার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বিশেষ অধিবেশনে সোমালিয়ার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
১০ ঘণ্টা আগে