নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল ও মোটেলের বুকিং এখন থেকে অনলাইনে দেওয়া যাবে। এ জন্য অনলাইন রিজার্ভেশন ও হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে সরকার। (www.hotels.gov.bd) ঠিকানায় হোটেল-মোটেলের রুম বুকিং করা যাবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী আজ বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানে হোটেল-মোটেলের অনলাইন বুকিং সেবার উদ্বোধন করেন। তিনি বলেন, ‘পর্যটক বান্ধব এই সফটওয়্যারটি ব্যবহার করে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পর্যটকেরা বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলের রুম বুকিং দিতে পারবেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সফটওয়্যারটি ব্যবহারের ফলে পর্যটন করপোরেশনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা উন্নত হবে এবং একই সঙ্গে এর প্রতিটি হোটেল-মোটেলের মনিটরিং ব্যবস্থা জোরদার হওয়ায় সঠিক জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে। গ্রাহকদের ফিডব্যাক দেওয়ার সুযোগ থাকবে বিধায় সেবা সম্পর্কিত আপত্তি নিরসনের সুযোগ পাওয়া যাবে।’
পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলের বুকিং নিয়ে একটি মোবাইল অ্যাপ আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে চালু করা হবে বলেও জানানো হয়।
এক প্রশ্নের জবাবে মাহবুব আলী বলেন, ‘করোনার বিধিনিষেধের মধ্যে হোটেল-মোটেল কর্তৃপক্ষ ব্যবসা করতে পারেনি বলে প্রধানমন্ত্রী প্রথমে ১০ হাজার কোটি টাকা, পরে আরও ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছেন। আমরা চাই খুব দ্রুততম সময়ে তাঁরা যেন তাঁদের ক্ষতি পুষিয়ে নিতে পারে। তাঁদের অসুবিধার কথা চিন্তা করে সীমিত পরিসরে পর্যটন শিল্প খুলে দেওয়া হয়েছে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন প্রমুখ।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল ও মোটেলের বুকিং এখন থেকে অনলাইনে দেওয়া যাবে। এ জন্য অনলাইন রিজার্ভেশন ও হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে সরকার। (www.hotels.gov.bd) ঠিকানায় হোটেল-মোটেলের রুম বুকিং করা যাবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী আজ বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানে হোটেল-মোটেলের অনলাইন বুকিং সেবার উদ্বোধন করেন। তিনি বলেন, ‘পর্যটক বান্ধব এই সফটওয়্যারটি ব্যবহার করে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পর্যটকেরা বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলের রুম বুকিং দিতে পারবেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সফটওয়্যারটি ব্যবহারের ফলে পর্যটন করপোরেশনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা উন্নত হবে এবং একই সঙ্গে এর প্রতিটি হোটেল-মোটেলের মনিটরিং ব্যবস্থা জোরদার হওয়ায় সঠিক জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে। গ্রাহকদের ফিডব্যাক দেওয়ার সুযোগ থাকবে বিধায় সেবা সম্পর্কিত আপত্তি নিরসনের সুযোগ পাওয়া যাবে।’
পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলের বুকিং নিয়ে একটি মোবাইল অ্যাপ আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে চালু করা হবে বলেও জানানো হয়।
এক প্রশ্নের জবাবে মাহবুব আলী বলেন, ‘করোনার বিধিনিষেধের মধ্যে হোটেল-মোটেল কর্তৃপক্ষ ব্যবসা করতে পারেনি বলে প্রধানমন্ত্রী প্রথমে ১০ হাজার কোটি টাকা, পরে আরও ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছেন। আমরা চাই খুব দ্রুততম সময়ে তাঁরা যেন তাঁদের ক্ষতি পুষিয়ে নিতে পারে। তাঁদের অসুবিধার কথা চিন্তা করে সীমিত পরিসরে পর্যটন শিল্প খুলে দেওয়া হয়েছে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন প্রমুখ।

অন্তর্বর্তী সরকারের ক্ষুদ্রঋণ ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ বিশ্বজুড়ে ‘নতুন উদ্ভাবন ও দৃষ্টান্ত স্থাপন’ করবে বলে মনে করছে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)। সিডিএফের মতে, এ ধরনের ব্যাংক হলে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর কাঠামোর ভিত্তি আরও সুদৃঢ় হবে।
৩ ঘণ্টা আগে
খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন জকসুর ছাত্রদল-সমর্থিত প্যানেলের নবনির্বাচিতরা। আজ শুক্রবার (৯ জানুয়ারি) জুমার নামাজ শেষে জিয়া উদ্যানে কবর জিয়ারত করেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টাকালে ডিভাইসসহ এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম পরিমল সরকার। আজ দুপুরে গাইবান্ধা শহরের দারুল হুদা আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালে কর্তব্যরত কেন্দ্র পরিদর্শক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহ হলে তাঁকে তল্লাশি
৫ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ, পীর-আউলিয়ার হাত ধরে ইসলাম এসেছে। কেউ কেউ বিভিন্ন অজুহাতে মাজারে আঘাত হানছে, যা মোটেও কাম্য নয়। এসব হামলা নিন্দনীয়।’
৯ ঘণ্টা আগে