নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বজুড়েই দাপট কমছে নভেল করোনাভাইরাসের। এক সময়ে যেখানে দৈনিক শনাক্ত রোগী ৩০ লাখ ছাড়িয়ে যেত, এখন দুই-তৃতীয়াংশ কমেছে, প্রাণহানিও কমেছে প্রত্যাশিত মাত্রায়। যদিও ইউরোপ ও লাতিন আমেরিকার কিছু দেশে এখনো ভাইরাসটির সংক্রমণ উচ্চমুখী। হঠাৎ করে চীনেও সংক্রমণ বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে। তবে আগের মতো প্রাণঘাতী নয়।
বাংলাদেশসহ অনেক দেশেই এখন করোনাভাইরাস সংক্রমণ নিম্নমুখী ধারায় রয়েছে। গত পাঁচ দিন দেশে করোনায় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) শনাক্ত রোগী প্রায় অর্ধেকে নেমেছে। এদিন ২৮ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে টানা ১৫ দিন শনাক্তের সংখ্যা শতকের নিচে থাকল।
গত একদিনে শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৬২ শতাংশ। সব মিলিয়ে দেশে কোভিড রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২৩ জনে।
সর্বশেষ গত ৪ এপ্রিল একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে গত ২৪ ঘণ্টা পর্যন্ত টানা পাঁচ দিন ধরে মৃত্যুশূন্য দিন পার করছে বাংলাদেশ। ফলে মৃতের সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৩ জন রয়ে গেছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। চীনের বাইরে সর্বপ্রথম করোনা হানা দেয় ইউরোপের দেশ ইতালিতে। সেখান থেকেই ফেরত তিনজনের মাধ্যমে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রবেশ করে করোনাভাইরাস। এরপর দ্রুত সংক্রমণ বাড়তে থাকে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
গত বছরের ফেব্রুয়ারিতে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে। তবে ব্যাপকভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় পরের মাসেই পরিস্থিতি আবারও জটিল হতে থাকে। এই সময় ডেলটা ধরনের প্রকোপে সংক্রমণ ও মৃত্যুর অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়। বছরের শেষ নাগাদ এ ধরনের সংক্রমণ নিয়ন্ত্রণে আসে। এর পরপরই নতুন আতঙ্ক নিয়ে হাজির হয় আফ্রিকার ধরন ওমিক্রন। অত্যন্ত সংক্রমণ সক্ষম ধরনটি অবশ্য অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আসে।

বিশ্বজুড়েই দাপট কমছে নভেল করোনাভাইরাসের। এক সময়ে যেখানে দৈনিক শনাক্ত রোগী ৩০ লাখ ছাড়িয়ে যেত, এখন দুই-তৃতীয়াংশ কমেছে, প্রাণহানিও কমেছে প্রত্যাশিত মাত্রায়। যদিও ইউরোপ ও লাতিন আমেরিকার কিছু দেশে এখনো ভাইরাসটির সংক্রমণ উচ্চমুখী। হঠাৎ করে চীনেও সংক্রমণ বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে। তবে আগের মতো প্রাণঘাতী নয়।
বাংলাদেশসহ অনেক দেশেই এখন করোনাভাইরাস সংক্রমণ নিম্নমুখী ধারায় রয়েছে। গত পাঁচ দিন দেশে করোনায় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) শনাক্ত রোগী প্রায় অর্ধেকে নেমেছে। এদিন ২৮ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে টানা ১৫ দিন শনাক্তের সংখ্যা শতকের নিচে থাকল।
গত একদিনে শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৬২ শতাংশ। সব মিলিয়ে দেশে কোভিড রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২৩ জনে।
সর্বশেষ গত ৪ এপ্রিল একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে গত ২৪ ঘণ্টা পর্যন্ত টানা পাঁচ দিন ধরে মৃত্যুশূন্য দিন পার করছে বাংলাদেশ। ফলে মৃতের সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৩ জন রয়ে গেছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। চীনের বাইরে সর্বপ্রথম করোনা হানা দেয় ইউরোপের দেশ ইতালিতে। সেখান থেকেই ফেরত তিনজনের মাধ্যমে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রবেশ করে করোনাভাইরাস। এরপর দ্রুত সংক্রমণ বাড়তে থাকে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
গত বছরের ফেব্রুয়ারিতে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে। তবে ব্যাপকভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় পরের মাসেই পরিস্থিতি আবারও জটিল হতে থাকে। এই সময় ডেলটা ধরনের প্রকোপে সংক্রমণ ও মৃত্যুর অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়। বছরের শেষ নাগাদ এ ধরনের সংক্রমণ নিয়ন্ত্রণে আসে। এর পরপরই নতুন আতঙ্ক নিয়ে হাজির হয় আফ্রিকার ধরন ওমিক্রন। অত্যন্ত সংক্রমণ সক্ষম ধরনটি অবশ্য অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আসে।

নির্বাচন ডাকাতি আর কখনো না হয়, সেই ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের
৬ মিনিট আগে
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের জারি করা সাম্প্রতিক অধ্যাদেশগুলোতে তার প্রতিফলন নেই বলে অভিযোগ করেছে টিআইবি। দুর্নীতি–অনিয়মের বিরুদ্ধে নজরদারি করা আন্তর্জাতিক সংস্থাটির বাংলাদেশ শাখার পর্যবেক্ষণ হচ্ছে, সংস্কারের আলোকে একের পর এক
২৪ মিনিট আগে
জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার কোনো আসামি যাতে জামিন, অব্যাহতি বা খালাস না পান, তা নিশ্চিত করাসহ তিন দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
৩৯ মিনিট আগে
বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তাঁর স্ত্রী ডিয়ান ডাও ঢাকায় পৌঁছেছেন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। নতুন মার্কিন রাষ্ট্রদূত এক বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে...
১ ঘণ্টা আগে