নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বজুড়েই দাপট কমছে নভেল করোনাভাইরাসের। এক সময়ে যেখানে দৈনিক শনাক্ত রোগী ৩০ লাখ ছাড়িয়ে যেত, এখন দুই-তৃতীয়াংশ কমেছে, প্রাণহানিও কমেছে প্রত্যাশিত মাত্রায়। যদিও ইউরোপ ও লাতিন আমেরিকার কিছু দেশে এখনো ভাইরাসটির সংক্রমণ উচ্চমুখী। হঠাৎ করে চীনেও সংক্রমণ বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে। তবে আগের মতো প্রাণঘাতী নয়।
বাংলাদেশসহ অনেক দেশেই এখন করোনাভাইরাস সংক্রমণ নিম্নমুখী ধারায় রয়েছে। গত পাঁচ দিন দেশে করোনায় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) শনাক্ত রোগী প্রায় অর্ধেকে নেমেছে। এদিন ২৮ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে টানা ১৫ দিন শনাক্তের সংখ্যা শতকের নিচে থাকল।
গত একদিনে শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৬২ শতাংশ। সব মিলিয়ে দেশে কোভিড রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২৩ জনে।
সর্বশেষ গত ৪ এপ্রিল একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে গত ২৪ ঘণ্টা পর্যন্ত টানা পাঁচ দিন ধরে মৃত্যুশূন্য দিন পার করছে বাংলাদেশ। ফলে মৃতের সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৩ জন রয়ে গেছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। চীনের বাইরে সর্বপ্রথম করোনা হানা দেয় ইউরোপের দেশ ইতালিতে। সেখান থেকেই ফেরত তিনজনের মাধ্যমে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রবেশ করে করোনাভাইরাস। এরপর দ্রুত সংক্রমণ বাড়তে থাকে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
গত বছরের ফেব্রুয়ারিতে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে। তবে ব্যাপকভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় পরের মাসেই পরিস্থিতি আবারও জটিল হতে থাকে। এই সময় ডেলটা ধরনের প্রকোপে সংক্রমণ ও মৃত্যুর অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়। বছরের শেষ নাগাদ এ ধরনের সংক্রমণ নিয়ন্ত্রণে আসে। এর পরপরই নতুন আতঙ্ক নিয়ে হাজির হয় আফ্রিকার ধরন ওমিক্রন। অত্যন্ত সংক্রমণ সক্ষম ধরনটি অবশ্য অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আসে।

বিশ্বজুড়েই দাপট কমছে নভেল করোনাভাইরাসের। এক সময়ে যেখানে দৈনিক শনাক্ত রোগী ৩০ লাখ ছাড়িয়ে যেত, এখন দুই-তৃতীয়াংশ কমেছে, প্রাণহানিও কমেছে প্রত্যাশিত মাত্রায়। যদিও ইউরোপ ও লাতিন আমেরিকার কিছু দেশে এখনো ভাইরাসটির সংক্রমণ উচ্চমুখী। হঠাৎ করে চীনেও সংক্রমণ বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে। তবে আগের মতো প্রাণঘাতী নয়।
বাংলাদেশসহ অনেক দেশেই এখন করোনাভাইরাস সংক্রমণ নিম্নমুখী ধারায় রয়েছে। গত পাঁচ দিন দেশে করোনায় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) শনাক্ত রোগী প্রায় অর্ধেকে নেমেছে। এদিন ২৮ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে টানা ১৫ দিন শনাক্তের সংখ্যা শতকের নিচে থাকল।
গত একদিনে শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৬২ শতাংশ। সব মিলিয়ে দেশে কোভিড রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২৩ জনে।
সর্বশেষ গত ৪ এপ্রিল একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে গত ২৪ ঘণ্টা পর্যন্ত টানা পাঁচ দিন ধরে মৃত্যুশূন্য দিন পার করছে বাংলাদেশ। ফলে মৃতের সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৩ জন রয়ে গেছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। চীনের বাইরে সর্বপ্রথম করোনা হানা দেয় ইউরোপের দেশ ইতালিতে। সেখান থেকেই ফেরত তিনজনের মাধ্যমে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রবেশ করে করোনাভাইরাস। এরপর দ্রুত সংক্রমণ বাড়তে থাকে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
গত বছরের ফেব্রুয়ারিতে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে। তবে ব্যাপকভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় পরের মাসেই পরিস্থিতি আবারও জটিল হতে থাকে। এই সময় ডেলটা ধরনের প্রকোপে সংক্রমণ ও মৃত্যুর অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়। বছরের শেষ নাগাদ এ ধরনের সংক্রমণ নিয়ন্ত্রণে আসে। এর পরপরই নতুন আতঙ্ক নিয়ে হাজির হয় আফ্রিকার ধরন ওমিক্রন। অত্যন্ত সংক্রমণ সক্ষম ধরনটি অবশ্য অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আসে।

আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রী রহিমা আক্তারের নামে থাকা একটি ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ গজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
৫ ঘণ্টা আগে