নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করা নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ প্রকাশ করে আসছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারিরা। দফায় দফায় কেএম নুরুল হুদা নেতৃত্বাধীন কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। তাতে কোনো কাজ হয়নি।
নতুন দায়িত্ব পাওয়া কাজী হাবিবুল আউয়াল কমিশনেও স্মারকলিপি দেন ইসি কর্মকর্তারা। শুরুর দিকে নীরব থাকলেও পরবর্তীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
তবে এতেও কোনো আশার আলো দেখতে না পেয়ে ইসি কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন এবার কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনটির এক সভায় নেওয়া সিদ্ধান্তে জানা যায়, আগামী ৪ ডিসেম্বরের মধ্যে তাঁদের দাবি বাস্তবায়ন না হলে ৫ ডিসেম্বর থেকে কর্মবিরতিতে যাবেন ইসি কর্মকর্তারা।
এনআইডি নিবন্ধন অনুবিভাগ ইসির অধীনে রাখা ছাড়াও আরও কিছু দাবিতে আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। এসবের মধ্যে রয়েছে—নির্বাচন কমিশন সচিবালয়ে সব ধরনের প্রেষণে পদায়ন বন্ধ ও শূন্য পদ পূরণে নির্বাচন কমিশন কর্তৃক দৃশ্যমান কার্যকর পদক্ষেপ গ্রহণ, কমিশন কর্তৃক প্রস্তাবিত ইভিএম প্রকল্প লজিস্টিকসহ (ওয়্যারহাউজ ও যানবাহন) অনুমোদন ও প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো দ্রুততম সময়ে বাস্তবায়ন করা।
সংগঠনটি আজ মঙ্গলবার সভায় এসব দাবি নিয়ে সিন্ধান্ত নেয়। পরে লিখিত সিদ্ধান্তগুলো ইসি সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে দেন সংগঠনের নেতারা।
ইসি কর্মকর্তারা জানান, আগামী ৪ ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। ঘোষিত কর্মসূচি নির্বাচন কমিশন সচিবালয়, এনআইডি, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠপর্যায়ের সব কার্যালয়ে একযোগে পালন করা হবে। তবে এরই মধ্যে ঘোষিত নির্বাচনী কর্মযজ্ঞ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
এদিকে ইসি কর্মকর্তাদের এই আলটিমেটাম দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংস্থাটির সচিব মো. জাহাংগীর আলম। তিনি জানান, জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ ইসি থেকে সরকারের অধীনে নেওয়ার সিদ্ধান্ত সরকারের।
ইসি সচিব বলেন, ‘এনআইডির বিষয়টি একটি সরকারি সিদ্ধান্ত। কমিশন এরই মধ্যে বক্তব্য স্পষ্ট করেছে। সরকার যেটা বাস্তবায়ন করবে আমাদের সেটাই বাস্তবায়ন করতে হবে। এটার সঙ্গে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাও একমত হয়েছে বলে জানিয়েছে। তবে কর্মকর্তারা এনআইডি ইসির অধীনে রাখার বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে।’
ইসি কর্মকর্তাদের অন্য দাবিগুলোর বিষয়ে জাহাংগীর আলম বলেন, ‘যারা যোগ্যতা অর্জন করবেন তাঁদের চাকরিবিধি অনুযায়ী শূন্য পদগুলোতে পদোন্নতি প্রদান এবং শূন্য পদগুলো পূরণ করাটা যৌক্তিক হবে। আমরা অবশ্যই কমিশনের মাধ্যমে তাঁদের পদোন্নতি এবং শূন্য পদ পূরণে উদ্যোগ নেব।’

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করা নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ প্রকাশ করে আসছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারিরা। দফায় দফায় কেএম নুরুল হুদা নেতৃত্বাধীন কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। তাতে কোনো কাজ হয়নি।
নতুন দায়িত্ব পাওয়া কাজী হাবিবুল আউয়াল কমিশনেও স্মারকলিপি দেন ইসি কর্মকর্তারা। শুরুর দিকে নীরব থাকলেও পরবর্তীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
তবে এতেও কোনো আশার আলো দেখতে না পেয়ে ইসি কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন এবার কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনটির এক সভায় নেওয়া সিদ্ধান্তে জানা যায়, আগামী ৪ ডিসেম্বরের মধ্যে তাঁদের দাবি বাস্তবায়ন না হলে ৫ ডিসেম্বর থেকে কর্মবিরতিতে যাবেন ইসি কর্মকর্তারা।
এনআইডি নিবন্ধন অনুবিভাগ ইসির অধীনে রাখা ছাড়াও আরও কিছু দাবিতে আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। এসবের মধ্যে রয়েছে—নির্বাচন কমিশন সচিবালয়ে সব ধরনের প্রেষণে পদায়ন বন্ধ ও শূন্য পদ পূরণে নির্বাচন কমিশন কর্তৃক দৃশ্যমান কার্যকর পদক্ষেপ গ্রহণ, কমিশন কর্তৃক প্রস্তাবিত ইভিএম প্রকল্প লজিস্টিকসহ (ওয়্যারহাউজ ও যানবাহন) অনুমোদন ও প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো দ্রুততম সময়ে বাস্তবায়ন করা।
সংগঠনটি আজ মঙ্গলবার সভায় এসব দাবি নিয়ে সিন্ধান্ত নেয়। পরে লিখিত সিদ্ধান্তগুলো ইসি সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে দেন সংগঠনের নেতারা।
ইসি কর্মকর্তারা জানান, আগামী ৪ ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। ঘোষিত কর্মসূচি নির্বাচন কমিশন সচিবালয়, এনআইডি, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠপর্যায়ের সব কার্যালয়ে একযোগে পালন করা হবে। তবে এরই মধ্যে ঘোষিত নির্বাচনী কর্মযজ্ঞ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
এদিকে ইসি কর্মকর্তাদের এই আলটিমেটাম দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংস্থাটির সচিব মো. জাহাংগীর আলম। তিনি জানান, জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ ইসি থেকে সরকারের অধীনে নেওয়ার সিদ্ধান্ত সরকারের।
ইসি সচিব বলেন, ‘এনআইডির বিষয়টি একটি সরকারি সিদ্ধান্ত। কমিশন এরই মধ্যে বক্তব্য স্পষ্ট করেছে। সরকার যেটা বাস্তবায়ন করবে আমাদের সেটাই বাস্তবায়ন করতে হবে। এটার সঙ্গে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাও একমত হয়েছে বলে জানিয়েছে। তবে কর্মকর্তারা এনআইডি ইসির অধীনে রাখার বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে।’
ইসি কর্মকর্তাদের অন্য দাবিগুলোর বিষয়ে জাহাংগীর আলম বলেন, ‘যারা যোগ্যতা অর্জন করবেন তাঁদের চাকরিবিধি অনুযায়ী শূন্য পদগুলোতে পদোন্নতি প্রদান এবং শূন্য পদগুলো পূরণ করাটা যৌক্তিক হবে। আমরা অবশ্যই কমিশনের মাধ্যমে তাঁদের পদোন্নতি এবং শূন্য পদ পূরণে উদ্যোগ নেব।’

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
৩১ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্ত ব্যক্তিদের অব্যাহতির কারণ ব্যাখ্যা করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, মামলাটির তদন্তে অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি; বরং মামলার ভিকটিম
১ ঘণ্টা আগে
মুন অ্যালার্টের আওতায় কোনো শিশু নিখোঁজ বা অপহৃত হওয়ার যুক্তিসংগত আশঙ্কা দেখা দিলে যাচাইকৃত তথ্যের ভিত্তিতে CID জরুরি সতর্কবার্তা জারি করা হবে।
১ ঘণ্টা আগে
পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা আরেক মামলার রায় আগামী ২ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই তারিখ ধার্য করেন।
১ ঘণ্টা আগে