
বাংলাদেশে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক মূল্যবোধ পরিপূর্ণরূপে অনুসৃত না হওয়ায় হতাশা ব্যক্ত করেছে কানাডা। পাশাপাশি দেশটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব পক্ষের সঙ্গে স্বচ্ছভাবে কাজ করে গণতন্ত্র ও মানবাধিকার এগিয়ে নেওয়ারও আহ্বান জানিয়েছে। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সময় গতকাল মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘কানাডা বাংলাদেশি নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা ও সমর্থন করে এবং নির্বাচনের আগে ও নির্বাচনের সময় ঘটে যাওয়া ভয়ভীতি-সহিংসতার নিন্দা জানায়। আমরা সহিংসতায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সহানুভূতি জানাই।’
বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে যাওয়া নির্বাচনে গণতান্ত্রিক মূল্যবোধ পুরোপুরি অনুসরণ করা হয়নি উল্লেখ করে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বাংলাদেশ যে গণতান্ত্রিক ও স্বাধীনতার মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত, তা এই নির্বাচনী প্রক্রিয়ায় পুরোপুরি অনুসৃত না হওয়ায় কানাডা হতাশা ব্যক্ত করছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশের জনগণের স্বার্থে গণতন্ত্র, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ও মৌলিক স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার জন্য সব পক্ষের সঙ্গে স্বচ্ছভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছে কানাডা। একটি কার্যকর বিরোধী দল, স্বাধীন গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সংবাদপত্রের স্বাধীনতা, একটি শক্তিশালী ও সুস্থ গণতন্ত্র নিশ্চিত করার জন্য সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে কানাডাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া অন্যতম প্রধান দেশ হিসেবে উল্লেখ করে বলা হয়, ‘১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়া অন্যতম প্রধান দেশ কানাডা এবং বাংলাদেশের জনগণের আরও স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে অগ্রযাত্রার যে আকাঙ্ক্ষা তা পূরণে কানাডা সব সময়ই বাংলাদেশের জনগণের পাশে থাকবে।’

বাংলাদেশে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক মূল্যবোধ পরিপূর্ণরূপে অনুসৃত না হওয়ায় হতাশা ব্যক্ত করেছে কানাডা। পাশাপাশি দেশটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব পক্ষের সঙ্গে স্বচ্ছভাবে কাজ করে গণতন্ত্র ও মানবাধিকার এগিয়ে নেওয়ারও আহ্বান জানিয়েছে। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সময় গতকাল মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘কানাডা বাংলাদেশি নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা ও সমর্থন করে এবং নির্বাচনের আগে ও নির্বাচনের সময় ঘটে যাওয়া ভয়ভীতি-সহিংসতার নিন্দা জানায়। আমরা সহিংসতায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সহানুভূতি জানাই।’
বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে যাওয়া নির্বাচনে গণতান্ত্রিক মূল্যবোধ পুরোপুরি অনুসরণ করা হয়নি উল্লেখ করে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বাংলাদেশ যে গণতান্ত্রিক ও স্বাধীনতার মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত, তা এই নির্বাচনী প্রক্রিয়ায় পুরোপুরি অনুসৃত না হওয়ায় কানাডা হতাশা ব্যক্ত করছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশের জনগণের স্বার্থে গণতন্ত্র, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ও মৌলিক স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার জন্য সব পক্ষের সঙ্গে স্বচ্ছভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছে কানাডা। একটি কার্যকর বিরোধী দল, স্বাধীন গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সংবাদপত্রের স্বাধীনতা, একটি শক্তিশালী ও সুস্থ গণতন্ত্র নিশ্চিত করার জন্য সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে কানাডাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া অন্যতম প্রধান দেশ হিসেবে উল্লেখ করে বলা হয়, ‘১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়া অন্যতম প্রধান দেশ কানাডা এবং বাংলাদেশের জনগণের আরও স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে অগ্রযাত্রার যে আকাঙ্ক্ষা তা পূরণে কানাডা সব সময়ই বাংলাদেশের জনগণের পাশে থাকবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা ৭২৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। বাছাইয়ের শেষ দিন গতকাল রোববার রাতে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
৭ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে গুমসংক্রান্ত তদন্ত কমিশন। কমিশন বলেছে, প্রাপ্ত উপাত্তে প্রমাণিত, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপরাধ। এসব ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহ
৭ ঘণ্টা আগে
আসন্ন গণভোটের বিষয়বস্তু জনগণের কাছে পরিষ্কার করতে এবং জনসচেতনতা বাড়াতে বড় ধরনের প্রচার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। দেশের প্রতিটি বিভাগে বড় আকারের কর্মশালার মাধ্যমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রশিক্ষণ দিয়ে তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে গণভোটের বার্তা পৌঁছে দেওয়া হবে।
৯ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন রোববার (৪ জানুয়ারি) তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে—মূলত রাজনৈতিক কারণেই দেশে জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে।
১০ ঘণ্টা আগে