নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা সংক্রমণের মধ্যেই দেশের স্বাস্থ্য খাতের উন্নতি হচ্ছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে আটটি নতুন হাসপাতাল নির্মাণের কাজ চলছে। একই সঙ্গে দেশের প্রতিটি হাসপাতালে অন্তত ১০টি করে আইসিইউসুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আছে বলেই আমরা এত বড় একটি অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি। করোনা সংক্রমণ প্রায় দুই মাসের বেশি সময় ধরে শনাক্তের হার ১ শতাংশের মধ্যে। করোনা সংক্রমণে নিয়ন্ত্রণ না থাকায় অনেক দেশের জিডিপি নিচে নেমে গেছে। কিন্তু আমাদের সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় প্রবৃদ্ধি ভালো ছিল।’
আজ মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডার্মাটোলোজির দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিতে ২১ কোটি টিকা কেনা হয়েছে। ইতিমধ্যে সাড়ে ১১ কোটি টিকা দেশে আসছে। সাড়ে ৮ কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। আজ বস্তিবাসীরা টিকা পাচ্ছেন।’
বাংলাদেশ একাডেমি ডার্মাটোলজি দাবির পরিপ্রেক্ষিতে চর্ম ইনস্টিটিউটের বাস্তবায়নের আশ্বাস দিয়ে জাহিদ মালেক বলেন, ‘আমি যদি বেঁচে থাকি এবং যথাযথ কাজ করে যেতে পারি, তাহলে অবশ্যই এ ধরনের একটা ইনস্টিটিউট স্থাপন করা হবে। আমরা ইতিমধ্যে বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট করেছি।’
বাংলাদেশ একাডেমি ডার্মাটোলজি বিভাগের সভাপতি শহিদুল্লাহ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শারফুদ্দিন আহমেদ প্রমুখ।

করোনা সংক্রমণের মধ্যেই দেশের স্বাস্থ্য খাতের উন্নতি হচ্ছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে আটটি নতুন হাসপাতাল নির্মাণের কাজ চলছে। একই সঙ্গে দেশের প্রতিটি হাসপাতালে অন্তত ১০টি করে আইসিইউসুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আছে বলেই আমরা এত বড় একটি অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি। করোনা সংক্রমণ প্রায় দুই মাসের বেশি সময় ধরে শনাক্তের হার ১ শতাংশের মধ্যে। করোনা সংক্রমণে নিয়ন্ত্রণ না থাকায় অনেক দেশের জিডিপি নিচে নেমে গেছে। কিন্তু আমাদের সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় প্রবৃদ্ধি ভালো ছিল।’
আজ মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডার্মাটোলোজির দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিতে ২১ কোটি টিকা কেনা হয়েছে। ইতিমধ্যে সাড়ে ১১ কোটি টিকা দেশে আসছে। সাড়ে ৮ কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। আজ বস্তিবাসীরা টিকা পাচ্ছেন।’
বাংলাদেশ একাডেমি ডার্মাটোলজি দাবির পরিপ্রেক্ষিতে চর্ম ইনস্টিটিউটের বাস্তবায়নের আশ্বাস দিয়ে জাহিদ মালেক বলেন, ‘আমি যদি বেঁচে থাকি এবং যথাযথ কাজ করে যেতে পারি, তাহলে অবশ্যই এ ধরনের একটা ইনস্টিটিউট স্থাপন করা হবে। আমরা ইতিমধ্যে বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট করেছি।’
বাংলাদেশ একাডেমি ডার্মাটোলজি বিভাগের সভাপতি শহিদুল্লাহ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শারফুদ্দিন আহমেদ প্রমুখ।

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
৪ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৫ ঘণ্টা আগে