নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনিয়ম-দুর্নীতির অভিযোগের মুখে থাকা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী শাহ্ নইমুল কাদের ‘বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের উন্নয়ন’ প্রকল্পের পরিচালকের দায়িত্ব ছাড়ছেন।
তাঁকে সরানোসহ ‘ইইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগসংক্রান্ত’ প্রস্তাব গতকাল মঙ্গলবার অফিস সময়ের পরে খুব গোপনে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রধান প্রকৌশলীর সই করা নথির অনুলিপি আজকের পত্রিকার হাতে এসেছে।
প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) ড. মো. আমজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হ্যাঁ, এসংক্রান্ত একটি প্রস্তাব আমরা পেয়েছি।’
নথিতে দেখা যায়, শাহ্ নইমুল কাদেরের দায়িত্বে থাকা ‘বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের উন্নয়ন’ প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (খুলনা সার্কেল) আ ট ম মারুফ আল ফারুকীকে। আর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ময়মনসিংহ সার্কেল) আফরোজা বেগমকে অন্য একটি প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে। এত দিন রুটিন কাজ করে যাওয়া তিন নির্বাহী প্রকৌশলী জয়নাল আবেদীন, সুমী দেবী, এস এম সাফিন আহমেদকেও তিনটি প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কয়েকটি প্রকল্পের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার দৈনিক আজকের পত্রিকায় ‘৫০ হাজার কোটি টাকার কাজ পাঁচজনের কবজায়’ শিরোনামে এক প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে বলা হয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে প্রায় ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে ২৫টি প্রকল্পের কাজ চলছে। সেখানে প্রকল্প পরিচালকের দায়িত্ব পাওয়ার মতো যোগ্য ব্যক্তি ১৭ জন থাকলেও মাত্র পাঁচজন নেতৃত্ব দিচ্ছেন সব প্রকল্পে। অন্যরা করে যাচ্ছেন রুটিন কাজ।
এর মধ্যে নইমুল কাদেরের প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১০ হাজার ৬০০ কোটি টাকা। এই প্রকল্পের অধীন খুলনার ডুমুরিয়ায় নির্মাণাধীন পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন হেলে পড়লে এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। বিষয়টির এখনো কোনো সমাধান হয়নি।
ইইডির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, এই প্রতিবেদন প্রকাশের পর শিক্ষা প্রশাসনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এরপর মন্ত্রণালয়ের সর্বোচ্চ কৃর্তপক্ষের নির্দেশে প্রধান প্রকৌশলীকে প্রকল্প থেকে সরে দায়িত্ব পুনর্বণ্টনের নথি মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন শিক্ষাসচিব মো. আবু বকর ছিদ্দীক। এরপর তড়িঘড়ি করে প্রকল্প পরিচালক নিয়োগসংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ইইডির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা অভিযোগ করেন, প্রধান প্রকৌশলী শাহ্ নইমুল কাদের ‘বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের উন্নয়ন’ প্রকল্পের দায়িত্ব ছাড়লেও নতুন যিনি আসছেন, তিনি তাঁরই ঘনিষ্ঠ বলে পরিচিত। অনিয়ম-দুর্নীতির অভিযোগ ঢাকতেই কাছের লোককে নিয়োগ দেওয়া হচ্ছে বলে তাঁরা মনে করেন।

অনিয়ম-দুর্নীতির অভিযোগের মুখে থাকা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী শাহ্ নইমুল কাদের ‘বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের উন্নয়ন’ প্রকল্পের পরিচালকের দায়িত্ব ছাড়ছেন।
তাঁকে সরানোসহ ‘ইইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগসংক্রান্ত’ প্রস্তাব গতকাল মঙ্গলবার অফিস সময়ের পরে খুব গোপনে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রধান প্রকৌশলীর সই করা নথির অনুলিপি আজকের পত্রিকার হাতে এসেছে।
প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) ড. মো. আমজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হ্যাঁ, এসংক্রান্ত একটি প্রস্তাব আমরা পেয়েছি।’
নথিতে দেখা যায়, শাহ্ নইমুল কাদেরের দায়িত্বে থাকা ‘বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের উন্নয়ন’ প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (খুলনা সার্কেল) আ ট ম মারুফ আল ফারুকীকে। আর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ময়মনসিংহ সার্কেল) আফরোজা বেগমকে অন্য একটি প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে। এত দিন রুটিন কাজ করে যাওয়া তিন নির্বাহী প্রকৌশলী জয়নাল আবেদীন, সুমী দেবী, এস এম সাফিন আহমেদকেও তিনটি প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কয়েকটি প্রকল্পের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার দৈনিক আজকের পত্রিকায় ‘৫০ হাজার কোটি টাকার কাজ পাঁচজনের কবজায়’ শিরোনামে এক প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে বলা হয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে প্রায় ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে ২৫টি প্রকল্পের কাজ চলছে। সেখানে প্রকল্প পরিচালকের দায়িত্ব পাওয়ার মতো যোগ্য ব্যক্তি ১৭ জন থাকলেও মাত্র পাঁচজন নেতৃত্ব দিচ্ছেন সব প্রকল্পে। অন্যরা করে যাচ্ছেন রুটিন কাজ।
এর মধ্যে নইমুল কাদেরের প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১০ হাজার ৬০০ কোটি টাকা। এই প্রকল্পের অধীন খুলনার ডুমুরিয়ায় নির্মাণাধীন পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন হেলে পড়লে এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। বিষয়টির এখনো কোনো সমাধান হয়নি।
ইইডির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, এই প্রতিবেদন প্রকাশের পর শিক্ষা প্রশাসনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এরপর মন্ত্রণালয়ের সর্বোচ্চ কৃর্তপক্ষের নির্দেশে প্রধান প্রকৌশলীকে প্রকল্প থেকে সরে দায়িত্ব পুনর্বণ্টনের নথি মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন শিক্ষাসচিব মো. আবু বকর ছিদ্দীক। এরপর তড়িঘড়ি করে প্রকল্প পরিচালক নিয়োগসংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ইইডির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা অভিযোগ করেন, প্রধান প্রকৌশলী শাহ্ নইমুল কাদের ‘বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের উন্নয়ন’ প্রকল্পের দায়িত্ব ছাড়লেও নতুন যিনি আসছেন, তিনি তাঁরই ঘনিষ্ঠ বলে পরিচিত। অনিয়ম-দুর্নীতির অভিযোগ ঢাকতেই কাছের লোককে নিয়োগ দেওয়া হচ্ছে বলে তাঁরা মনে করেন।

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৫ ঘণ্টা আগে
পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘শহীদ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে আমার মনে হচ্ছে তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ভীষণ একা হয়ে পড়েছেন। একত্রে এই দুই নেতা আমাদের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এক সম্মানিত ও নির্ভরযোগ্য অংশীদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সহমর্মিতা এবং নীরবে ধৈর্য ধরার ক্ষমতার...
৭ ঘণ্টা আগে
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু জানান, রাজধানীতে নিজ বাসায় বর্ষীয়ান এ রাজনীতিকের মৃত্যু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
৮ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫ সালে সারা দেশে অন্তত ৪২৮টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যা ২০২৪ সালের তুলনায় দ্বিগুণের বেশি। ২০২৪ সালে গণপিটুনির ১৬৯টি ঘটনায় নিহত হয়েছিল ১৪৬ জন এবং আহত ছিল ১২৬ জন। আর ২০২৫ সালে গণপিটুনিতে ১৬৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৪৬০ জন। ২২০ জনকে আহতাবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে। গণপিটুনির ঘটনায় আহত
৯ ঘণ্টা আগে