কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
গতকাল শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে এ বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রাসেলস সফর শেষে সালমান যুক্তরাষ্ট্রে যান। আজরা জেয়া ও সালমান দুজনেই এক্স প্ল্যাটফর্মে (টুইটার) বৈঠকে আলোচনার বিষয় তুলে ধরেন।
আন্ডার সেক্রেটারি জেয়া এক পোস্টে বলেন, সালমান এফ রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠান, মিয়ানমারের আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী ও ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তার বিষয়গুলো আলোচনায় এসেছে। বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের বিষয়ে আলোচনা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।
সালমান এফ রহমান তাঁর পোস্টে বলেন, গণতন্ত্রে নির্বাচনই সরকার পরিবর্তনের একমাত্র উপায়—এ বিষয়ে তাঁরা একমত হয়েছেন। আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় অঙ্গীকারবদ্ধ বলে তিনি আজরা জেয়াকে জানিয়েছেন।
সালমান আরও বলেন, নির্দিষ্ট দলকে সমর্থন না করে যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত থাকা নিশ্চিত করতে চায় বলে আজরা জেয়া জানান।
বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করার বিষয়েও কথা হয়েছে বলে সালমান উল্লেখ করেন।
মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আকতার ও দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বৈঠকে উপস্থিত ছিলেন।
আজরা জেয়া ও আফরিন আকতার উভয়েই সম্প্রতি নিজ নিজ সফরে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানে গুরুত্বারোপ করেছেন।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ২৫-২৬ অক্টোবর অনুষ্ঠিত ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার দেশে ফিরেছেন। আর তাঁর সফরসঙ্গী সালমান জেয়ার সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে যান।

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
গতকাল শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে এ বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রাসেলস সফর শেষে সালমান যুক্তরাষ্ট্রে যান। আজরা জেয়া ও সালমান দুজনেই এক্স প্ল্যাটফর্মে (টুইটার) বৈঠকে আলোচনার বিষয় তুলে ধরেন।
আন্ডার সেক্রেটারি জেয়া এক পোস্টে বলেন, সালমান এফ রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠান, মিয়ানমারের আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী ও ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তার বিষয়গুলো আলোচনায় এসেছে। বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের বিষয়ে আলোচনা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।
সালমান এফ রহমান তাঁর পোস্টে বলেন, গণতন্ত্রে নির্বাচনই সরকার পরিবর্তনের একমাত্র উপায়—এ বিষয়ে তাঁরা একমত হয়েছেন। আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় অঙ্গীকারবদ্ধ বলে তিনি আজরা জেয়াকে জানিয়েছেন।
সালমান আরও বলেন, নির্দিষ্ট দলকে সমর্থন না করে যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত থাকা নিশ্চিত করতে চায় বলে আজরা জেয়া জানান।
বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করার বিষয়েও কথা হয়েছে বলে সালমান উল্লেখ করেন।
মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আকতার ও দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বৈঠকে উপস্থিত ছিলেন।
আজরা জেয়া ও আফরিন আকতার উভয়েই সম্প্রতি নিজ নিজ সফরে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানে গুরুত্বারোপ করেছেন।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ২৫-২৬ অক্টোবর অনুষ্ঠিত ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার দেশে ফিরেছেন। আর তাঁর সফরসঙ্গী সালমান জেয়ার সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে যান।

২০১৪ সালে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল ‘সম্পূর্ণ সাজানো ও সুপরিকল্পিত’। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এ বন্দোবস্ত করা হয়েছিল বলে জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
৬ মিনিট আগে
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না হয়, সেই ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের
১ ঘণ্টা আগে
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের জারি করা সাম্প্রতিক অধ্যাদেশগুলোতে তার প্রতিফলন নেই বলে অভিযোগ করেছে টিআইবি। দুর্নীতি–অনিয়মের বিরুদ্ধে নজরদারি করা আন্তর্জাতিক সংস্থাটির বাংলাদেশ শাখার পর্যবেক্ষণ হচ্ছে, সংস্কারের আলোকে একের পর এক
২ ঘণ্টা আগে
জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার কোনো আসামি যাতে জামিন, অব্যাহতি বা খালাস না পান, তা নিশ্চিত করাসহ তিন দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
২ ঘণ্টা আগে