নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে ইজারা না দেওয়াসহ চার দফা দাবি নিয়ে আজ শুক্রবার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে শুরু হয়েছে দুই দিনব্যাপী রোডমার্চ। দেশের বামপন্থী দল ও সংগঠনের প্ল্যাটফর্ম ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’-এর ব্যানারে এ রোডমার্চ শনিবার বিকেলে শেষ হবে চট্টগ্রাম কাস্টম হাউসে।
রোডমার্চ কর্মসূচি সফল করতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ সকাল ১০টার দিকে সমবেত হতে থাকেন বামপন্থী বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা। সেখানে উদ্বোধনী সমাবেশ ও মিছিল শেষে তাঁরা চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। পথে কয়েক জায়গায় তাঁদের সমাবেশ করার কথা রয়েছে।
বামপন্থী দল ও সংগঠনগুলো জানিয়েছে, জাতীয় প্রেসক্লাব থেকে যাত্রা শুরু করে প্রথমে নারায়ণগঞ্জের সোনারগাঁয় থামবে রোডমার্চ। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হবে। এরপর বিকেল ৫টার দিকে কুমিল্লার টাউনহল ময়দানে আরেকটি সমাবেশ হবে।
পরদিন সকাল ৯টার দিকে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে মিরসরাই পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশ করবে দল ও সংগঠনগুলো। সেখান থেকে বিকেল ৫টার দিকে চট্টগ্রাম কাস্টম হাউসের সামনে আয়োজিত সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে এ কর্মসূচির।
যে চার দাবি আদায়ে ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’ রোডমার্চ কর্মসূচি হাতে নিয়েছে, সেগুলো হচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেওয়া যাবে না; রাখাইনে করিডর দেওয়ার ষড়যন্ত্র বন্ধ করতে হবে; স্টারলিংক, সমরাস্ত্র কারখানা, করিডরের মাধ্যমে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে জড়ানোর উদ্যোগ বন্ধ করতে হবে এবং যুক্তরাষ্ট্র, ভারতসহ সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী দেশগুলোর সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারসহ বিগত সব সরকারের আমলে স্বাক্ষরিত চুক্তি প্রকাশ করতে হবে ও জাতীয় স্বার্থবিরোধী অসম চুক্তি বাতিল করতে হবে।
রোডমার্চের উদ্বোধনী সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘আমরা মনে করি, চব্বিশের গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা হলো গণতন্ত্রের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী। ইতিপূর্বে বিভিন্ন আন্দোলনে প্রাণ বিসর্জন দেওয়া সব শহীদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আমাদের সাম্রাজ্যবাদবিরোধী এই আন্দোলন দীর্ঘদিনের।’
চট্টগ্রাম বন্দর ইজারাসহ রাষ্ট্রবিরোধী করিডর দেওয়ার চিন্তা বাদ দেওয়ার আহ্বান জানিয়ে সিপিবির সাধারণ সম্পাদক বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, অবিলম্বে বন্দর ইজারাসহ রাষ্ট্রবিরোধী করিডর দেওয়ার চিন্তা বাদ দিতে হবে। তা না হলে আগামীকাল সমাবেশে ঘোষণা পাঠের সঙ্গে সঙ্গে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’
উদ্বোধনী সমাবেশে আরও উপস্থিত ছিলেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রধান উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান, অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সভাপতি মফিজুর রহমান লাল্টু প্রমুখ।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে ইজারা না দেওয়াসহ চার দফা দাবি নিয়ে আজ শুক্রবার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে শুরু হয়েছে দুই দিনব্যাপী রোডমার্চ। দেশের বামপন্থী দল ও সংগঠনের প্ল্যাটফর্ম ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’-এর ব্যানারে এ রোডমার্চ শনিবার বিকেলে শেষ হবে চট্টগ্রাম কাস্টম হাউসে।
রোডমার্চ কর্মসূচি সফল করতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ সকাল ১০টার দিকে সমবেত হতে থাকেন বামপন্থী বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা। সেখানে উদ্বোধনী সমাবেশ ও মিছিল শেষে তাঁরা চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। পথে কয়েক জায়গায় তাঁদের সমাবেশ করার কথা রয়েছে।
বামপন্থী দল ও সংগঠনগুলো জানিয়েছে, জাতীয় প্রেসক্লাব থেকে যাত্রা শুরু করে প্রথমে নারায়ণগঞ্জের সোনারগাঁয় থামবে রোডমার্চ। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হবে। এরপর বিকেল ৫টার দিকে কুমিল্লার টাউনহল ময়দানে আরেকটি সমাবেশ হবে।
পরদিন সকাল ৯টার দিকে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে মিরসরাই পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশ করবে দল ও সংগঠনগুলো। সেখান থেকে বিকেল ৫টার দিকে চট্টগ্রাম কাস্টম হাউসের সামনে আয়োজিত সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে এ কর্মসূচির।
যে চার দাবি আদায়ে ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’ রোডমার্চ কর্মসূচি হাতে নিয়েছে, সেগুলো হচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেওয়া যাবে না; রাখাইনে করিডর দেওয়ার ষড়যন্ত্র বন্ধ করতে হবে; স্টারলিংক, সমরাস্ত্র কারখানা, করিডরের মাধ্যমে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে জড়ানোর উদ্যোগ বন্ধ করতে হবে এবং যুক্তরাষ্ট্র, ভারতসহ সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী দেশগুলোর সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারসহ বিগত সব সরকারের আমলে স্বাক্ষরিত চুক্তি প্রকাশ করতে হবে ও জাতীয় স্বার্থবিরোধী অসম চুক্তি বাতিল করতে হবে।
রোডমার্চের উদ্বোধনী সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘আমরা মনে করি, চব্বিশের গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা হলো গণতন্ত্রের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী। ইতিপূর্বে বিভিন্ন আন্দোলনে প্রাণ বিসর্জন দেওয়া সব শহীদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আমাদের সাম্রাজ্যবাদবিরোধী এই আন্দোলন দীর্ঘদিনের।’
চট্টগ্রাম বন্দর ইজারাসহ রাষ্ট্রবিরোধী করিডর দেওয়ার চিন্তা বাদ দেওয়ার আহ্বান জানিয়ে সিপিবির সাধারণ সম্পাদক বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, অবিলম্বে বন্দর ইজারাসহ রাষ্ট্রবিরোধী করিডর দেওয়ার চিন্তা বাদ দিতে হবে। তা না হলে আগামীকাল সমাবেশে ঘোষণা পাঠের সঙ্গে সঙ্গে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’
উদ্বোধনী সমাবেশে আরও উপস্থিত ছিলেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রধান উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান, অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সভাপতি মফিজুর রহমান লাল্টু প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কর্মপরিকল্পনা তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে গত জুলাইয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করেছিল কমিশন। আগের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী অনেক কাজ যথাসময়ে শেষ করতে পারেনি ইসি। এর মধ্যে রাজনৈতিক দল নিবন্ধন ও সংসদীয় আসনের সীমানা বিন্যাস ছিল অন্যতম।
৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সে সঙ্গে তাঁরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদের প্রশ্নে গণভোট। সেখানে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন...
৪ ঘণ্টা আগে
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গা ও কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৫ ঘণ্টা আগে