Ajker Patrika

দেশে বিদেশি কর্মী কত, জানতে চাইলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ মে ২০২৪, ২১: ৩২
দেশে বিদেশি কর্মী কত, জানতে চাইলেন হাইকোর্ট

দেশে বিদেশি কর্মী কত, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে যেসব বিদেশি কর্মী কাজ করছেন, তাঁরা কোন পথে বাংলাদেশ থেকে টাকা নিয়ে যান—তা তদন্ত করে প্রতিবেদন দিতেও নির্দেশ দিয়েছেন আদালত। 

এ–সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। 

ব্যারিস্টার সারোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, কত বিদেশি কর্মী বাংলাদেশে আছেন, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে অবৈধ বিদেশিদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নিতে ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। 

এর আগে গত বছর ১৯ নভেম্বর আইনি নোটিশ দেন ঢাকার বাসিন্দা মোয়াহতাসিম ইসলাম, নওশিন নাওয়ার নূরজাহান, মুমতাহিনা আলম ও মাইশা মুনাওয়ারা। তাঁদের মধ্যে দুজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে চাকরিপ্রত্যাশী বলে জানান রিটকারী আইনজীবী। তবে নোটিশে সাড়া না পেয়ে গত ২০ মে হাইকোর্টে রিট করেন তাঁরা। 

রিটে অর্থসচিব, পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্রসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও অতিরিক্ত মহাপরিদর্শককে বিবাদী করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত