Ajker Patrika

স্বাস্থ্য উপদেষ্টার দুই ব্যক্তিগত কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ মে ২০২৫, ১৯: ৪০
বর্তমান পিএ মাহমুদুল হাসান, উপদেষ্টা নূরজাহান বেগম, সাবেক পিএ মো. তুহিন ফারাবী। ছবি: সংগৃহীত
বর্তমান পিএ মাহমুদুল হাসান, উপদেষ্টা নূরজাহান বেগম, সাবেক পিএ মো. তুহিন ফারাবী। ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগ থাকায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিএ) মো. তুহিন ফারাবী ও বর্তমান পিএ মাহমুদুল হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের সহকারী পরিচালক নুর আলম সিদ্দিকী তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবী ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নিয়ে নামে-বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

অনুসন্ধানকালে জানা যায়, মুহাম্মদ তুহিন ফারাবী ও মো. মাহমুদুল হাসানের অবৈধভাবে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। অবৈধভাবে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তাঁরা বিদেশে পালিয়ে গেলে দুর্নীতির রেকর্ডপত্র ও সম্পদ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে জন্য অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের জন্য তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া ও জাতীয় পরিচয়পত্র ব্লক করা একান্ত প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত