আজকের পত্রিকা ডেস্ক
শেখ হাসিনার সরকার পতনের মধ্য দিয়ে সাংবিধানিক, নির্বাচনব্যবস্থার, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের সুযোগ সৃষ্টি হয়। এরপর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। প্রথমে এই সরকারের প্রতি যে সমর্থন ছিল, তা কমে আসতে শুরু করেছে। এই সরকার ক্ষমতায় এসে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন, তার ফলাফল যাতে আসে সে জন্য চাপে আছে সরকার।
বাংলাদেশের গণতন্ত্রের পথ সুগম করতে এবং সংস্কারে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও এর সদস্যদেশগুলো কী পদক্ষেপ নিতে পারে, এ বিষয়ক এক প্রতিবেদনে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) পক্ষ থেকে এসব কথা বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আইসিজি এ প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনের সারাংশে আইসিজি আরও বলেছে, বাংলাদেশে নির্বাচন যত এগিয়ে আসছে, সরকারের ওপর চাপ বাড়ছে সংস্কারের কাজ শেষ করার। সংস্থাটির বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতিতে গণতন্ত্রের পথে নতুন যাত্রায় বাংলাদেশকে সাহায্য করতে পারে ইইউ এবং এর সদস্যরা।
সরকারের বর্তমান অবস্থা তুলে ধরে আইসিজি বলেছে, বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ফাটল দেখা দিয়েছে, তা সামাল দিতেই শুধু সরকার হিমশিম খাচ্ছে না, দিন দিন সরকার জনগণের সমালোচনার মুখেও পড়ছে।
আইসিজির পক্ষ থেকে আরও বলা হয়েছে, আগামী বছর সরকারের চ্যালেঞ্জ আরও বাড়বে। এর কারণ হিসেবে বলছে, নির্বাচনের মাঠে বিএনপিসহ ইসলামি দল, ছাত্রনেতাসহ অন্যরা এই সময় সোচ্চার হবে। সরকার আরেকটি কারণে চ্যালেঞ্জের মুখে থাকবে। সেটি হলো প্রতিবেশী দেশ ভারত। এই দেশটি শেখ হাসিনাকে শেষ দিন পর্যন্ত সমর্থন দিয়ে গেছে। ফলে দেশে স্থিতিশীলতা ধরে রাখার ক্ষেত্রে ভারতের চ্যালেঞ্জের মুখেও পড়তে হবে সরকারকে।
ইইউ ও সদস্যদেশগুলোর উদ্দেশে আইসিজি বলেছে, তাদের উচিত বাংলাদেশে উচ্চপর্যায়ের সফর আয়োজন করা ও অন্তর্বর্তী সরকারের সংস্কারকাজে সমর্থনের ওপর জোর দেওয়া অব্যাহত রাখা, যাতে দেশের অভ্যন্তরে ইউনূস সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয় এবং তার কর্মসূচি ক্ষুণ্ন করতে চাওয়া শক্তিগুলো দুর্বল হয়। নতুন অংশীদারি প্রতিষ্ঠা ও সহযোগিতামূলক চুক্তি করার চেষ্টাও অব্যাহত রাখতে হবে ইইউকে।
এ ছাড়া আইসিজি মনে করে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচিকে কারিগরি এবং আর্থিকভাবে সমর্থন দেওয়া দরকার। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা, শাসনব্যবস্থার উন্নয়ন ও মানবাধিকার রক্ষাসহ বেশ কিছু ক্ষেত্রে সহায়তা দিতে পারে ইইউ। এ জোটের উচিত হবে নির্বাচনগুলো পর্যবেক্ষণে একটি নির্বাচনী পর্যবেক্ষক মিশন পাঠানো।
শেখ হাসিনার সরকার পতনের মধ্য দিয়ে সাংবিধানিক, নির্বাচনব্যবস্থার, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের সুযোগ সৃষ্টি হয়। এরপর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। প্রথমে এই সরকারের প্রতি যে সমর্থন ছিল, তা কমে আসতে শুরু করেছে। এই সরকার ক্ষমতায় এসে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন, তার ফলাফল যাতে আসে সে জন্য চাপে আছে সরকার।
বাংলাদেশের গণতন্ত্রের পথ সুগম করতে এবং সংস্কারে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও এর সদস্যদেশগুলো কী পদক্ষেপ নিতে পারে, এ বিষয়ক এক প্রতিবেদনে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) পক্ষ থেকে এসব কথা বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আইসিজি এ প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনের সারাংশে আইসিজি আরও বলেছে, বাংলাদেশে নির্বাচন যত এগিয়ে আসছে, সরকারের ওপর চাপ বাড়ছে সংস্কারের কাজ শেষ করার। সংস্থাটির বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতিতে গণতন্ত্রের পথে নতুন যাত্রায় বাংলাদেশকে সাহায্য করতে পারে ইইউ এবং এর সদস্যরা।
সরকারের বর্তমান অবস্থা তুলে ধরে আইসিজি বলেছে, বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ফাটল দেখা দিয়েছে, তা সামাল দিতেই শুধু সরকার হিমশিম খাচ্ছে না, দিন দিন সরকার জনগণের সমালোচনার মুখেও পড়ছে।
আইসিজির পক্ষ থেকে আরও বলা হয়েছে, আগামী বছর সরকারের চ্যালেঞ্জ আরও বাড়বে। এর কারণ হিসেবে বলছে, নির্বাচনের মাঠে বিএনপিসহ ইসলামি দল, ছাত্রনেতাসহ অন্যরা এই সময় সোচ্চার হবে। সরকার আরেকটি কারণে চ্যালেঞ্জের মুখে থাকবে। সেটি হলো প্রতিবেশী দেশ ভারত। এই দেশটি শেখ হাসিনাকে শেষ দিন পর্যন্ত সমর্থন দিয়ে গেছে। ফলে দেশে স্থিতিশীলতা ধরে রাখার ক্ষেত্রে ভারতের চ্যালেঞ্জের মুখেও পড়তে হবে সরকারকে।
ইইউ ও সদস্যদেশগুলোর উদ্দেশে আইসিজি বলেছে, তাদের উচিত বাংলাদেশে উচ্চপর্যায়ের সফর আয়োজন করা ও অন্তর্বর্তী সরকারের সংস্কারকাজে সমর্থনের ওপর জোর দেওয়া অব্যাহত রাখা, যাতে দেশের অভ্যন্তরে ইউনূস সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয় এবং তার কর্মসূচি ক্ষুণ্ন করতে চাওয়া শক্তিগুলো দুর্বল হয়। নতুন অংশীদারি প্রতিষ্ঠা ও সহযোগিতামূলক চুক্তি করার চেষ্টাও অব্যাহত রাখতে হবে ইইউকে।
এ ছাড়া আইসিজি মনে করে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচিকে কারিগরি এবং আর্থিকভাবে সমর্থন দেওয়া দরকার। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা, শাসনব্যবস্থার উন্নয়ন ও মানবাধিকার রক্ষাসহ বেশ কিছু ক্ষেত্রে সহায়তা দিতে পারে ইইউ। এ জোটের উচিত হবে নির্বাচনগুলো পর্যবেক্ষণে একটি নির্বাচনী পর্যবেক্ষক মিশন পাঠানো।
অন্তর্বর্তী সরকারের আমলে দেশবাসী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আশা করলেও ঘটেছে তার উল্টো। রাজধানীতে গত ৬ মাসে প্রায় সব সূচকে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। এর মধ্যে এক সপ্তাহে পাঁচবার পুলিশের ওপর হামলা ও দুটি থানায় ভাঙচুরের ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া হয় একাধিক আসামি।
৩ ঘণ্টা আগেক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের রাজধানীর বনানীর বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে। একই রাতে সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদ, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র...
৩ ঘণ্টা আগেদেশে বর্তমানে বিভিন্ন শ্রেণির প্রতিবন্ধী রয়েছেন ৩৫ লাখ ৭৬ হাজার ৭৫০ জন। এর মধ্যে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ২ লাখ ৯৪ হাজার ৪৭৪ জন। তাঁদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য দেশে ৭টি সরকারি বিদ্যালয় রয়েছে। অর্থাৎ প্রতি ৪২ হাজার ৬৭ জনের জন্য রয়েছে মাত্র একটি প্রশিক্ষণ ও কর্মসংস্থানভিত্তিক সরকারি বিদ্যালয়..
৪ ঘণ্টা আগেরাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের গঠিত ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে আজ। স্বল্প ও মধ্য মেয়াদে এবং নির্বাচিত সরকারের সময়ে সংস্কারে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে সুপারিশ করবে কমিশনগুলো। জানা গেছে, ছয়টি কমিশনের কাজের বিষয়বস্তুর সঙ্গে সংবিধান ঘনিষ্ঠভাবে জড়িয়ে থাকায় এর...
৫ ঘণ্টা আগে