নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে রেওয়াজ অনুযায়ী একাদশ জাতীয় সংসদের ১৪তম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যসূচি ভুক্ত কর্মসূচি মুলতবি ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন বসে। শুরুতেই সাংসদ হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শোকপ্রস্তাব উত্থাপন করা হয়। শোকপ্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, সাবেক সরকার দলীয় চিফ হুইপ আ স ম ফিরোজ, বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ, সরকার দলীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য আবদুল আজিজ।
পরে সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
জাতীয় সংসদের শোকপ্রস্তাবে বলা হয়, `একাদশ জাতীয় সংসদের ৬৭ সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন ২ সেপ্টেম্বর ২০২১ ভোররাতে তুরস্কে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর ৩ মাস ১৫ দিন। হাসিবুর রহমান স্বপন ১৬ মে ১৯৬৪ সালে সিরাজগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।'
১৯৯৬ সালের সপ্তম সংসদে বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন প্রথমে বিএনপি থেকে নির্বাচিত হয়েছিলেন। পরে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিলে পুনরায় সাংসদ সদস্য নির্বাচিত হন। তাঁকে সেই সময় শিল্প উপ-মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ২০০৮ সালের পরে তিনি শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে বিজয়ী হন। একাদশ জাতীয় সংসদে তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে রেওয়াজ অনুযায়ী একাদশ জাতীয় সংসদের ১৪তম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যসূচি ভুক্ত কর্মসূচি মুলতবি ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন বসে। শুরুতেই সাংসদ হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শোকপ্রস্তাব উত্থাপন করা হয়। শোকপ্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, সাবেক সরকার দলীয় চিফ হুইপ আ স ম ফিরোজ, বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ, সরকার দলীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য আবদুল আজিজ।
পরে সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
জাতীয় সংসদের শোকপ্রস্তাবে বলা হয়, `একাদশ জাতীয় সংসদের ৬৭ সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন ২ সেপ্টেম্বর ২০২১ ভোররাতে তুরস্কে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর ৩ মাস ১৫ দিন। হাসিবুর রহমান স্বপন ১৬ মে ১৯৬৪ সালে সিরাজগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।'
১৯৯৬ সালের সপ্তম সংসদে বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন প্রথমে বিএনপি থেকে নির্বাচিত হয়েছিলেন। পরে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিলে পুনরায় সাংসদ সদস্য নির্বাচিত হন। তাঁকে সেই সময় শিল্প উপ-মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ২০০৮ সালের পরে তিনি শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে বিজয়ী হন। একাদশ জাতীয় সংসদে তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মুসলিম বিশ্বের ঐক্য সুসংহত করার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বিশেষ অধিবেশনে সোমালিয়ার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ।
৪০ মিনিট আগে
আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
৯ ঘণ্টা আগে