Ajker Patrika

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা একজনসহ ‘র‍্যাবের ৯ সদস্যকে প্রশিক্ষণ দিল ইইউ’

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৭: ০৫
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা একজনসহ ‘র‍্যাবের ৯ সদস্যকে প্রশিক্ষণ দিল ইইউ’

চলতি বছরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ৯ জন সদস্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) অন্তত দুটি দেশ থেকে প্রশিক্ষণ ও প্রশিক্ষণসংক্রান্ত সরঞ্জাম গ্রহণ করেছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। মাত্র এক দিন আগেই আন্তর্জাতিক এই গণমাধ্যম জানিয়েছিল, যুক্তরাজ্যের কাছ থেকে সাইবার সিকিউরিটি ও নজরদারি বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে র‍্যাব।

মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগ তুলে গত বছরের ডিসেম্বরে গ্লোবাল ম্যাগনিটস্কি আইনের অধীনে র‍্যাবের সাত সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ওই সাত সদস্যের একজনসহ ৯ জন র‍্যাব সদস্য এ বছর নেদারল্যান্ডস ও পোল্যান্ডের কাছ থেকে প্রশিক্ষণ ও অন্যান্য সেবা গ্রহণ করেছেন। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

২০১০ সাল থেকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো র‍্যাবের বিরুদ্ধে তথাকথিত মানবাধিকার লঙ্ঘন, গুম, বিচারবহির্ভূত হত্যা ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগ করে আসছে। হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক পরিচালক মীনাক্ষী গাঙ্গুলী আল জাজিরাকে বলেছেন, ‘র‍্যাবের মাধ্যমে এই সরকার যে অপকর্মগুলো করেছে, সে ব্যাপারে আমরা উদ্বিগ্ন। র‍্যাব সম্পর্কে যে নথিগুলো প্রকাশিত হয়েছে, তা এটাই ইঙ্গিত করে যে র‍্যাব প্রশিক্ষণ গ্রহণ ও প্রশিক্ষণসংক্রান্ত সরঞ্জাম সংগ্রহের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ করছে।’

গত বছর যুক্তরাষ্ট্র যখন র‍্যাবের শীর্ষ সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, তখন তারা প্রমাণ দিয়েছিল যে, র‍্যাব ২০০৯ সাল থেকে অন্তত ৬০০ ব্যক্তিকে জোরপূর্বক গুম করেছে। এ ছাড়া ২০১৮ সাল থেকে কমপক্ষে ৬০০টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল র‍্যাব।

বিদেশি গোয়েন্দা প্রশিক্ষণ
আল-জাজিরা জানিয়েছে, তাদের হাতে এমন কিছু নথি এসেছে, যার মাধ্যমে জানা গেছে যে এ বছরের মার্চ মাসে র‍্যাবের সদস্যরা গোয়েন্দা প্রশিক্ষণ নিতে পোল্যান্ডে গিয়েছিলেন। প্রশিক্ষণ গ্রহণকারী সদস্যদের মধ্যে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক খান মোহাম্মদ আজাদ রয়েছেন। তিনি মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত সাত সদস্যের একজন।

পোল্যান্ডে র‍্যাব সদস্যদের প্রশিক্ষণ দিয়েছে ইউরোপিয়ান সিকিউরিটি অ্যাকাডেমি (ইএসএ)। এই সংস্থা সাধারণত সামরিক বাহিনীর সদস্য, আইন প্রয়োগকারী সংস্থা ও সামরিক সংস্থাকে প্রশিক্ষণ দিয়ে থাকে। 

এ ছাড়া র‍্যাবের ক্যানাইন স্কোয়াডের জন্য ‘পুলিশ ডগস সেন্টার’ থেকে প্রশিক্ষিত কুকুর কেনার জন্য ‘ক্রয়পূর্ব পরিদর্শন’ করতে তিনজন র‍্যাব সদস্য এ বছরের সেপ্টেম্বরে নেদারল্যান্ডসে গিয়েছিলেন। আল-জাজিরা জানিয়েছে, গত তিন বছরের মধ্যে অন্তত দুবার র‍্যাবের ক্যানাইন স্কোয়াড নেদারল্যান্ডসে এ ধরনের পরিদর্শনের জন্য গিয়েছেন। 

আল-জাজিরা যে নথি পেয়েছে, তাতে দেখা গেছে, পোল্যান্ড ও নেদারল্যান্ডস সরকারের কাছে র‍্যাব ভ্রমণ বিজ্ঞপ্তির কপি পাঠিয়েছিল। 

ম্যাগনিটস্কি আইনে নিষেধাজ্ঞা
মানবাধিকার লঙ্ঘনকারীদের শাস্তি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে ‘গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট’ নামে আইন রয়েছে। এই আইনের অধীনে নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তি ও সংস্থার সম্পদ জব্দ করা হয় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই ব্যক্তি ও সংস্থাগুলোর ব্যবসা নিষিদ্ধ করা হয়। 

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ফার্স্টের আইনজীবী আমান্ডা স্ট্রেয়ার বলেছেন, ‘মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কেন সবাইকে একযোগে কাজ করতে হবে, তা দেখিয়ে দিয়েছে র‍্যাব কর্মকর্তাদের ইউরোপ ভ্রমণ। তাঁরা যা করতেন (মানবাধিকার লঙ্ঘন) তা আরও ভালোভাবে করার জন্য ইউরোপে প্রশিক্ষণ নিতে গেছেন।’ 

আমান্ডা স্ট্রেয়ার আরও বলেছেন, ‘নিষেধাজ্ঞাবিষয়ক গ্লোবাল ম্যাগনিটস্কি আইনটি যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও কানাডায় প্রায় একই রকম। সুতরাং র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষমতা তাদের সবারই রয়েছে।’ 

তবে এ ধরনের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা ইউরোপীয় ইউনিয়নের জন্য কঠিন বলেও মন্তব্য করেছেন আমান্ডা স্ট্রেয়ার। তিনি বলেছেন, ‘ইইউ একটি বিশাল বহুপক্ষীয় সংস্থা। ফলে ইইউর পক্ষে নিষেধাজ্ঞা বাস্তবায়ন বিষয়ে ঐকমত্যে পৌঁছা সহজ নয়। আর এ বিষয়টিই সম্ভবত র‍্যাব বুঝতে পেরেছে এবং ইউরোপে প্রশিক্ষণ নিতে গেছে।’ 

ইউরোপে ২৫ বারেরও বেশি ভ্রমণ র‍্যাবের
আল-জাজিরার তদন্ত ইউনিট (আই-ইউনিট) যেসব নথি সংগ্রহ করেছে, তাতে দেখা গেছে, র‍্যাব কর্মকর্তারা ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ২৫ বারেরও বেশি ইউরোপে ভ্রমণ করেছেন। এসব ভ্রমণের সময় তাঁরা গণনজরদারি সরঞ্জাম ব্যবহারের ওপর প্রশিক্ষণ নিয়েছেন এবং আরও অন্যান্য সরঞ্জাম কেনার জন্য ‘ক্রয়-পূর্ব পরিদর্শন’ করেছেন। 

২০১৭ সালে র‍্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজির আহমেদ জার্মানিতে একটি পুলিশের সম্মেলনে বক্তব্য দিতে গিয়েছিলেন। বর্তমানে তাঁর ওপরেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। ওই একই সময়ে র‍্যাবের সদস্যরা চীন, রাশিয়া, থাইল্যান্ড, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করেছিলেন। 

এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের লিয়াজো অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি রাষ্ট্র এই ব্যক্তিদের (র‍্যাব সদস্যদের) প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সরঞ্জাম সরবরাহ করছে। প্রকৃতপক্ষে র‍্যাবের প্রতি তাদের (যুক্তরাজ্য ও ইইউ) কঠোর হওয়া উচিত। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মূল মূল্যবোধ হচ্ছে, কূটনীতির মাধ্যমে উন্নয়ন অংশীদারত্ব, গণতন্ত্র ও মানবাধিকার। এসব মূলনীতির বাইরে তাদের যাওয়া উচিত নয়।’ 

ইউরোপীয় পার্লামেন্টের নেদারল্যান্ডস সদস্য থিজ রিউটেন আল জাজিরাকে বলেছেন, ‘মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যারা স্পষ্টভাবে জড়িত, তাদের বিষয়ে নেদারল্যান্ডসকে অবশ্যই সতর্ক হতে হবে।’ 

২০১৪ সালে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে ‘র‍্যাবের দায়মুক্তি অবসানের প্রস্তাবনা’ দিয়েছিল। সেই প্রস্তাবনার কথা উল্লেখ করে থিজ রিউটেন বলেন, ‘আমি এখনো সেই প্রস্তাবনাকে সমর্থন করি এবং বাংলাদেশ সরকারের উচিত হত্যা ও জোরপূর্বক গুমের বিষয়ে স্বাধীনভাবে তদন্ত করা।’ 

জবাবের অধিকার
এক প্রশ্নের জবাবে আল-জাজিরার আই-ইউনিটকে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘তারা র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ব্যাপারে অবগত। এমনকি তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কেও অবগত। কিন্তু ইইউ র‍্যাবের ওপর ওই ধরনের নিষেধাজ্ঞা দেয়নি। আর নেদারল্যান্ডস সরকার কুকুর বিক্রির সঙ্গে জড়িত নয়।’

ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যাখ্যা করে বলেছে, ‘বিশেষভাবে প্রশিক্ষিত কুকুরগুলোকে কৌশলগত পণ্য (সামরিক পণ্য বা দ্বৈত ব্যবহার) হিসেবে বিবেচনা করা হয় না। তাই এ ধরনের কেনাবেচার জন্য কোনো রপ্তানি অনুমতির প্রয়োজন হয় না। সুতরাং বাংলাদেশে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর রপ্তানির সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় জড়িত নয়।’

ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, আগের বছরগুলোতেও র‍্যাব সদস্যরা স্বাধীনভাবে নেদারল্যান্ডস ভ্রমণ করেছেন। এ ধরনের ভ্রমণের ক্ষেত্রে দূতাবাস বা ডাচ সরকারের কোনো ভূমিকা নেই। নেদারল্যান্ডস বাংলাদেশে ভিসা দেয় না। এই পরিষেবা একটি ভিন্ন সেনজেন দেশের মাধ্যমে হয়েছে।

এদিকে পুলিশ ডগস সেন্টার আল-জাজিরাকে বলেছে, ‘এ বছরের সেপ্টেম্বরে আমাদের কাছে র‍্যাবের কোনো সদস্য আসেননি। তাঁদের সঙ্গে আমাদের কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই।’ 

আল-জাজিরা আরও জানিয়েছে, পোল্যান্ড সরকার, ইউরোপিয়ান সিকিউরিটি অ্যাকাডেমি (ইএসএ) এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) তাদের কোনো প্রশ্নের জবাব দেয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

রুমিন ফারহানাসহ আরও যাঁদের বহিষ্কার করল বিএনপি

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ২৩: ১৩
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের আবহ বিরাজ করছে। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতা, বিশিষ্ট নাগরিক ও সর্বস্তরের জনগণ।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ৩টার দিকে খোলা হয় শোক বই। এর পর থেকে আসতে থাকেন দলের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শোক বইয়ে স্বাক্ষর করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত
শোক বইয়ে স্বাক্ষর করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

আজ রাতে শোক বইয়ে স্বাক্ষর করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তাঁরা রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হয়ে শোক প্রকাশ করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

শোক বইয়ে স্বাক্ষর করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
শোক বইয়ে স্বাক্ষর করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শোক বইয়ে স্বাক্ষর করে বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে তিনি বিএনপির মহাসচিবসহ দলটির সিনিয়র নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

শোক বইয়ে স্বাক্ষর করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: সংগৃহীত
শোক বইয়ে স্বাক্ষর করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: সংগৃহীত

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও শোক জানানো হয়েছে। দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজ সন্ধ্যায় শোক বইয়ে স্বাক্ষর করেন।

খালেদা জিয়ার প্রতি শোক ও শ্রদ্ধা জানাতে শোক বইটি উন্মুক্ত রয়েছে। এতে দেশের বিভিন্ন রাজনৈতিক নেতা, রাষ্ট্রীয় ব্যক্তিত্ব ও সর্বস্তরের মানুষ স্বাক্ষর অব্যাহত রেখেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

রুমিন ফারহানাসহ আরও যাঁদের বহিষ্কার করল বিএনপি

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ২২: ৪৫
নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা। ছবি: সংগৃহীত
নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজায় অংশ নেবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা। আগামীকাল বুধবারের জানাজায় অংশগ্রহণ ও শ্রদ্ধা জানাতে আজ মঙ্গলবারই তিনি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফর সাবেক নেত্রীর প্রতি নেপালের গভীর শ্রদ্ধা এবং তাঁর তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বকালে নেপাল-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের অবদানকে সম্মান জানানোর প্রতিফলন।

সফরের সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা থাকবেন। জানাজা সম্পন্ন হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী ২০২৬ সালের ১ জানুয়ারি কাঠমান্ডু ফিরবেন।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরকে নেপাল ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কূটনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও উল্লেখ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

রুমিন ফারহানাসহ আরও যাঁদের বহিষ্কার করল বিএনপি

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ২২: ৫০
খালেদা জিয়া। ছবি: সংগৃহীত
খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। যাতে তাঁরা সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে জানাজায় অংশ নিতে পারেন।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। এই প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বাদ জোহর বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণকারীদের নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের ব্যাগ বা ভারী সামগ্রী বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে আগত সবার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

রুমিন ফারহানাসহ আরও যাঁদের বহিষ্কার করল বিএনপি

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

আজকের পত্রিকা ডেস্ক­
পাকিস্তান পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। ছবি: সংগৃহীত
পাকিস্তান পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ মঙ্গলবার তাঁর এক্স হ্যান্ডলে এ তথ্য জানিয়েছেন। ইসহাক দার লিখেছেন, আগামীকাল ঢাকায় খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার।

এর আগে দুপুরে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র জানিয়েছিল খালেদা জিয়ার নামাজে জানাজায় যোগ দিতে ঢাকায় আসবেন সে দেশের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

রুমিন ফারহানাসহ আরও যাঁদের বহিষ্কার করল বিএনপি

এলাকার খবর
Loading...

সম্পর্কিত