বিজিবির প্রতিবেদন
আজকের পত্রিকা ডেস্ক

২০২৪ সালে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারত ও মিয়ানমার সীমান্ত অতিক্রম করার প্রবণতা আগের বছরের চেয়ে চার গুণ বেড়েছে। একই সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে মিয়ানমার থেকে এসেছে ১৪ হাজারের বেশি রোহিঙ্গাসহ দেশটির নাগরিক। ভারতীয় নাগরিকেরাও অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বিজিবির হাতে ধরা পড়েছেন।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য রয়েছে। গতকাল রোববার এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবছর এমন প্রতিবেদন প্রকাশ করা হয়। বিজিবির বার্ষিক এই প্রতিবেদনে মাদক, অস্ত্র, মুদ্রা ও সোনা চোরাচালান, অনুপ্রবেশসহ বিভিন্ন তথ্য থাকে। ২০২৪ সালের প্রতিবেদনসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি গতকাল গণমাধ্যমে পাঠায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ২ হাজার ৬৭৮ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে, যা ২০২৩ সালে ছিল ৫৯৯ জন। নিকট অতীতে বাংলাদেশের নাগরিকদের এভাবে সীমান্ত অতিক্রম করে ভারত ও মিয়ানমারে প্রবেশের রেকর্ড নেই।
বিজিবির সূত্রগুলো বলেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতা-কর্মীদের অনেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছেন। তাঁদের মধ্যে অনেকে বিজিবির হাতে আটক হয়েছেন। ভারতীয় নাগরিকদেরও অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের নজির আছে। বিদায়ী বছরে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১৫৫ ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। তাঁদের মধ্যে কয়েকজন জেলেও ছিলেন। ২০২৩ সালে একই অভিযোগে ৭৭ ভারতীয় নাগরিককে আটক করেছিল বিজিবি।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালে ৮৫৭ জন রোহিঙ্গা ও মিয়ানমারের নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করলেও গত বছর মিয়ানমার থেকে ১৪ হাজার ৩৩৬ রোহিঙ্গা ও অন্যান্য নাগরিক অবৈধভাবে আসেন। তাঁদের আটকের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। মিয়ানমারের রাখাইনে আরকান আর্মির সঙ্গে সরকারি বাহিনীর সংঘাতে রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২৪ সালে দেশের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিজিবি ২ হাজার ১৮৪ কোটি ২৮ লাখ ৫২ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৩৮টি পিস্তল,৫টি এসএমজি, ১৮টি গ্রেনেড,৮টি রাইফেল,৬টি রিভলবার, অন্যান্য আগ্নেয়াস্ত্র ৫২ টি,৮ হাজার ৮৫৯ গোলাবারুদ, ৪৫টি ম্যাগাজিন, ৪টি মর্টার শেল, ৪১টি ককটেল, ১০ কেজি ৪৪ গ্রাম গানপাউডার এবং ২৩৩টি ব্লাংক কার্টিজ।

২০২৪ সালে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারত ও মিয়ানমার সীমান্ত অতিক্রম করার প্রবণতা আগের বছরের চেয়ে চার গুণ বেড়েছে। একই সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে মিয়ানমার থেকে এসেছে ১৪ হাজারের বেশি রোহিঙ্গাসহ দেশটির নাগরিক। ভারতীয় নাগরিকেরাও অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বিজিবির হাতে ধরা পড়েছেন।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য রয়েছে। গতকাল রোববার এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবছর এমন প্রতিবেদন প্রকাশ করা হয়। বিজিবির বার্ষিক এই প্রতিবেদনে মাদক, অস্ত্র, মুদ্রা ও সোনা চোরাচালান, অনুপ্রবেশসহ বিভিন্ন তথ্য থাকে। ২০২৪ সালের প্রতিবেদনসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি গতকাল গণমাধ্যমে পাঠায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ২ হাজার ৬৭৮ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে, যা ২০২৩ সালে ছিল ৫৯৯ জন। নিকট অতীতে বাংলাদেশের নাগরিকদের এভাবে সীমান্ত অতিক্রম করে ভারত ও মিয়ানমারে প্রবেশের রেকর্ড নেই।
বিজিবির সূত্রগুলো বলেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতা-কর্মীদের অনেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছেন। তাঁদের মধ্যে অনেকে বিজিবির হাতে আটক হয়েছেন। ভারতীয় নাগরিকদেরও অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের নজির আছে। বিদায়ী বছরে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১৫৫ ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। তাঁদের মধ্যে কয়েকজন জেলেও ছিলেন। ২০২৩ সালে একই অভিযোগে ৭৭ ভারতীয় নাগরিককে আটক করেছিল বিজিবি।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালে ৮৫৭ জন রোহিঙ্গা ও মিয়ানমারের নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করলেও গত বছর মিয়ানমার থেকে ১৪ হাজার ৩৩৬ রোহিঙ্গা ও অন্যান্য নাগরিক অবৈধভাবে আসেন। তাঁদের আটকের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। মিয়ানমারের রাখাইনে আরকান আর্মির সঙ্গে সরকারি বাহিনীর সংঘাতে রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২৪ সালে দেশের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিজিবি ২ হাজার ১৮৪ কোটি ২৮ লাখ ৫২ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৩৮টি পিস্তল,৫টি এসএমজি, ১৮টি গ্রেনেড,৮টি রাইফেল,৬টি রিভলবার, অন্যান্য আগ্নেয়াস্ত্র ৫২ টি,৮ হাজার ৮৫৯ গোলাবারুদ, ৪৫টি ম্যাগাজিন, ৪টি মর্টার শেল, ৪১টি ককটেল, ১০ কেজি ৪৪ গ্রাম গানপাউডার এবং ২৩৩টি ব্লাংক কার্টিজ।

আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মুসলিম বিশ্বের ঐক্য সুসংহত করার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বিশেষ অধিবেশনে সোমালিয়ার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ।
১১ মিনিট আগে
আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
৮ ঘণ্টা আগে