বিজিবির প্রতিবেদন
আজকের পত্রিকা ডেস্ক

২০২৪ সালে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারত ও মিয়ানমার সীমান্ত অতিক্রম করার প্রবণতা আগের বছরের চেয়ে চার গুণ বেড়েছে। একই সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে মিয়ানমার থেকে এসেছে ১৪ হাজারের বেশি রোহিঙ্গাসহ দেশটির নাগরিক। ভারতীয় নাগরিকেরাও অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বিজিবির হাতে ধরা পড়েছেন।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য রয়েছে। গতকাল রোববার এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবছর এমন প্রতিবেদন প্রকাশ করা হয়। বিজিবির বার্ষিক এই প্রতিবেদনে মাদক, অস্ত্র, মুদ্রা ও সোনা চোরাচালান, অনুপ্রবেশসহ বিভিন্ন তথ্য থাকে। ২০২৪ সালের প্রতিবেদনসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি গতকাল গণমাধ্যমে পাঠায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ২ হাজার ৬৭৮ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে, যা ২০২৩ সালে ছিল ৫৯৯ জন। নিকট অতীতে বাংলাদেশের নাগরিকদের এভাবে সীমান্ত অতিক্রম করে ভারত ও মিয়ানমারে প্রবেশের রেকর্ড নেই।
বিজিবির সূত্রগুলো বলেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতা-কর্মীদের অনেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছেন। তাঁদের মধ্যে অনেকে বিজিবির হাতে আটক হয়েছেন। ভারতীয় নাগরিকদেরও অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের নজির আছে। বিদায়ী বছরে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১৫৫ ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। তাঁদের মধ্যে কয়েকজন জেলেও ছিলেন। ২০২৩ সালে একই অভিযোগে ৭৭ ভারতীয় নাগরিককে আটক করেছিল বিজিবি।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালে ৮৫৭ জন রোহিঙ্গা ও মিয়ানমারের নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করলেও গত বছর মিয়ানমার থেকে ১৪ হাজার ৩৩৬ রোহিঙ্গা ও অন্যান্য নাগরিক অবৈধভাবে আসেন। তাঁদের আটকের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। মিয়ানমারের রাখাইনে আরকান আর্মির সঙ্গে সরকারি বাহিনীর সংঘাতে রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২৪ সালে দেশের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিজিবি ২ হাজার ১৮৪ কোটি ২৮ লাখ ৫২ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৩৮টি পিস্তল,৫টি এসএমজি, ১৮টি গ্রেনেড,৮টি রাইফেল,৬টি রিভলবার, অন্যান্য আগ্নেয়াস্ত্র ৫২ টি,৮ হাজার ৮৫৯ গোলাবারুদ, ৪৫টি ম্যাগাজিন, ৪টি মর্টার শেল, ৪১টি ককটেল, ১০ কেজি ৪৪ গ্রাম গানপাউডার এবং ২৩৩টি ব্লাংক কার্টিজ।

২০২৪ সালে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারত ও মিয়ানমার সীমান্ত অতিক্রম করার প্রবণতা আগের বছরের চেয়ে চার গুণ বেড়েছে। একই সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে মিয়ানমার থেকে এসেছে ১৪ হাজারের বেশি রোহিঙ্গাসহ দেশটির নাগরিক। ভারতীয় নাগরিকেরাও অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বিজিবির হাতে ধরা পড়েছেন।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য রয়েছে। গতকাল রোববার এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবছর এমন প্রতিবেদন প্রকাশ করা হয়। বিজিবির বার্ষিক এই প্রতিবেদনে মাদক, অস্ত্র, মুদ্রা ও সোনা চোরাচালান, অনুপ্রবেশসহ বিভিন্ন তথ্য থাকে। ২০২৪ সালের প্রতিবেদনসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি গতকাল গণমাধ্যমে পাঠায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ২ হাজার ৬৭৮ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে, যা ২০২৩ সালে ছিল ৫৯৯ জন। নিকট অতীতে বাংলাদেশের নাগরিকদের এভাবে সীমান্ত অতিক্রম করে ভারত ও মিয়ানমারে প্রবেশের রেকর্ড নেই।
বিজিবির সূত্রগুলো বলেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতা-কর্মীদের অনেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছেন। তাঁদের মধ্যে অনেকে বিজিবির হাতে আটক হয়েছেন। ভারতীয় নাগরিকদেরও অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের নজির আছে। বিদায়ী বছরে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১৫৫ ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। তাঁদের মধ্যে কয়েকজন জেলেও ছিলেন। ২০২৩ সালে একই অভিযোগে ৭৭ ভারতীয় নাগরিককে আটক করেছিল বিজিবি।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালে ৮৫৭ জন রোহিঙ্গা ও মিয়ানমারের নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করলেও গত বছর মিয়ানমার থেকে ১৪ হাজার ৩৩৬ রোহিঙ্গা ও অন্যান্য নাগরিক অবৈধভাবে আসেন। তাঁদের আটকের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। মিয়ানমারের রাখাইনে আরকান আর্মির সঙ্গে সরকারি বাহিনীর সংঘাতে রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২৪ সালে দেশের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিজিবি ২ হাজার ১৮৪ কোটি ২৮ লাখ ৫২ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৩৮টি পিস্তল,৫টি এসএমজি, ১৮টি গ্রেনেড,৮টি রাইফেল,৬টি রিভলবার, অন্যান্য আগ্নেয়াস্ত্র ৫২ টি,৮ হাজার ৮৫৯ গোলাবারুদ, ৪৫টি ম্যাগাজিন, ৪টি মর্টার শেল, ৪১টি ককটেল, ১০ কেজি ৪৪ গ্রাম গানপাউডার এবং ২৩৩টি ব্লাংক কার্টিজ।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নষ্ট করার অভিযোগ তুলেছে রাজনৈতিক দলগুলো। দলগুলোর এই অভিযোগের কাঠগড়ায় নির্বাচন কমিশন (ইসি)। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দল ইসির বিরুদ্ধে অভিযোগ এনেছে।
৩ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আগামীকাল রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
৬ ঘণ্টা আগে
পর্যবেক্ষকদের উদ্দেশে ইনতা লাসে বলেন, ‘আপনারাই মাঠে থাকবেন। বাস্তবতা দেখবেন। প্রতিটি জেলায় পরিস্থিতি কীভাবে এগোচ্ছে, তা ঢাকায় আমাদের জানাবেন। আপনার মাঠপর্যায়ের মূল্যায়ন ও প্রতিবেদন আমরা গুরুত্বের সঙ্গে প্রত্যাশা করছি। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা আমাদের মিশনের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের পর্যবেক্ষণ...
৭ ঘণ্টা আগে