নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব দিনদিন বেড়েই চলেছে। জুলাই মাসের দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হয়েছে ৩০ আগস্টের মধ্যে। গত ২৪ ঘণ্টায় শনাক্তে নতুন রেকর্ড তৈরি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন বিশ্লেষণে এই চিত্র পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জুলাই মাসের শনাক্ত আগস্টের ৩০ দিনেই ছাড়িয়ে গেছে। আর মৃত্যুর সংখ্যাও ছাড়িয়েছে। জুলাই মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত হয়েছিল এক হাজার ৫৭১ জন। আর আগস্টের ৩০ দিনে মোট রোগী শনাক্ত হয়েছে তিন হাজার ২৭০ জন। অর্থাৎ জুলাইয়ের চেয়ে আগস্টে দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হয়েছে। গত মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে ছিল ৭৩৭ জন। আর এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২০ জনের। এদের মধ্যে জুনে একজন, জুলাইতে ৯ জন ও আগস্টের ৩০ দিনে ১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৩৭ জন। এদের মধ্যে ঢাকায় ১৯৬ জন এবং বাইরে ৪১ জন। আগের দিন শনাক্ত হয়েছিল ২০১ জন রোগী। এদের মধ্যে ঢাকায় শনাক্ত ও ভর্তি হন ১৪৯ জন এবং বাইরে ছিল ৫২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭১২ জন। আগের দিন ছিল ৬৬৮ জন রোগী। এদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬০১ জন এবং বাইরে ১১১ জন। আগের দিন ভর্তি ছিল ৫৫১ জন এবং বাইরে ১১৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ৩০ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৯৩০। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন পাঁচ হাজার ১৯৮ জন। ঢাকায় ভর্তি হয়েছেন চার হাজার ৮৮৮ জন এবং ছাড়পত্র নিয়েছেন চার হাজার ২৭৮ জন। ঢাকার বাইরে মোট রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৪২ জন। এদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৯২০ জন। এ সময় মৃত্যু হয়েছে ২০ জনের।

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব দিনদিন বেড়েই চলেছে। জুলাই মাসের দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হয়েছে ৩০ আগস্টের মধ্যে। গত ২৪ ঘণ্টায় শনাক্তে নতুন রেকর্ড তৈরি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন বিশ্লেষণে এই চিত্র পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জুলাই মাসের শনাক্ত আগস্টের ৩০ দিনেই ছাড়িয়ে গেছে। আর মৃত্যুর সংখ্যাও ছাড়িয়েছে। জুলাই মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত হয়েছিল এক হাজার ৫৭১ জন। আর আগস্টের ৩০ দিনে মোট রোগী শনাক্ত হয়েছে তিন হাজার ২৭০ জন। অর্থাৎ জুলাইয়ের চেয়ে আগস্টে দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হয়েছে। গত মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে ছিল ৭৩৭ জন। আর এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২০ জনের। এদের মধ্যে জুনে একজন, জুলাইতে ৯ জন ও আগস্টের ৩০ দিনে ১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৩৭ জন। এদের মধ্যে ঢাকায় ১৯৬ জন এবং বাইরে ৪১ জন। আগের দিন শনাক্ত হয়েছিল ২০১ জন রোগী। এদের মধ্যে ঢাকায় শনাক্ত ও ভর্তি হন ১৪৯ জন এবং বাইরে ছিল ৫২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭১২ জন। আগের দিন ছিল ৬৬৮ জন রোগী। এদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬০১ জন এবং বাইরে ১১১ জন। আগের দিন ভর্তি ছিল ৫৫১ জন এবং বাইরে ১১৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ৩০ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৯৩০। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন পাঁচ হাজার ১৯৮ জন। ঢাকায় ভর্তি হয়েছেন চার হাজার ৮৮৮ জন এবং ছাড়পত্র নিয়েছেন চার হাজার ২৭৮ জন। ঢাকার বাইরে মোট রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৪২ জন। এদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৯২০ জন। এ সময় মৃত্যু হয়েছে ২০ জনের।

বিচারব্যবস্থা আধুনিকায়ন ও বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে প্রচলিত বেইলবন্ড (জামিননামা) দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই-বেইলবন্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বিচারপ্রার্থী, কারা প্রশাসন, আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার সময় ও ব্যয় সাশ্রয়ে সহায়কের লক্ষ্যে এই কার্যক্রম শুরু করা হচ্ছে। প্রথম
১ ঘণ্টা আগে
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতু টোল আদায়ের ক্ষেত্রে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। উদ্বোধনের পর থেকে আজ ২০ জানুয়ারি পর্যন্ত সেতুটি থেকে মোট টোলের পরিমাণ তিন হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।
২ ঘণ্টা আগে
সরকারি কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিলের (সিপিএফ) ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক মুনাফার হার নির্ধারণ করা হয়েছে। এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গতকাল সোমবার জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
আইনজীবী বলেন, মোয়াজ্জেম হোসেন পড়ে গিয়ে স্পাইনাল কর্ডে আঘাত পান। সেখান থেকে ফ্লুইড বের হচ্ছে। তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে চান। ১৫ ফেব্রুয়ারি অ্যাপয়েন্টমেন্টের তারিখ নির্ধারণ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে