নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব দিনদিন বেড়েই চলেছে। জুলাই মাসের দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হয়েছে ৩০ আগস্টের মধ্যে। গত ২৪ ঘণ্টায় শনাক্তে নতুন রেকর্ড তৈরি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন বিশ্লেষণে এই চিত্র পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জুলাই মাসের শনাক্ত আগস্টের ৩০ দিনেই ছাড়িয়ে গেছে। আর মৃত্যুর সংখ্যাও ছাড়িয়েছে। জুলাই মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত হয়েছিল এক হাজার ৫৭১ জন। আর আগস্টের ৩০ দিনে মোট রোগী শনাক্ত হয়েছে তিন হাজার ২৭০ জন। অর্থাৎ জুলাইয়ের চেয়ে আগস্টে দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হয়েছে। গত মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে ছিল ৭৩৭ জন। আর এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২০ জনের। এদের মধ্যে জুনে একজন, জুলাইতে ৯ জন ও আগস্টের ৩০ দিনে ১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৩৭ জন। এদের মধ্যে ঢাকায় ১৯৬ জন এবং বাইরে ৪১ জন। আগের দিন শনাক্ত হয়েছিল ২০১ জন রোগী। এদের মধ্যে ঢাকায় শনাক্ত ও ভর্তি হন ১৪৯ জন এবং বাইরে ছিল ৫২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭১২ জন। আগের দিন ছিল ৬৬৮ জন রোগী। এদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬০১ জন এবং বাইরে ১১১ জন। আগের দিন ভর্তি ছিল ৫৫১ জন এবং বাইরে ১১৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ৩০ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৯৩০। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন পাঁচ হাজার ১৯৮ জন। ঢাকায় ভর্তি হয়েছেন চার হাজার ৮৮৮ জন এবং ছাড়পত্র নিয়েছেন চার হাজার ২৭৮ জন। ঢাকার বাইরে মোট রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৪২ জন। এদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৯২০ জন। এ সময় মৃত্যু হয়েছে ২০ জনের।

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব দিনদিন বেড়েই চলেছে। জুলাই মাসের দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হয়েছে ৩০ আগস্টের মধ্যে। গত ২৪ ঘণ্টায় শনাক্তে নতুন রেকর্ড তৈরি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন বিশ্লেষণে এই চিত্র পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জুলাই মাসের শনাক্ত আগস্টের ৩০ দিনেই ছাড়িয়ে গেছে। আর মৃত্যুর সংখ্যাও ছাড়িয়েছে। জুলাই মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত হয়েছিল এক হাজার ৫৭১ জন। আর আগস্টের ৩০ দিনে মোট রোগী শনাক্ত হয়েছে তিন হাজার ২৭০ জন। অর্থাৎ জুলাইয়ের চেয়ে আগস্টে দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হয়েছে। গত মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে ছিল ৭৩৭ জন। আর এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২০ জনের। এদের মধ্যে জুনে একজন, জুলাইতে ৯ জন ও আগস্টের ৩০ দিনে ১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৩৭ জন। এদের মধ্যে ঢাকায় ১৯৬ জন এবং বাইরে ৪১ জন। আগের দিন শনাক্ত হয়েছিল ২০১ জন রোগী। এদের মধ্যে ঢাকায় শনাক্ত ও ভর্তি হন ১৪৯ জন এবং বাইরে ছিল ৫২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭১২ জন। আগের দিন ছিল ৬৬৮ জন রোগী। এদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬০১ জন এবং বাইরে ১১১ জন। আগের দিন ভর্তি ছিল ৫৫১ জন এবং বাইরে ১১৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ৩০ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৯৩০। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন পাঁচ হাজার ১৯৮ জন। ঢাকায় ভর্তি হয়েছেন চার হাজার ৮৮৮ জন এবং ছাড়পত্র নিয়েছেন চার হাজার ২৭৮ জন। ঢাকার বাইরে মোট রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৪২ জন। এদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৯২০ জন। এ সময় মৃত্যু হয়েছে ২০ জনের।

দীর্ঘদিন ধরে জমে থাকা অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমের জট কমাতে এবং গুরুত্বপূর্ণ অনুসন্ধান দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ১৫টি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব টাস্কফোর্সের মাধ্যমে কমিশনের চলমান অনুসন্ধান কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
১২ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অপপ্রচার ও ভুয়া তথ্য ঠেকাতে বাংলাদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। আজ মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফোনালাপে এ বিষয়ে আলোচনা হয়।
১৩ ঘণ্টা আগে
ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে গানম্যান (অস্ত্রধারী দেহরক্ষী) পাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে তাঁর বাসভবনের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হবে।
১৪ ঘণ্টা আগে
২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ১ মাস থেকে ১৭ বছর বয়সী মোট ১০০৮ জন শিশু নিহত হয়েছে। সড়ক ও সড়ক পরিবহন ব্যবস্থার দুর্বলতা এবং ট্রাফিক আইন বিষয়ে সচেতনতার অভাবকে এই মৃত্যুর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
১৪ ঘণ্টা আগে