Ajker Patrika

ইস্টার সানডের কারণে এসএসসির গণিত পরীক্ষার সূচি পরিবর্তনের দাবি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ৫৩
ইস্টার সানডের কারণে এসএসসির গণিত পরীক্ষার সূচি পরিবর্তনের দাবি
ফাইল ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের গণিত পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা বোর্ড। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর চিঠি দিয়ে এ দাবি জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা বোর্ডের নির্বাহী সচিব জ্যোতি এফ গমেজ।

গত ১৯ ফেব্রুয়ারি চলতি বছরের এসএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করে আন্তশিক্ষা বোর্ড। এতে আগামী ২০ এপ্রিল গণিত (আবশ্যিক) পরীক্ষা নির্ধারিত রয়েছে।

চিঠিতে বলা হয়, ক্যাথলিক শিক্ষা বোর্ডের আওতাধীন ৬০টি মাধ্যমিক বিদ্যালয় আছে। অন্যান্য আরও ৫০ টির বেশি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, যেখানে খ্রিষ্টান শিক্ষার্থীরা পড়াশোনা করে। চার্চ পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও খ্রিষ্টান সম্প্রদায়ের জনগণ ইস্টার সানডের দিনে (২০ এপ্রিল) এসএসসি পরীক্ষার সূচিতে অসন্তুষ্টি ও উদ্বেগ প্রকাশ করেছেন। তাই অতিসত্বর ২০ এপ্রিলের গণিত (আবশ্যিক) পরীক্ষার জন্য অন্য কোনো সুবিধাজনক তারিখ পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছে চিঠিতে।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, পরীক্ষার তারিখ আগেই নির্ধারণ করা হয়েছে। যখন এটি করা হয় তখন তিনি বোর্ডের দায়িত্বে ছিলেন না। বোর্ড পরীক্ষার তারিখ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমেই হয়ে থাকে। কর্তৃপক্ষ যদি এ বিষয়ে বিশেষ নির্দেশ দেয় তবে অবশ্যই তারিখ পরিবর্তন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত