নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশের হাতে কোনো প্রাণঘাতী অস্ত্র থাকবে না, থাকবে শুধু আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কাছে। আজ সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের কাছে কোনো মারণাস্ত্র থাকবে না। যেগুলো রয়েছে, সেগুলো জমা দিতে হবে। মারণাস্ত্র থাকবে শুধু আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে।’ তবে পুলিশের কাছে রাইফেল থাকবে বলে জানান তিনি।
এ ছাড়া সভায় জানানো হয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র্যাব) পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে একজন উপদেষ্টা রয়েছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র্যাব কী নামে হবে, এই নাম থাকবে কি না, এই পোশাক কিংবা সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাঁচ সদস্যের যে কমিটি, তারা কোঅপ্ট করে সদস্য বাড়াতে পারবে।
এদিকে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে নিরাপত্তা জোরদারে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিটি হাটে ১০০ জন করে অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাট কর্তৃপক্ষের ভলান্টিয়ারেরা সাধারণত হাসিল দেখাশোনা করে। কিন্তু মলম পার্টি, ছিনতাইসহ নানা অপকর্ম ঠেকাতে আনসার সদস্য মোতায়েনের প্রয়োজন রয়েছে। তাই প্রতিটি হাটে ১০০ জন করে আনসার সদস্য নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করা সাধারণ আনসার সদস্যকে যখন বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত সংস্থায় নিরাপত্তাসেবাসহ সুনির্দিষ্ট দায়িত্ব পালনের জন্য একটি নির্দিষ্ট মেয়াদের জন্য অঙ্গীভূত করা হয়, তখন তাঁকে অঙ্গীভূত আনসার বলা হয়।
এ ছাড়া ঈদের আগে গার্মেন্টসশ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে বলেও জানান তিনি। তবে কেউ অবৈধ দাবি নিয়ে রাস্তা দখল করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশের হাতে কোনো প্রাণঘাতী অস্ত্র থাকবে না, থাকবে শুধু আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কাছে। আজ সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের কাছে কোনো মারণাস্ত্র থাকবে না। যেগুলো রয়েছে, সেগুলো জমা দিতে হবে। মারণাস্ত্র থাকবে শুধু আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে।’ তবে পুলিশের কাছে রাইফেল থাকবে বলে জানান তিনি।
এ ছাড়া সভায় জানানো হয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র্যাব) পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে একজন উপদেষ্টা রয়েছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র্যাব কী নামে হবে, এই নাম থাকবে কি না, এই পোশাক কিংবা সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাঁচ সদস্যের যে কমিটি, তারা কোঅপ্ট করে সদস্য বাড়াতে পারবে।
এদিকে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে নিরাপত্তা জোরদারে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিটি হাটে ১০০ জন করে অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাট কর্তৃপক্ষের ভলান্টিয়ারেরা সাধারণত হাসিল দেখাশোনা করে। কিন্তু মলম পার্টি, ছিনতাইসহ নানা অপকর্ম ঠেকাতে আনসার সদস্য মোতায়েনের প্রয়োজন রয়েছে। তাই প্রতিটি হাটে ১০০ জন করে আনসার সদস্য নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করা সাধারণ আনসার সদস্যকে যখন বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত সংস্থায় নিরাপত্তাসেবাসহ সুনির্দিষ্ট দায়িত্ব পালনের জন্য একটি নির্দিষ্ট মেয়াদের জন্য অঙ্গীভূত করা হয়, তখন তাঁকে অঙ্গীভূত আনসার বলা হয়।
এ ছাড়া ঈদের আগে গার্মেন্টসশ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে বলেও জানান তিনি। তবে কেউ অবৈধ দাবি নিয়ে রাস্তা দখল করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করেন তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রেখে অতীতের বিতর্কিত ভাবমূর্তি কাটিয়ে উঠতে চায় পুলিশ। কিন্তু ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কি না, তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি-শঙ্কা।
৪ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যাতে আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সোমবার জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
৬ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি কয়েকটি শর্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে