উবায়দুল্লাহ বাদল, ঢাকা

প্রশাসনের ১২৭ যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করেছে সরকার। গতকাল সোমবার পদোন্নতির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এ ছাড়া আরও তিনজনের পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে তাঁরা লিয়েনে আছেন। লিয়েন থেকে ফিরলে তাঁদের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। সব মিলিয়ে ১৩০ জন পদোন্নতি পাচ্ছেন।
নিয়মিত ব্যাচ হিসেবে বিসিএস ১৮তম ব্যাচের প্রশাসন ক্যাডারের ৬৭ এবং প্রশাসন ক্যাডারের সঙ্গে মিশে যাওয়া ইকোনমিক ক্যাডারের ৩০ জন কর্মকর্তা পদোন্নতির তালিকায় রয়েছেন। তাঁদের সঙ্গে আছেন অতীতে বঞ্চিত বিভিন্ন ব্যাচের ১৮ ও অন্যান্য ক্যাডারের ১৫ জন কর্মকর্তা।
এ পদোন্নতির ফলে সরকারের অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়াল ৪০০ ওপরে। অথচ অনুমোদিত পদের সংখ্যা মাত্র ১৪০। অর্থাৎ অতিরিক্ত সচিবে পদের চেয়ে তিন গুণ বেশি কর্মকর্তা হলো প্রশাসনে।
নতুন করে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হলেও পদায়ন করা হয়নি। শিগগিরই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ইনসিটু (আগের পদে রাখা) করা হবে। তাঁদের আগের পদেই কাজ করে যেতে হবে। পদোন্নতি পাওয়ার পরও তাঁরা নতুন ডেস্ক পাচ্ছেন না, তা প্রায় নিশ্চিত। অতীতেও পদোন্নতির পর পদের চেয়ে কর্মকর্তা বেশি হওয়ায় আগের পদেই কাজ করতে হয়েছে। এবারও এর ব্যতিক্রম হবে না।
এবার নিয়মিত ব্যাচ হিসেবে বিসিএস ১৮ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হলেও এই ব্যাচের অন্তত এক ডজন কর্মকর্তা পদোন্নতি পাননি। তাঁদের মধ্যে অনেকে বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দপ্তরে সুনামের সঙ্গে বর্তমানে কাজ করছেন। প্রশাসনে ভালো কর্মকর্তা হিসেবেও সুনাম রয়েছে। তাঁদের কেন পদোন্নতি হলো না, সে বিষয়ে প্রশ্ন খোদ ব্যাচমেটদেরও।

প্রশাসনের ১২৭ যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করেছে সরকার। গতকাল সোমবার পদোন্নতির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এ ছাড়া আরও তিনজনের পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে তাঁরা লিয়েনে আছেন। লিয়েন থেকে ফিরলে তাঁদের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। সব মিলিয়ে ১৩০ জন পদোন্নতি পাচ্ছেন।
নিয়মিত ব্যাচ হিসেবে বিসিএস ১৮তম ব্যাচের প্রশাসন ক্যাডারের ৬৭ এবং প্রশাসন ক্যাডারের সঙ্গে মিশে যাওয়া ইকোনমিক ক্যাডারের ৩০ জন কর্মকর্তা পদোন্নতির তালিকায় রয়েছেন। তাঁদের সঙ্গে আছেন অতীতে বঞ্চিত বিভিন্ন ব্যাচের ১৮ ও অন্যান্য ক্যাডারের ১৫ জন কর্মকর্তা।
এ পদোন্নতির ফলে সরকারের অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়াল ৪০০ ওপরে। অথচ অনুমোদিত পদের সংখ্যা মাত্র ১৪০। অর্থাৎ অতিরিক্ত সচিবে পদের চেয়ে তিন গুণ বেশি কর্মকর্তা হলো প্রশাসনে।
নতুন করে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হলেও পদায়ন করা হয়নি। শিগগিরই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ইনসিটু (আগের পদে রাখা) করা হবে। তাঁদের আগের পদেই কাজ করে যেতে হবে। পদোন্নতি পাওয়ার পরও তাঁরা নতুন ডেস্ক পাচ্ছেন না, তা প্রায় নিশ্চিত। অতীতেও পদোন্নতির পর পদের চেয়ে কর্মকর্তা বেশি হওয়ায় আগের পদেই কাজ করতে হয়েছে। এবারও এর ব্যতিক্রম হবে না।
এবার নিয়মিত ব্যাচ হিসেবে বিসিএস ১৮ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হলেও এই ব্যাচের অন্তত এক ডজন কর্মকর্তা পদোন্নতি পাননি। তাঁদের মধ্যে অনেকে বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দপ্তরে সুনামের সঙ্গে বর্তমানে কাজ করছেন। প্রশাসনে ভালো কর্মকর্তা হিসেবেও সুনাম রয়েছে। তাঁদের কেন পদোন্নতি হলো না, সে বিষয়ে প্রশ্ন খোদ ব্যাচমেটদেরও।

২০২৫ সালের মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) এক অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ। সেদিন ঢাকায় অনুষ্ঠিত একটি বিশেষ প্যারাস্যুট জাম্প অভিযানের মাধ্যমে একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ।
২ মিনিট আগে
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের বিদেশে থাকা অ্যাপার্টমেন্ট, বাড়ি, দোকানসহ মোট ১৮২৪ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৯০৫ টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
৩২ মিনিট আগে
বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের নিকাব নিয়ে দেওয়া মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রী সংস্থার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ‘একাত্তের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ ভাস্কর্য চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন সংগঠনটির নেত্রী ও সমর্থকেরা
২ ঘণ্টা আগে
স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত ও সংগঠিত সহিংসতার (মব ভায়োলেন্স) প্রতিবাদে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে ‘গণমাধ্যম সম্মিলন’ আয়োজন করতে যাচ্ছে সংবাদপত্রের মালিক ও সম্পাদকদের দুটি সংগঠন—সম্পাদক পরিষদ ও নিউজপেপার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
২ ঘণ্টা আগে