কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের অবস্থান যুক্তিসংগত বলে মন্তব্য করেছেন ঢাকার চীনা রাষ্ট্রদূত লি জিমিং। তিনি বলেন, বাংলাদেশ যুদ্ধ নয় শান্তি চায়। আর চীনের অবস্থানও একই।
আজ রোববার সকালে রাজধানীর একটি হোটেলে বসন্ত সংলাপের আয়োজন করে ঢাকার চীন দূতাবাস। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। এ সংলাপ যৌথভাবে আয়োজন করে কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) ও ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
ইউক্রেন সংকটে অঞ্চলে শান্তি স্থাপনে চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন করলে রাষ্ট্রদূত বলেন, ‘রাশিয়া চীনসহ বিশ্বের অনেক দেশের বেশ ভালো বন্ধু। তবে বর্তমানে প্রথমে সেখানে উত্তেজনা কমাতে হবে। দ্বিতীয়ত ভয়াবহ মানবিক সংকট তৈরি যাতে না হয় পক্ষগুলোকে সেই মোতাবেক কাজ করতে হবে। আর তৃতীয়ত এ সংকট তৈরি হওয়ার পেছনের আসল কারণ তদন্ত করে বের করতে হবে।’
যুদ্ধের পেছনের কারণ নিয়ে প্রশ্ন করলে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘এর ঐতিহাসিক ও ভূরাজনৈতিক দিক রয়েছে।’ এ সংকটে কি রাশিয়ার পক্ষ নিয়েছে চীন? এর উত্তরে তিনি বলেন, ‘এটি ঠিক বলা যাবে না। কারণ চীন রাশিয়া ও ইউক্রেন দুই দেশেরই ভালো বন্ধু। দুই প্রতিবেশী বা বন্ধুর যুদ্ধে আমরা কারও পক্ষই নিইনি। বরং তাদের শান্ত করতে কাজ করেছে চীন, যাতে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হয়।’
লি জিমিং বলেন, ‘চীন জাতিসংঘে যে ভূমিকা নিয়েছে, বাংলাদেশও ঠিক একই ভূমিকা নিয়েছে। আমরা দুই দেশই ভোটদানে বিরত থেকেছি। আমার মনে হয় এটি যুক্তিসংগত অবস্থান। বাংলাদেশ যুদ্ধ নয় শান্তি চায়। আর চীনের অবস্থানও একই।’
চীনের সহায়তায় বাংলাদেশে ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণ স্থাপনা নির্মাণ নিয়ে প্রশ্ন করলে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘আমার কাছে এ সম্পর্কে কোনও তথ্য নেই। আমরা এটুকু বলতে চাই, বাংলাদেশসহ কোনও দেশে চীনের সামরিক স্থাপনা নেই। যদি কিছু থাকে সেটি হচ্ছে মেরামত করার জন্য কারখানা এবং সেটিও বাংলাদেশের সরকারের প্রয়োজন অনুযায়ী। তবে আমি নিশ্চিত করে এখন কিছু বলতে পারছি না। আমি বেইজিংয়ের কাছে এ বিষয়ে তথ্য চাইব।’

ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের অবস্থান যুক্তিসংগত বলে মন্তব্য করেছেন ঢাকার চীনা রাষ্ট্রদূত লি জিমিং। তিনি বলেন, বাংলাদেশ যুদ্ধ নয় শান্তি চায়। আর চীনের অবস্থানও একই।
আজ রোববার সকালে রাজধানীর একটি হোটেলে বসন্ত সংলাপের আয়োজন করে ঢাকার চীন দূতাবাস। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। এ সংলাপ যৌথভাবে আয়োজন করে কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) ও ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
ইউক্রেন সংকটে অঞ্চলে শান্তি স্থাপনে চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন করলে রাষ্ট্রদূত বলেন, ‘রাশিয়া চীনসহ বিশ্বের অনেক দেশের বেশ ভালো বন্ধু। তবে বর্তমানে প্রথমে সেখানে উত্তেজনা কমাতে হবে। দ্বিতীয়ত ভয়াবহ মানবিক সংকট তৈরি যাতে না হয় পক্ষগুলোকে সেই মোতাবেক কাজ করতে হবে। আর তৃতীয়ত এ সংকট তৈরি হওয়ার পেছনের আসল কারণ তদন্ত করে বের করতে হবে।’
যুদ্ধের পেছনের কারণ নিয়ে প্রশ্ন করলে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘এর ঐতিহাসিক ও ভূরাজনৈতিক দিক রয়েছে।’ এ সংকটে কি রাশিয়ার পক্ষ নিয়েছে চীন? এর উত্তরে তিনি বলেন, ‘এটি ঠিক বলা যাবে না। কারণ চীন রাশিয়া ও ইউক্রেন দুই দেশেরই ভালো বন্ধু। দুই প্রতিবেশী বা বন্ধুর যুদ্ধে আমরা কারও পক্ষই নিইনি। বরং তাদের শান্ত করতে কাজ করেছে চীন, যাতে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হয়।’
লি জিমিং বলেন, ‘চীন জাতিসংঘে যে ভূমিকা নিয়েছে, বাংলাদেশও ঠিক একই ভূমিকা নিয়েছে। আমরা দুই দেশই ভোটদানে বিরত থেকেছি। আমার মনে হয় এটি যুক্তিসংগত অবস্থান। বাংলাদেশ যুদ্ধ নয় শান্তি চায়। আর চীনের অবস্থানও একই।’
চীনের সহায়তায় বাংলাদেশে ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণ স্থাপনা নির্মাণ নিয়ে প্রশ্ন করলে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘আমার কাছে এ সম্পর্কে কোনও তথ্য নেই। আমরা এটুকু বলতে চাই, বাংলাদেশসহ কোনও দেশে চীনের সামরিক স্থাপনা নেই। যদি কিছু থাকে সেটি হচ্ছে মেরামত করার জন্য কারখানা এবং সেটিও বাংলাদেশের সরকারের প্রয়োজন অনুযায়ী। তবে আমি নিশ্চিত করে এখন কিছু বলতে পারছি না। আমি বেইজিংয়ের কাছে এ বিষয়ে তথ্য চাইব।’

ঋণখেলাপির জিম্মাদার হওয়ার পরেও চট্টগ্রাম-৪ আসনে বিএনপির দলীয় প্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে করা আপিল খারিজ করেছে নির্বাচন কমিশন। তাঁর বিরুদ্ধে এশিয়া ব্যাংকের আপিল খারিজ করে দিয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমান মাছউদ বলেন, ‘উনার মনোনয়ন গ্রহণ করা হলো। তবে উনাকে অর্থ পরিশোধ করতে হবে।’
১১ মিনিট আগে
ঋণ ও আয়কর-সংক্রান্ত অনিয়মের মাধ্যমে প্রায় ৪৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসির সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ জন পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের একটি দায়িত্বশীল সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৩৫ মিনিট আগে
কার্যকরভাবে আকাশসীমা নিয়ন্ত্রণ ও সুরক্ষা নিশ্চিত করা জাতীয় সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার মৌলিক ভিত্তি বলে মন্তব্য করেছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি বলেছেন, পরিবর্তনশীল কৌশলগত পরিবেশে বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন স্বার্থ রক্ষায়...
১ ঘণ্টা আগে
সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো ভেঙে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবারের গণভোট। একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে গণভোটে ‘হ্যাঁ’-তে রায়ের কোনো বিকল্প নেই।
২ ঘণ্টা আগে