নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদেশি টেলিভিশন চ্যানেলগুলোতে ক্লিন ফিড সম্প্রচার করতে কেব্ল অপারেটররা সময় চাইলেও তাদের সেই সময় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, কেব্ল অপারেটররা যখন বিদেশি টিভির ক্লিন ফিড পাবে, তখন সেসব চ্যানেল বাংলাদেশে সম্প্রচার করবে।
সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বুধবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, `বাংলাদেশের প্রচুর পণ্যের বিজ্ঞাপন বিদেশি টিভিতে সম্প্রচার হচ্ছিল, সেগুলো বন্ধ করেছি। ক্লিনফিড চালাতে দুই বছর আগে বলা হয়েছিল। এরপর সবার সঙ্গে বৈঠক করে ক্লিন ফিড বাস্তবায়নের সময় ঠিক করা হয়। এখন অপারেটররা বলছে, তারা (বিদেশি টিভি চ্যানেল) ক্লিনফিড পাঠাবে। যখন ক্লিন ফিড পাঠাবে, তখন থেকে সম্প্রচার শুরু হবে। তার আগে আমি সময় দেওয়ার পক্ষপাতি নই। অনেক টিভি চ্যানেল এখন ক্লিন ফিডসহ বাংলাদেশে সম্প্রচারিত হচ্ছে, অনেকে সেগুলো দেখাচ্ছে।'
কেবিএস ওয়ার্ল্ড, এআরআইর্যাং টিভি, বিবিসি, সিএনএন, আলজাজিরা এইচডি, ডিডব্লিউ, এনএইচকে ওয়ার্ল্ড, সিজিটিএন, রাশিয়া টুডে, ফ্রান্স ২৪, লোটাস, ট্রাভেল এক্সপি এইচডি, আল কোরআন, আল সুন্না, টেন স্পোর্টস, ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি, দুবাই স্পোর্টস, মাস্তি টিভি, বিফোর ইউ মিউজিক, এমটিভি ও স্টার স্পোর্টসের চারটি চ্যানেল (১-৪) বাংলাদেশে ক্লিনফিড পাঠায়। গত ১ অক্টোবর থেকে ক্লিন ফিড বাস্তবায়নে অভিযান শুরুর পর কেব্ল অপারেটরা ক্লিন ফিড পাঠানো ২৫টি চ্যানেলসহ সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ রেখেছে।
হাছান মাহমুদ বলেন, একসময় টিভির সিরিয়াল মানা হতো না। টিভি কর্তৃপক্ষকে এজন্য নানা ধরনের দেনদরবার করতে হতো, কেব্ল অপারেটরদের দ্বারে দ্বারে ঘুরতে হতো। কেব্ল অপারেটররা কারোটা ওপরে তুলত, কারোটা নিচে নামাত। সম্প্রচারে আসার সময় অনুযায়ী টিভি চ্যানেলের ক্রম করে দেওয়া হয়েছে।

বিদেশি টেলিভিশন চ্যানেলগুলোতে ক্লিন ফিড সম্প্রচার করতে কেব্ল অপারেটররা সময় চাইলেও তাদের সেই সময় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, কেব্ল অপারেটররা যখন বিদেশি টিভির ক্লিন ফিড পাবে, তখন সেসব চ্যানেল বাংলাদেশে সম্প্রচার করবে।
সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বুধবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, `বাংলাদেশের প্রচুর পণ্যের বিজ্ঞাপন বিদেশি টিভিতে সম্প্রচার হচ্ছিল, সেগুলো বন্ধ করেছি। ক্লিনফিড চালাতে দুই বছর আগে বলা হয়েছিল। এরপর সবার সঙ্গে বৈঠক করে ক্লিন ফিড বাস্তবায়নের সময় ঠিক করা হয়। এখন অপারেটররা বলছে, তারা (বিদেশি টিভি চ্যানেল) ক্লিনফিড পাঠাবে। যখন ক্লিন ফিড পাঠাবে, তখন থেকে সম্প্রচার শুরু হবে। তার আগে আমি সময় দেওয়ার পক্ষপাতি নই। অনেক টিভি চ্যানেল এখন ক্লিন ফিডসহ বাংলাদেশে সম্প্রচারিত হচ্ছে, অনেকে সেগুলো দেখাচ্ছে।'
কেবিএস ওয়ার্ল্ড, এআরআইর্যাং টিভি, বিবিসি, সিএনএন, আলজাজিরা এইচডি, ডিডব্লিউ, এনএইচকে ওয়ার্ল্ড, সিজিটিএন, রাশিয়া টুডে, ফ্রান্স ২৪, লোটাস, ট্রাভেল এক্সপি এইচডি, আল কোরআন, আল সুন্না, টেন স্পোর্টস, ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি, দুবাই স্পোর্টস, মাস্তি টিভি, বিফোর ইউ মিউজিক, এমটিভি ও স্টার স্পোর্টসের চারটি চ্যানেল (১-৪) বাংলাদেশে ক্লিনফিড পাঠায়। গত ১ অক্টোবর থেকে ক্লিন ফিড বাস্তবায়নে অভিযান শুরুর পর কেব্ল অপারেটরা ক্লিন ফিড পাঠানো ২৫টি চ্যানেলসহ সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ রেখেছে।
হাছান মাহমুদ বলেন, একসময় টিভির সিরিয়াল মানা হতো না। টিভি কর্তৃপক্ষকে এজন্য নানা ধরনের দেনদরবার করতে হতো, কেব্ল অপারেটরদের দ্বারে দ্বারে ঘুরতে হতো। কেব্ল অপারেটররা কারোটা ওপরে তুলত, কারোটা নিচে নামাত। সম্প্রচারে আসার সময় অনুযায়ী টিভি চ্যানেলের ক্রম করে দেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আজ রোববার আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ এই মামলার....
৩৩ মিনিট আগে
ঋণখেলাপির জিম্মাদার হওয়ার পরেও চট্টগ্রাম-৪ আসনে বিএনপির দলীয় প্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে করা আপিল খারিজ করেছে নির্বাচন কমিশন। তাঁর বিরুদ্ধে এশিয়া ব্যাংকের আপিল খারিজ করে দিয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমান মাছউদ বলেন, ‘উনার মনোনয়ন গ্রহণ করা হলো। তবে উনাকে অর্থ পরিশোধ করতে হবে।’
১ ঘণ্টা আগে
ঋণ ও আয়কর-সংক্রান্ত অনিয়মের মাধ্যমে প্রায় ৪৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসির সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ জন পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের একটি দায়িত্বশীল সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
কার্যকরভাবে আকাশসীমা নিয়ন্ত্রণ ও সুরক্ষা নিশ্চিত করা জাতীয় সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার মৌলিক ভিত্তি বলে মন্তব্য করেছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি বলেছেন, পরিবর্তনশীল কৌশলগত পরিবেশে বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন স্বার্থ রক্ষায়...
২ ঘণ্টা আগে