Ajker Patrika

২৫৩০ জন বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

আপডেট : ২১ মার্চ ২০২৪, ১২: ০৭
২৫৩০ জন বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়া। দেশটির অভিবাসন দপ্তরের মহাপরিচালক রুসলিন জোসহ বলেছেন, মালয়েশিয়ায় অবস্থানরত ১১ হাজার ৯৪৩ জন অবৈধ অভিবাসীকে তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বেরনামার খবরে বলা হয়েছে, এই অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশির সংখ্যা আড়াই হাজার।

অবৈধ অভিবাসন নিয়ে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে কথা বলেন রুসলিন। তিনি জানান, এই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ব্যাপারে নথিপত্র তৈরির কাজ শেষ হয়েছে। এই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে নিজ নিজ দেশের দূতাবাস থেকে অর্থ নেওয়া হয়েছে।

অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ব্যাপারে বেশ কিছুদিন ধরেই পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়া। দেশটির অভিবাসন বিভাগের এই শীর্ষ কর্মকর্তা জানান, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর যে কর্মসূচি সম্প্রতি হাতে নেওয়া হয়েছে, তাতে ১৬ হাজারের বেশি অভিবাসী আবেদন করেছেন। সবচেয়ে বেশি আবেদন করেছেন ইন্দোনেশিয়ার অবৈধ অভিবাসীরা। দেশটি থেকে আসা ৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আবেদন করেছেন। বাংলাদেশ থেকে আসা ২ হাজার ৫৩০ জন, ভারত থেকে আসা ২ হাজার ৪৫৪ জন এবং পাকিস্তান থেকে আসা ১ হাজার ৬১৭ জন দেশে ফিরতে আবেদন করেছেন।

৯৪ জন বাংলাদেশির ক্ষেত্রে ভিন্ন ঘটনা ঘটেছে। অভিবাসন দপ্তরের মহাপরিচালক রুসলিন বলেন, এই বাংলাদেশিরা প্রতারিত হয়েছেন। তাঁদের সাময়িক সময়ের জন্য ভিসা দেওয়া হয়েছে। এই ভিসায় তাঁরা কাজ করতে পারবেন। তিনি আরও বলেন, ‘ওই বাংলাদেশিদের আমরা আটক করিনি। অনেক গণমাধ্যমই এই সুনির্দিষ্ট তথ্য পায়নি। আমরা তাঁদের আশ্রয়ের ব্যবস্থা করেছি। কারণ তাঁরা কোনো অপরাধ করেননি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত