দেওয়ানি কার্যবিধি সংশোধন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের আলোকে সিভিল প্রসিডিউর কোড (সিপিসি) বা দেওয়ানি কার্যবিধি সংশোধনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে টেলিফোন ও এসএমএসসহ যোগাযোগের আধুনিক পদ্ধতিতে সমন জারি করা যাবে। এছাড়া ভুয়া মামলার জরিমানা দ্বিগুণের বেশি বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব নীতিগত সিদ্ধান্ত হয়।
পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তাঁর সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশন দেওয়ানি কার্যবিধি বা সিপিসিতে কিছু কিছু পরিবর্তন আনার সুপারিশ করেছিল। তারই আলোকে ব্রিটিশ সরকারের সময়ে প্রণীত সিপিসিতে কিছু পরিবর্তন আনার জন্য নীতিগত অনুমোদন হয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, সিভিল প্রসিডিউর কোর্টে কিছু কিছু পরিবর্তন আনবার জন্য সুপারিশ করেছিলেন। ব্রিটিশ সরকারের সময়ে প্রণীত সিপিসির কিছু কিছু সংশোধন নীতিগতভাবে অনুমোদন করা হয়।
এই উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে একটা কথা আছে— কারো সঙ্গে শত্রুতা করতে গেলে একটা ল্যান্ড মামলা (ভূমিসংক্রান্ত মামলা) জুড়ে দাও, তিন জেনারেশনে সে মামলা শেষ হবে না। কিন্তু তিন জেনারেশন যেন না লাগে, এক জেনারেশনেই যেন মামলা শেষ হয় সেজন্য সিপিসিতে কিছু সংশোধনী আনা হয়েছে। যাতে করে যারা বিচারপ্রার্থী তাদের সময় কম লাগে, তাদের টাকা কম লাগে। আমরা যারা যারা উকিল আছি নানান অজুহাতে বিভিন্ন সময়ে সময় নিয়ে মামলার প্রক্রিয়া বিলম্বিত করি, সেটা যেন আর না হয়, সেরকম কতগুলো সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’
সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, ‘বিচার প্রক্রিয়া এখনো সেকেলে রয়ে গেছে। বিচার প্রক্রিয়াকে আধুনিকায়ন করতে সমনজারি এখন থেকে টেলিফোন, মেসেজ কিংবা অন্য আধুনিক যে প্রযুক্তি রয়েছে তার মাধ্যমে করা যাবে। ফাঁসিয়ে দেওয়ার জন্য যে ভুয়া মামলা করা হলে আগে ২০ হাজার টাকা আর্থিক দণ্ড ছিল সেটি বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করা হয়েছে।’

বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের আলোকে সিভিল প্রসিডিউর কোড (সিপিসি) বা দেওয়ানি কার্যবিধি সংশোধনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে টেলিফোন ও এসএমএসসহ যোগাযোগের আধুনিক পদ্ধতিতে সমন জারি করা যাবে। এছাড়া ভুয়া মামলার জরিমানা দ্বিগুণের বেশি বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব নীতিগত সিদ্ধান্ত হয়।
পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তাঁর সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশন দেওয়ানি কার্যবিধি বা সিপিসিতে কিছু কিছু পরিবর্তন আনার সুপারিশ করেছিল। তারই আলোকে ব্রিটিশ সরকারের সময়ে প্রণীত সিপিসিতে কিছু পরিবর্তন আনার জন্য নীতিগত অনুমোদন হয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, সিভিল প্রসিডিউর কোর্টে কিছু কিছু পরিবর্তন আনবার জন্য সুপারিশ করেছিলেন। ব্রিটিশ সরকারের সময়ে প্রণীত সিপিসির কিছু কিছু সংশোধন নীতিগতভাবে অনুমোদন করা হয়।
এই উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে একটা কথা আছে— কারো সঙ্গে শত্রুতা করতে গেলে একটা ল্যান্ড মামলা (ভূমিসংক্রান্ত মামলা) জুড়ে দাও, তিন জেনারেশনে সে মামলা শেষ হবে না। কিন্তু তিন জেনারেশন যেন না লাগে, এক জেনারেশনেই যেন মামলা শেষ হয় সেজন্য সিপিসিতে কিছু সংশোধনী আনা হয়েছে। যাতে করে যারা বিচারপ্রার্থী তাদের সময় কম লাগে, তাদের টাকা কম লাগে। আমরা যারা যারা উকিল আছি নানান অজুহাতে বিভিন্ন সময়ে সময় নিয়ে মামলার প্রক্রিয়া বিলম্বিত করি, সেটা যেন আর না হয়, সেরকম কতগুলো সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’
সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, ‘বিচার প্রক্রিয়া এখনো সেকেলে রয়ে গেছে। বিচার প্রক্রিয়াকে আধুনিকায়ন করতে সমনজারি এখন থেকে টেলিফোন, মেসেজ কিংবা অন্য আধুনিক যে প্রযুক্তি রয়েছে তার মাধ্যমে করা যাবে। ফাঁসিয়ে দেওয়ার জন্য যে ভুয়া মামলা করা হলে আগে ২০ হাজার টাকা আর্থিক দণ্ড ছিল সেটি বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করা হয়েছে।’

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
১২ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
১২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
১২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
১৩ ঘণ্টা আগে