দেওয়ানি কার্যবিধি সংশোধন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের আলোকে সিভিল প্রসিডিউর কোড (সিপিসি) বা দেওয়ানি কার্যবিধি সংশোধনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে টেলিফোন ও এসএমএসসহ যোগাযোগের আধুনিক পদ্ধতিতে সমন জারি করা যাবে। এছাড়া ভুয়া মামলার জরিমানা দ্বিগুণের বেশি বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব নীতিগত সিদ্ধান্ত হয়।
পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তাঁর সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশন দেওয়ানি কার্যবিধি বা সিপিসিতে কিছু কিছু পরিবর্তন আনার সুপারিশ করেছিল। তারই আলোকে ব্রিটিশ সরকারের সময়ে প্রণীত সিপিসিতে কিছু পরিবর্তন আনার জন্য নীতিগত অনুমোদন হয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, সিভিল প্রসিডিউর কোর্টে কিছু কিছু পরিবর্তন আনবার জন্য সুপারিশ করেছিলেন। ব্রিটিশ সরকারের সময়ে প্রণীত সিপিসির কিছু কিছু সংশোধন নীতিগতভাবে অনুমোদন করা হয়।
এই উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে একটা কথা আছে— কারো সঙ্গে শত্রুতা করতে গেলে একটা ল্যান্ড মামলা (ভূমিসংক্রান্ত মামলা) জুড়ে দাও, তিন জেনারেশনে সে মামলা শেষ হবে না। কিন্তু তিন জেনারেশন যেন না লাগে, এক জেনারেশনেই যেন মামলা শেষ হয় সেজন্য সিপিসিতে কিছু সংশোধনী আনা হয়েছে। যাতে করে যারা বিচারপ্রার্থী তাদের সময় কম লাগে, তাদের টাকা কম লাগে। আমরা যারা যারা উকিল আছি নানান অজুহাতে বিভিন্ন সময়ে সময় নিয়ে মামলার প্রক্রিয়া বিলম্বিত করি, সেটা যেন আর না হয়, সেরকম কতগুলো সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’
সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, ‘বিচার প্রক্রিয়া এখনো সেকেলে রয়ে গেছে। বিচার প্রক্রিয়াকে আধুনিকায়ন করতে সমনজারি এখন থেকে টেলিফোন, মেসেজ কিংবা অন্য আধুনিক যে প্রযুক্তি রয়েছে তার মাধ্যমে করা যাবে। ফাঁসিয়ে দেওয়ার জন্য যে ভুয়া মামলা করা হলে আগে ২০ হাজার টাকা আর্থিক দণ্ড ছিল সেটি বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করা হয়েছে।’

বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের আলোকে সিভিল প্রসিডিউর কোড (সিপিসি) বা দেওয়ানি কার্যবিধি সংশোধনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে টেলিফোন ও এসএমএসসহ যোগাযোগের আধুনিক পদ্ধতিতে সমন জারি করা যাবে। এছাড়া ভুয়া মামলার জরিমানা দ্বিগুণের বেশি বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব নীতিগত সিদ্ধান্ত হয়।
পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তাঁর সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশন দেওয়ানি কার্যবিধি বা সিপিসিতে কিছু কিছু পরিবর্তন আনার সুপারিশ করেছিল। তারই আলোকে ব্রিটিশ সরকারের সময়ে প্রণীত সিপিসিতে কিছু পরিবর্তন আনার জন্য নীতিগত অনুমোদন হয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, সিভিল প্রসিডিউর কোর্টে কিছু কিছু পরিবর্তন আনবার জন্য সুপারিশ করেছিলেন। ব্রিটিশ সরকারের সময়ে প্রণীত সিপিসির কিছু কিছু সংশোধন নীতিগতভাবে অনুমোদন করা হয়।
এই উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে একটা কথা আছে— কারো সঙ্গে শত্রুতা করতে গেলে একটা ল্যান্ড মামলা (ভূমিসংক্রান্ত মামলা) জুড়ে দাও, তিন জেনারেশনে সে মামলা শেষ হবে না। কিন্তু তিন জেনারেশন যেন না লাগে, এক জেনারেশনেই যেন মামলা শেষ হয় সেজন্য সিপিসিতে কিছু সংশোধনী আনা হয়েছে। যাতে করে যারা বিচারপ্রার্থী তাদের সময় কম লাগে, তাদের টাকা কম লাগে। আমরা যারা যারা উকিল আছি নানান অজুহাতে বিভিন্ন সময়ে সময় নিয়ে মামলার প্রক্রিয়া বিলম্বিত করি, সেটা যেন আর না হয়, সেরকম কতগুলো সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’
সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, ‘বিচার প্রক্রিয়া এখনো সেকেলে রয়ে গেছে। বিচার প্রক্রিয়াকে আধুনিকায়ন করতে সমনজারি এখন থেকে টেলিফোন, মেসেজ কিংবা অন্য আধুনিক যে প্রযুক্তি রয়েছে তার মাধ্যমে করা যাবে। ফাঁসিয়ে দেওয়ার জন্য যে ভুয়া মামলা করা হলে আগে ২০ হাজার টাকা আর্থিক দণ্ড ছিল সেটি বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করা হয়েছে।’

ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে গানম্যান (অস্ত্রধারী দেহরক্ষী) পাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তাঁর বাসভবনের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হবে।
২৬ মিনিট আগে
২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ১ মাস থেকে ১৭ বছর বয়সী মোট ১০০৮ জন শিশু নিহত হয়েছে। সড়ক ও সড়ক পরিবহন ব্যবস্থার দুর্বলতা এবং ট্রাফিক আইন বিষয়ে সচেতনতার অভাবকে এই মৃত্যুর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
১ ঘণ্টা আগে
উত্তরা টঙ্গী ব্রিজের কাছে একটি শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হওয়ায় উত্তরাসহ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ৫৩ জন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) শুনানির চতুর্থ দিন শেষে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীদের মধ্যে ব
২ ঘণ্টা আগে