দেওয়ানি কার্যবিধি সংশোধন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের আলোকে সিভিল প্রসিডিউর কোড (সিপিসি) বা দেওয়ানি কার্যবিধি সংশোধনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে টেলিফোন ও এসএমএসসহ যোগাযোগের আধুনিক পদ্ধতিতে সমন জারি করা যাবে। এছাড়া ভুয়া মামলার জরিমানা দ্বিগুণের বেশি বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব নীতিগত সিদ্ধান্ত হয়।
পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তাঁর সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশন দেওয়ানি কার্যবিধি বা সিপিসিতে কিছু কিছু পরিবর্তন আনার সুপারিশ করেছিল। তারই আলোকে ব্রিটিশ সরকারের সময়ে প্রণীত সিপিসিতে কিছু পরিবর্তন আনার জন্য নীতিগত অনুমোদন হয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, সিভিল প্রসিডিউর কোর্টে কিছু কিছু পরিবর্তন আনবার জন্য সুপারিশ করেছিলেন। ব্রিটিশ সরকারের সময়ে প্রণীত সিপিসির কিছু কিছু সংশোধন নীতিগতভাবে অনুমোদন করা হয়।
এই উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে একটা কথা আছে— কারো সঙ্গে শত্রুতা করতে গেলে একটা ল্যান্ড মামলা (ভূমিসংক্রান্ত মামলা) জুড়ে দাও, তিন জেনারেশনে সে মামলা শেষ হবে না। কিন্তু তিন জেনারেশন যেন না লাগে, এক জেনারেশনেই যেন মামলা শেষ হয় সেজন্য সিপিসিতে কিছু সংশোধনী আনা হয়েছে। যাতে করে যারা বিচারপ্রার্থী তাদের সময় কম লাগে, তাদের টাকা কম লাগে। আমরা যারা যারা উকিল আছি নানান অজুহাতে বিভিন্ন সময়ে সময় নিয়ে মামলার প্রক্রিয়া বিলম্বিত করি, সেটা যেন আর না হয়, সেরকম কতগুলো সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’
সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, ‘বিচার প্রক্রিয়া এখনো সেকেলে রয়ে গেছে। বিচার প্রক্রিয়াকে আধুনিকায়ন করতে সমনজারি এখন থেকে টেলিফোন, মেসেজ কিংবা অন্য আধুনিক যে প্রযুক্তি রয়েছে তার মাধ্যমে করা যাবে। ফাঁসিয়ে দেওয়ার জন্য যে ভুয়া মামলা করা হলে আগে ২০ হাজার টাকা আর্থিক দণ্ড ছিল সেটি বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করা হয়েছে।’

বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের আলোকে সিভিল প্রসিডিউর কোড (সিপিসি) বা দেওয়ানি কার্যবিধি সংশোধনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে টেলিফোন ও এসএমএসসহ যোগাযোগের আধুনিক পদ্ধতিতে সমন জারি করা যাবে। এছাড়া ভুয়া মামলার জরিমানা দ্বিগুণের বেশি বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব নীতিগত সিদ্ধান্ত হয়।
পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তাঁর সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশন দেওয়ানি কার্যবিধি বা সিপিসিতে কিছু কিছু পরিবর্তন আনার সুপারিশ করেছিল। তারই আলোকে ব্রিটিশ সরকারের সময়ে প্রণীত সিপিসিতে কিছু পরিবর্তন আনার জন্য নীতিগত অনুমোদন হয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, সিভিল প্রসিডিউর কোর্টে কিছু কিছু পরিবর্তন আনবার জন্য সুপারিশ করেছিলেন। ব্রিটিশ সরকারের সময়ে প্রণীত সিপিসির কিছু কিছু সংশোধন নীতিগতভাবে অনুমোদন করা হয়।
এই উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে একটা কথা আছে— কারো সঙ্গে শত্রুতা করতে গেলে একটা ল্যান্ড মামলা (ভূমিসংক্রান্ত মামলা) জুড়ে দাও, তিন জেনারেশনে সে মামলা শেষ হবে না। কিন্তু তিন জেনারেশন যেন না লাগে, এক জেনারেশনেই যেন মামলা শেষ হয় সেজন্য সিপিসিতে কিছু সংশোধনী আনা হয়েছে। যাতে করে যারা বিচারপ্রার্থী তাদের সময় কম লাগে, তাদের টাকা কম লাগে। আমরা যারা যারা উকিল আছি নানান অজুহাতে বিভিন্ন সময়ে সময় নিয়ে মামলার প্রক্রিয়া বিলম্বিত করি, সেটা যেন আর না হয়, সেরকম কতগুলো সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’
সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, ‘বিচার প্রক্রিয়া এখনো সেকেলে রয়ে গেছে। বিচার প্রক্রিয়াকে আধুনিকায়ন করতে সমনজারি এখন থেকে টেলিফোন, মেসেজ কিংবা অন্য আধুনিক যে প্রযুক্তি রয়েছে তার মাধ্যমে করা যাবে। ফাঁসিয়ে দেওয়ার জন্য যে ভুয়া মামলা করা হলে আগে ২০ হাজার টাকা আর্থিক দণ্ড ছিল সেটি বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করা হয়েছে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রেখে অতীতের বিতর্কিত ভাবমূর্তি কাটিয়ে উঠতে চায় পুলিশ। কিন্তু ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কি না, তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি-শঙ্কা।
৪ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যাতে আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সোমবার জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
৬ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি কয়েকটি শর্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে