নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা।
এর আগে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে বেলা ২টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলও অংশ নেন। ইইউ প্রতিনিধিদলে ছিলেন চারজন।
এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই চলে যান ইইউ প্রতিনিধিদলের সদস্যরা। পরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনকালীন আমাদের আরপিও, ফৌজদারি ও দেওয়ানি আইন এবং নাগরিকের অধিকার সম্পর্কে জানতে চেয়েছেন তাঁরা। জানতে চেয়েছেন এই আইনগুলো কীভাবে প্রয়োগ হয়।’ তাঁরা ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কিছু বলেছেন কি না জানতে চাইলে তিনি ‘না’ সূচক জবাব দিয়ে বলেন, ‘আমার সঙ্গে শুধু এই আইনগুলো সম্পর্কে বলেছেন।’
বৈঠক চলাকালীন এবং প্রতিনিধিদল বের হয়ে যাওয়ার সময় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। প্রতিনিধিদল বের হয়ে চলে যাওয়ার সময় বিক্ষোভের কারণে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। এ সময় আইনজীবীরা ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর হাসিনা’, ‘উই ওয়ান্ট কেয়ারটেকার, নো মোর হাসিনা’, ‘উই ওয়ান্ট ফ্রি ফেয়ার ইলেকশন, ডিএসএ ইজ আ ব্ল্যাক ল’ ইত্যাদি স্লোগান দেন। তখন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরীসহ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রতিনিধিদলকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন। পরে প্রতিনিধিদলের গাড়ির চারপাশ ঘিরে বিক্ষোভ করতে করতে সুপ্রিম কোর্টের গেট পর্যন্ত যান বিএনপিপন্থী আইনজীবীরা।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা।
এর আগে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে বেলা ২টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলও অংশ নেন। ইইউ প্রতিনিধিদলে ছিলেন চারজন।
এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই চলে যান ইইউ প্রতিনিধিদলের সদস্যরা। পরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনকালীন আমাদের আরপিও, ফৌজদারি ও দেওয়ানি আইন এবং নাগরিকের অধিকার সম্পর্কে জানতে চেয়েছেন তাঁরা। জানতে চেয়েছেন এই আইনগুলো কীভাবে প্রয়োগ হয়।’ তাঁরা ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কিছু বলেছেন কি না জানতে চাইলে তিনি ‘না’ সূচক জবাব দিয়ে বলেন, ‘আমার সঙ্গে শুধু এই আইনগুলো সম্পর্কে বলেছেন।’
বৈঠক চলাকালীন এবং প্রতিনিধিদল বের হয়ে যাওয়ার সময় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। প্রতিনিধিদল বের হয়ে চলে যাওয়ার সময় বিক্ষোভের কারণে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। এ সময় আইনজীবীরা ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর হাসিনা’, ‘উই ওয়ান্ট কেয়ারটেকার, নো মোর হাসিনা’, ‘উই ওয়ান্ট ফ্রি ফেয়ার ইলেকশন, ডিএসএ ইজ আ ব্ল্যাক ল’ ইত্যাদি স্লোগান দেন। তখন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরীসহ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রতিনিধিদলকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন। পরে প্রতিনিধিদলের গাড়ির চারপাশ ঘিরে বিক্ষোভ করতে করতে সুপ্রিম কোর্টের গেট পর্যন্ত যান বিএনপিপন্থী আইনজীবীরা।

আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মুসলিম বিশ্বের ঐক্য সুসংহত করার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বিশেষ অধিবেশনে সোমালিয়ার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ।
২০ মিনিট আগে
আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
৯ ঘণ্টা আগে