আজকের পত্রিকা ডেস্ক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলামকে বিদেশে যেতে দেওয়া হয়নি। কানাডার ফ্লাইট ধরতে আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যান। কিন্তু তাঁকে ফেরত পাঠানো হয়। এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান গোলাম রসুল।
তিনি আজকের পত্রিকাকে বলেন, বিজিবির সাবেক ডিজি মইনুল ইসলাম কানাডা যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। তাঁকে বলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ড তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে, তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে। তাঁকে আটক করা হয়নি।
বিমানবন্দর সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কানাডা যাওয়ার জন্য বিজিবি সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম, তার স্ত্রী ও সন্তান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখানে তাঁকে থামান ইমিগ্রেশন পুলিশ। পরে তাঁকে পিলখানা হত্যাকাণ্ড তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে, তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে অনুরোধ করা হয়। এরপর তার স্ত্রী সন্তান নির্ধারিত ফ্লাইটে কানাডার উদ্দেশে রওয়ানা দেন। আর বিজিবি সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম বাসায় চলে যান।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর (নতুন নাম বিজিবি) বিদ্রোহ ও পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ সেনা কর্মকর্তা এবং বেসামরিক লোকসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনার পর ২৮ ফেব্রুয়ারি বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান তৎকালীন মেজর জেনারেল মইনুল ইসলাম।
তিনি মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর বাহিনীটির ইউনিফর্ম পরিবর্তন হয় এবং সীমান্ত বাহিনীতে যোগ করা হয় একটি গোয়েন্দা ইউনিট। পরে তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয় এবং সেনাবাহিনী সদর দপ্তরে জেনারেল স্টাফ করা হয়।
২০১৫ সালের জুলাইয়ে তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হন। পরের বছর ফেব্রুয়ারিতে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। বিজিবির মহাপরিচালক পদে যোগদানের আগে তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজ বাংলাদেশের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
লেফটেন্যান্ট জেনারেল মোঃ মইনুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের ভাই।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলামকে বিদেশে যেতে দেওয়া হয়নি। কানাডার ফ্লাইট ধরতে আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যান। কিন্তু তাঁকে ফেরত পাঠানো হয়। এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান গোলাম রসুল।
তিনি আজকের পত্রিকাকে বলেন, বিজিবির সাবেক ডিজি মইনুল ইসলাম কানাডা যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। তাঁকে বলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ড তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে, তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে। তাঁকে আটক করা হয়নি।
বিমানবন্দর সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কানাডা যাওয়ার জন্য বিজিবি সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম, তার স্ত্রী ও সন্তান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখানে তাঁকে থামান ইমিগ্রেশন পুলিশ। পরে তাঁকে পিলখানা হত্যাকাণ্ড তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে, তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে অনুরোধ করা হয়। এরপর তার স্ত্রী সন্তান নির্ধারিত ফ্লাইটে কানাডার উদ্দেশে রওয়ানা দেন। আর বিজিবি সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম বাসায় চলে যান।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর (নতুন নাম বিজিবি) বিদ্রোহ ও পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ সেনা কর্মকর্তা এবং বেসামরিক লোকসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনার পর ২৮ ফেব্রুয়ারি বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান তৎকালীন মেজর জেনারেল মইনুল ইসলাম।
তিনি মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর বাহিনীটির ইউনিফর্ম পরিবর্তন হয় এবং সীমান্ত বাহিনীতে যোগ করা হয় একটি গোয়েন্দা ইউনিট। পরে তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয় এবং সেনাবাহিনী সদর দপ্তরে জেনারেল স্টাফ করা হয়।
২০১৫ সালের জুলাইয়ে তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হন। পরের বছর ফেব্রুয়ারিতে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। বিজিবির মহাপরিচালক পদে যোগদানের আগে তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজ বাংলাদেশের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
লেফটেন্যান্ট জেনারেল মোঃ মইনুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের ভাই।

রাষ্ট্রীয়ভাবে তামাকমুক্ত ভবিষ্যতের পক্ষে অবস্থান নেওয়া হলেও নামমাত্র বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির যুক্তিতে দেশে তামাকজাতীয় পণ্য ‘নিকোটিন পাউচ’ উৎপাদনের ছাড়পত্র দেওয়া হয়েছে। এর কারখানার অনুমোদন দেওয়া হলে তা প্রচলিত আইন ও সরকারের ঘোষিত নীতির সঙ্গে সাংঘর্ষিক হবে বলে আগে থেকেই সতর্ক করে...
৮ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
৮ ঘণ্টা আগে
ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। সেইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত।
১০ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে বর্তমানে আলোচনা...
১০ ঘণ্টা আগে