আজকের পত্রিকা ডেস্ক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলামকে বিদেশে যেতে দেওয়া হয়নি। কানাডার ফ্লাইট ধরতে আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যান। কিন্তু তাঁকে ফেরত পাঠানো হয়। এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান গোলাম রসুল।
তিনি আজকের পত্রিকাকে বলেন, বিজিবির সাবেক ডিজি মইনুল ইসলাম কানাডা যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। তাঁকে বলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ড তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে, তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে। তাঁকে আটক করা হয়নি।
বিমানবন্দর সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কানাডা যাওয়ার জন্য বিজিবি সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম, তার স্ত্রী ও সন্তান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখানে তাঁকে থামান ইমিগ্রেশন পুলিশ। পরে তাঁকে পিলখানা হত্যাকাণ্ড তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে, তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে অনুরোধ করা হয়। এরপর তার স্ত্রী সন্তান নির্ধারিত ফ্লাইটে কানাডার উদ্দেশে রওয়ানা দেন। আর বিজিবি সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম বাসায় চলে যান।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর (নতুন নাম বিজিবি) বিদ্রোহ ও পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ সেনা কর্মকর্তা এবং বেসামরিক লোকসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনার পর ২৮ ফেব্রুয়ারি বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান তৎকালীন মেজর জেনারেল মইনুল ইসলাম।
তিনি মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর বাহিনীটির ইউনিফর্ম পরিবর্তন হয় এবং সীমান্ত বাহিনীতে যোগ করা হয় একটি গোয়েন্দা ইউনিট। পরে তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয় এবং সেনাবাহিনী সদর দপ্তরে জেনারেল স্টাফ করা হয়।
২০১৫ সালের জুলাইয়ে তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হন। পরের বছর ফেব্রুয়ারিতে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। বিজিবির মহাপরিচালক পদে যোগদানের আগে তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজ বাংলাদেশের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
লেফটেন্যান্ট জেনারেল মোঃ মইনুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের ভাই।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলামকে বিদেশে যেতে দেওয়া হয়নি। কানাডার ফ্লাইট ধরতে আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যান। কিন্তু তাঁকে ফেরত পাঠানো হয়। এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান গোলাম রসুল।
তিনি আজকের পত্রিকাকে বলেন, বিজিবির সাবেক ডিজি মইনুল ইসলাম কানাডা যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। তাঁকে বলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ড তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে, তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে। তাঁকে আটক করা হয়নি।
বিমানবন্দর সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কানাডা যাওয়ার জন্য বিজিবি সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম, তার স্ত্রী ও সন্তান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখানে তাঁকে থামান ইমিগ্রেশন পুলিশ। পরে তাঁকে পিলখানা হত্যাকাণ্ড তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে, তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে অনুরোধ করা হয়। এরপর তার স্ত্রী সন্তান নির্ধারিত ফ্লাইটে কানাডার উদ্দেশে রওয়ানা দেন। আর বিজিবি সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম বাসায় চলে যান।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর (নতুন নাম বিজিবি) বিদ্রোহ ও পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ সেনা কর্মকর্তা এবং বেসামরিক লোকসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনার পর ২৮ ফেব্রুয়ারি বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান তৎকালীন মেজর জেনারেল মইনুল ইসলাম।
তিনি মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর বাহিনীটির ইউনিফর্ম পরিবর্তন হয় এবং সীমান্ত বাহিনীতে যোগ করা হয় একটি গোয়েন্দা ইউনিট। পরে তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয় এবং সেনাবাহিনী সদর দপ্তরে জেনারেল স্টাফ করা হয়।
২০১৫ সালের জুলাইয়ে তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হন। পরের বছর ফেব্রুয়ারিতে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। বিজিবির মহাপরিচালক পদে যোগদানের আগে তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজ বাংলাদেশের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
লেফটেন্যান্ট জেনারেল মোঃ মইনুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের ভাই।

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
২৮ মিনিট আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
৪৪ মিনিট আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
২ ঘণ্টা আগে