নিজস্ব প্রতিবেদক

ঢাকা: দ্বিতীয় দফায় উপহারস্বরূপ বাংলাদেশকে আরও ৬ লাখ টিকা দিচ্ছে চীন। আগামী ১৩ জুন উপহারের এ টিকা ঢাকায় পৌঁছাবে।
ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান নিজের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হুয়ালং ইয়ান লিখেন, আগামী ১৩ জুন দ্বিতীয় ধাপে বাংলাদেশ সরকারকে ৬ লাখ ডোজ টিকা উপহার দেওয়ার প্রস্তুতি নিয়েছে চীন।
এর আগে গত ১২ মে প্রথম দফায় বাংলাদেশকে ৫ লাখ ডোজ টিকা উপহার পাঠায় চীন সরকার। যা গত ২৫ মে প্রয়োগ শুরু হয়। পরীক্ষামূলকভাবে প্রথম দিন ৫০১ জন মেডিকেল শিক্ষার্থীর শরীরে প্রয়োগ করা হয়েছে। যারা বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন।
পরে ২১ মে চীনা দূতাবাস জানায়, দেশটির স্টেট কাউন্সিল এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ফোনে কথা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের। যেখানে তাঁরা বন্ধুত্বস্বরূপ দ্বিতীয় দফায় বাংলাদেশকে ৬ লাখ ডোজ টিকা দিচ্ছে বলে জানানো হয়।
চীনের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের চলমান করোনা পরিস্থিতি চীন সরকারের জানা। এমন সংকটে সহযোগিতার হাত বাড়িয়েছে তারা। বন্ধুত্বের নমুনাস্বরূপ তারা চাহিদা অনুযায়ী সামনে আরও টিকা দেবে বলেও জানায়।
বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত চাহিদা অনুযায়ী টিকা দেওয়ার আশ্বাসও দিয়েছে দেশটি।
এদিকে চীন থেকে দেড় কোটি টিকা কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পথে দাম প্রকাশ হওয়া নিয়ে ঢাকা–বেইজিং কিছুটা মনোমালিন্যের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে ক্ষমা চেয়ে চিঠিও পাঠানো হয়েছে। আগের দামেই যাতে টিকা পাওয়া যায় সেই প্রচেষ্টা চালাচ্ছে সরকার। চুক্তি হলে চলতি মাসেই দেশটি থেকে ৫০ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। বাকি ১ কোটি জুলাই ও আগস্টে আসবে।

ঢাকা: দ্বিতীয় দফায় উপহারস্বরূপ বাংলাদেশকে আরও ৬ লাখ টিকা দিচ্ছে চীন। আগামী ১৩ জুন উপহারের এ টিকা ঢাকায় পৌঁছাবে।
ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান নিজের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হুয়ালং ইয়ান লিখেন, আগামী ১৩ জুন দ্বিতীয় ধাপে বাংলাদেশ সরকারকে ৬ লাখ ডোজ টিকা উপহার দেওয়ার প্রস্তুতি নিয়েছে চীন।
এর আগে গত ১২ মে প্রথম দফায় বাংলাদেশকে ৫ লাখ ডোজ টিকা উপহার পাঠায় চীন সরকার। যা গত ২৫ মে প্রয়োগ শুরু হয়। পরীক্ষামূলকভাবে প্রথম দিন ৫০১ জন মেডিকেল শিক্ষার্থীর শরীরে প্রয়োগ করা হয়েছে। যারা বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন।
পরে ২১ মে চীনা দূতাবাস জানায়, দেশটির স্টেট কাউন্সিল এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ফোনে কথা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের। যেখানে তাঁরা বন্ধুত্বস্বরূপ দ্বিতীয় দফায় বাংলাদেশকে ৬ লাখ ডোজ টিকা দিচ্ছে বলে জানানো হয়।
চীনের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের চলমান করোনা পরিস্থিতি চীন সরকারের জানা। এমন সংকটে সহযোগিতার হাত বাড়িয়েছে তারা। বন্ধুত্বের নমুনাস্বরূপ তারা চাহিদা অনুযায়ী সামনে আরও টিকা দেবে বলেও জানায়।
বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত চাহিদা অনুযায়ী টিকা দেওয়ার আশ্বাসও দিয়েছে দেশটি।
এদিকে চীন থেকে দেড় কোটি টিকা কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পথে দাম প্রকাশ হওয়া নিয়ে ঢাকা–বেইজিং কিছুটা মনোমালিন্যের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে ক্ষমা চেয়ে চিঠিও পাঠানো হয়েছে। আগের দামেই যাতে টিকা পাওয়া যায় সেই প্রচেষ্টা চালাচ্ছে সরকার। চুক্তি হলে চলতি মাসেই দেশটি থেকে ৫০ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। বাকি ১ কোটি জুলাই ও আগস্টে আসবে।

একেএম ফজলুল হক বলেন, ‘আমার প্রতি বৈষম্য হয়েছে। বিএনপির অনেক প্রার্থীকে দ্বৈত নাগরিকত্বের কাগজপত্র জমা না করেও মনোনয়নপত্র বৈধ করেছে। রিটার্নিং অফিসারের মতো নির্বাচন কমিশনও আমার প্রার্থিতা দেয়নি। এখন আইনজীবীর সঙ্গে কথা বলে আদালতে যাওয়ার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেব।’
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।
১ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এসব কর্মসূচিতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের আয়োজন করছে বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং ইমাম ও ধর্মীয় নেতাদের প্রশিক্ষণের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন।
১ ঘণ্টা আগে
আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মুসলিম বিশ্বের ঐক্য সুসংহত করার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বিশেষ অধিবেশনে সোমালিয়ার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে