নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশের অবস্থান প্রথম বলে জানিয়েছেন ঢাকায় দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা।
আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর ঢাকা গ্যালারিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সামাজিক সংগঠন সম্প্রীতি বাংলাদেশ আলোচনা সভাটির আয়োজন করে।
হাইকমিশনার বলেন, ‘প্রতিবেশী রাষ্ট্রগুলোকে সহায়তা দেওয়া ভারতের নীতি। আর প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে ভারতের অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশের অবস্থান প্রথম।’
বাংলাদেশকে ভারতের সবচেয়ে বিশ্বস্ত অংশীদার উল্লেখ করে প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশকে উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে দুই দেশের নেতাদের দৃঢ় অঙ্গীকার রয়েছে।
হাইকমিশনার বলেন, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের দীর্ঘপথ চলায় দুই দেশ আজ বিশ্বে উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত। মহামারি, সন্ত্রাস ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশ বিশ্বমঞ্চে একত্রে কাজ করছে। জাতীয় উন্নয়নের মাধ্যমে দুই দেশ অর্থনীতি, সমাজ ও জনগণের মধ্যে সুদৃঢ় যোগসূত্র স্থাপন করতে চায়।
শহীদ বুদ্ধিজীবী দিবসকে শোকের দিন অভিহিত করে প্রণয় ভার্মা বলেন, বুদ্ধিজীবীদের আত্মদান বৃথা যায়নি। সার্বভৌমত্ব অর্জনের পর থেকে বাংলাদেশ এগিয়ে চলেছে। বাংলাদেশের স্বাধীনতার জন্য ৫২ বছর আগে তাঁদের অকুতোভয় আত্মত্যাগ চির-অমর হয়ে থাকবে।
সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল, নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার ও সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলসহ অন্যরা।

ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশের অবস্থান প্রথম বলে জানিয়েছেন ঢাকায় দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা।
আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর ঢাকা গ্যালারিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সামাজিক সংগঠন সম্প্রীতি বাংলাদেশ আলোচনা সভাটির আয়োজন করে।
হাইকমিশনার বলেন, ‘প্রতিবেশী রাষ্ট্রগুলোকে সহায়তা দেওয়া ভারতের নীতি। আর প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে ভারতের অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশের অবস্থান প্রথম।’
বাংলাদেশকে ভারতের সবচেয়ে বিশ্বস্ত অংশীদার উল্লেখ করে প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশকে উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে দুই দেশের নেতাদের দৃঢ় অঙ্গীকার রয়েছে।
হাইকমিশনার বলেন, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের দীর্ঘপথ চলায় দুই দেশ আজ বিশ্বে উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত। মহামারি, সন্ত্রাস ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশ বিশ্বমঞ্চে একত্রে কাজ করছে। জাতীয় উন্নয়নের মাধ্যমে দুই দেশ অর্থনীতি, সমাজ ও জনগণের মধ্যে সুদৃঢ় যোগসূত্র স্থাপন করতে চায়।
শহীদ বুদ্ধিজীবী দিবসকে শোকের দিন অভিহিত করে প্রণয় ভার্মা বলেন, বুদ্ধিজীবীদের আত্মদান বৃথা যায়নি। সার্বভৌমত্ব অর্জনের পর থেকে বাংলাদেশ এগিয়ে চলেছে। বাংলাদেশের স্বাধীনতার জন্য ৫২ বছর আগে তাঁদের অকুতোভয় আত্মত্যাগ চির-অমর হয়ে থাকবে।
সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল, নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার ও সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলসহ অন্যরা।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রেখে অতীতের বিতর্কিত ভাবমূর্তি কাটিয়ে উঠতে চায় পুলিশ। কিন্তু ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কি না, তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি-শঙ্কা।
১২ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যাতে আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সোমবার জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
১২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
১৩ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি কয়েকটি শর্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
১৪ ঘণ্টা আগে