ফিচার ডেস্ক

নবদম্পতিদের মধুচন্দ্রিমার জন্য আদর্শ জায়গা নির্বাচন করা অনেক সময় বিয়ের স্থান নির্বাচনের চেয়ে জটিল বিষয় হয়ে দাঁড়ায়। এর সমাধান দিয়েছে ভ্রমণবিষয়ক বিখ্যাত প্রতিষ্ঠান ট্রিপ অ্যাডভাইজার ইনকরপোরেশন। প্রতিষ্ঠানটি সম্প্রতি প্রকাশ করেছে এই বছরের সেরা পাঁচটি হানিমুন স্পটের তালিকা।
মরিশাস
এ বছর মধুচন্দ্রিমার শীর্ষ গন্তব্য মরিশাস। এটি মূলত ভারত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র। এর চমৎকার সৈকত এবং বিলাসবহুল রিসোর্ট যেকোনো ভ্রমণকারীকে আকর্ষণ করে। রোমান্টিক ভ্রমণের জন্য এখানকার জনপ্রিয় জায়গা লা মর্ন ব্রাবান্ট পর্বতের পাদদেশে অবস্থিত লা মর্ন সৈকত। সেখান থেকে সুন্দর সূর্যাস্ত উপভোগ করা যায়। এটি ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। যাঁরা রংধনুর সাত রং মাটিতেই দেখতে চান, তাঁরা চলে যেতে পারেন দক্ষিণ-পশ্চিম মরিশাসের চামারেলে। গলফপ্রেমী দম্পতিরা যেতে পারেন গলফের স্বর্গরাজ্য ইলে অক্স সার্ফস গলফ ক্লাবে। মরিশাসের পূর্ব উপকূলে অবস্থিত এই ক্লাব বিখ্যাত গলফ চ্যাম্পিয়ন বার্নহার্ড ল্যাঙ্গার ডিজাইন করেছেন।
বালি, ইন্দোনেশিয়া
তালিকার দ্বিতীয় স্থানে আছে ইন্দোনেশিয়ার বালি। জায়গাটিকে গত বছর আমেরিকান ম্যাগাজিন ‘কন্ডে নাস্ট ট্রাভেলার’ রিডার্স চয়েস অ্যাওয়ার্ডে এশিয়ার সবচেয়ে সুন্দর দ্বীপ হিসেবে মনোনীত করেছিল। গত বছর দ্বীপটিতে বিদেশি পর্যটকের সমাগম ঘটেছিল ৬ দশমিক ৩ মিলিয়ন। এ বছর তারা লক্ষ্য নির্ধারণ করেছে ৬ দশমিক ৫ মিলিয়ন পর্যটকের। বালি হানিমুন দম্পতিদের কাছে আদর্শ গন্তব্য। এখানে রয়েছে জঙ্গল, আগ্নেয়গিরি ও সৈকত। বালির সবচেয়ে জনপ্রিয় স্থান লেম্পুয়াং মন্দির। এটি গেট অব হ্যাভেন বা স্বর্গের দরজা নামে পরিচিত। এ ছাড়া ইন্দোনেশিয়ার বালি দ্বীপের দীর্ঘতম নদী আয়ুং হোয়াইট ওয়াটার র্যাফটিংয়ের জন্য বিখ্যাত।
মালদ্বীপ
বিলাসিতা এবং সৌন্দর্যের প্রতীক মালদ্বীপ। স্বচ্ছ নীল পানি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জনপ্রিয় এই দ্বীপদেশ। এখানে দম্পতিরা ওপেন ওয়াটার বাংলো এবং সূর্যাস্ত উপভোগ করতে যান। মালদ্বীপের প্রতিটি দ্বীপ আলাদা সৌন্দর্য নিয়ে গড়ে উঠেছে। দেশটিতে আছে ওয়াটার ভিলা, পানির নিচের এবং ওপরের বিভিন্ন রোমাঞ্চকর আয়োজন। আছে ব্যক্তিগত বিচ নিয়ে থাকার সুবিধা। এ ছাড়া আছে হোয়েল সাবমেরিনে সমুদ্রের তলদেশের দৃশ্য উপভোগের সুযোগ এবং ব্যানানা রিফের ডাইভিং স্পট।
হোই আন, ভিয়েতনাম
ভিয়েতনামের হোই আন শহরটি একসময় বাণিজ্য বন্দর ছিল। এখানকার সমৃদ্ধ বণিক বাড়ি, আইকনিক ল্যান্ডমার্ক, ফানুস আলোকিত সন্ধ্যা পর্যটকদের আকর্ষণ করে। দম্পতিরা এখানকার থু বন নদীতে ভ্রমণ করতে পারেন। নাইট মার্কেটে ভিয়েতনামের স্ট্রিট ফুড উপভোগ করা যেতে পারে। এ ছাড়া এই মার্কেটে স্থানীয় হস্তশিল্প পাওয়া যায়।
ফুকেট, থাইল্যান্ড
ফুকেটের বড় সৈকতগুলোর একটি ফুকেট বিচ। সমুদ্রের স্বচ্ছ পানি আর চকচকে বালু মিলে সেখানে তৈরি হয় এক মায়াবী পরিবেশ। ফুকেটে সান বাথ, স্নোরকেলিং, সাঁতার, জেট স্কাইং, হবি ক্যাট সেইলিং, প্যারাসেলিং এবং বানানা বোটে চমৎকার অভিজ্ঞতা নিতে পারেন দম্পতিরা।

নবদম্পতিদের মধুচন্দ্রিমার জন্য আদর্শ জায়গা নির্বাচন করা অনেক সময় বিয়ের স্থান নির্বাচনের চেয়ে জটিল বিষয় হয়ে দাঁড়ায়। এর সমাধান দিয়েছে ভ্রমণবিষয়ক বিখ্যাত প্রতিষ্ঠান ট্রিপ অ্যাডভাইজার ইনকরপোরেশন। প্রতিষ্ঠানটি সম্প্রতি প্রকাশ করেছে এই বছরের সেরা পাঁচটি হানিমুন স্পটের তালিকা।
মরিশাস
এ বছর মধুচন্দ্রিমার শীর্ষ গন্তব্য মরিশাস। এটি মূলত ভারত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র। এর চমৎকার সৈকত এবং বিলাসবহুল রিসোর্ট যেকোনো ভ্রমণকারীকে আকর্ষণ করে। রোমান্টিক ভ্রমণের জন্য এখানকার জনপ্রিয় জায়গা লা মর্ন ব্রাবান্ট পর্বতের পাদদেশে অবস্থিত লা মর্ন সৈকত। সেখান থেকে সুন্দর সূর্যাস্ত উপভোগ করা যায়। এটি ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। যাঁরা রংধনুর সাত রং মাটিতেই দেখতে চান, তাঁরা চলে যেতে পারেন দক্ষিণ-পশ্চিম মরিশাসের চামারেলে। গলফপ্রেমী দম্পতিরা যেতে পারেন গলফের স্বর্গরাজ্য ইলে অক্স সার্ফস গলফ ক্লাবে। মরিশাসের পূর্ব উপকূলে অবস্থিত এই ক্লাব বিখ্যাত গলফ চ্যাম্পিয়ন বার্নহার্ড ল্যাঙ্গার ডিজাইন করেছেন।
বালি, ইন্দোনেশিয়া
তালিকার দ্বিতীয় স্থানে আছে ইন্দোনেশিয়ার বালি। জায়গাটিকে গত বছর আমেরিকান ম্যাগাজিন ‘কন্ডে নাস্ট ট্রাভেলার’ রিডার্স চয়েস অ্যাওয়ার্ডে এশিয়ার সবচেয়ে সুন্দর দ্বীপ হিসেবে মনোনীত করেছিল। গত বছর দ্বীপটিতে বিদেশি পর্যটকের সমাগম ঘটেছিল ৬ দশমিক ৩ মিলিয়ন। এ বছর তারা লক্ষ্য নির্ধারণ করেছে ৬ দশমিক ৫ মিলিয়ন পর্যটকের। বালি হানিমুন দম্পতিদের কাছে আদর্শ গন্তব্য। এখানে রয়েছে জঙ্গল, আগ্নেয়গিরি ও সৈকত। বালির সবচেয়ে জনপ্রিয় স্থান লেম্পুয়াং মন্দির। এটি গেট অব হ্যাভেন বা স্বর্গের দরজা নামে পরিচিত। এ ছাড়া ইন্দোনেশিয়ার বালি দ্বীপের দীর্ঘতম নদী আয়ুং হোয়াইট ওয়াটার র্যাফটিংয়ের জন্য বিখ্যাত।
মালদ্বীপ
বিলাসিতা এবং সৌন্দর্যের প্রতীক মালদ্বীপ। স্বচ্ছ নীল পানি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জনপ্রিয় এই দ্বীপদেশ। এখানে দম্পতিরা ওপেন ওয়াটার বাংলো এবং সূর্যাস্ত উপভোগ করতে যান। মালদ্বীপের প্রতিটি দ্বীপ আলাদা সৌন্দর্য নিয়ে গড়ে উঠেছে। দেশটিতে আছে ওয়াটার ভিলা, পানির নিচের এবং ওপরের বিভিন্ন রোমাঞ্চকর আয়োজন। আছে ব্যক্তিগত বিচ নিয়ে থাকার সুবিধা। এ ছাড়া আছে হোয়েল সাবমেরিনে সমুদ্রের তলদেশের দৃশ্য উপভোগের সুযোগ এবং ব্যানানা রিফের ডাইভিং স্পট।
হোই আন, ভিয়েতনাম
ভিয়েতনামের হোই আন শহরটি একসময় বাণিজ্য বন্দর ছিল। এখানকার সমৃদ্ধ বণিক বাড়ি, আইকনিক ল্যান্ডমার্ক, ফানুস আলোকিত সন্ধ্যা পর্যটকদের আকর্ষণ করে। দম্পতিরা এখানকার থু বন নদীতে ভ্রমণ করতে পারেন। নাইট মার্কেটে ভিয়েতনামের স্ট্রিট ফুড উপভোগ করা যেতে পারে। এ ছাড়া এই মার্কেটে স্থানীয় হস্তশিল্প পাওয়া যায়।
ফুকেট, থাইল্যান্ড
ফুকেটের বড় সৈকতগুলোর একটি ফুকেট বিচ। সমুদ্রের স্বচ্ছ পানি আর চকচকে বালু মিলে সেখানে তৈরি হয় এক মায়াবী পরিবেশ। ফুকেটে সান বাথ, স্নোরকেলিং, সাঁতার, জেট স্কাইং, হবি ক্যাট সেইলিং, প্যারাসেলিং এবং বানানা বোটে চমৎকার অভিজ্ঞতা নিতে পারেন দম্পতিরা।

আজ গিফট গিভিং ডে বা উপহার দেওয়ার দিন। উপহার মানেই আনন্দ। কিন্তু বিশ্বের সব প্রান্তে এই আনন্দের নিয়ম এক নয়। কোথাও ঘড়ি উপহার দেওয়া যেমন মৃত্যুর বার্তা, আবার কোথাও কোনো নির্দিষ্ট সংখ্যাকে অশুভ বলে মনে করা হয়। দেশভেদে উপহার আদান-প্রদানের কিছু বিচিত্র রীতি ও মানা-বারণ আছে, যা আমরা হয়তো অনেকে জানি না...
৯ ঘণ্টা আগে
গয়না শুধু সাজসজ্জার অনুষঙ্গ নয়; বরং এটি রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। ফ্যাশন দুনিয়ার পূর্বাভাস অনুযায়ী, এ বছর গয়নার ডিজাইনে পাথরের ব্যবহারে আসতে চলেছে বড় পরিবর্তন। ২০২৬ সাল হবে হালকা ও শীতল রঙের পাথরের বছর। ফলে এ বছর গয়নার ক্ষেত্রে হালকা রঙের পাথরের চাহিদা বাড়বে। তা ছাড়া কাস্টমাইজেশন বা নিজের...
১২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ঘুরে দেখতে হলে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করতে হবে। এ ক্ষেত্রে পর্যটকদের জন্য স্বস্তির খবর হলো, সিউলের গণপরিবহনব্যবস্থা বিশ্বের সেরা ব্যবস্থাগুলোর একটি। পরিষ্কার, সময়নিষ্ঠ এবং যাত্রীবান্ধব এই নেটওয়ার্ক শহরজুড়ে চলাচলকে সহজ করে তুলেছে...
১৫ ঘণ্টা আগে
বাজারে চুকাই ফুল বা রোজেলা পাওয়া যাচ্ছে। এই ফুল দিয়ে মাছ রান্না করা যায়। এ তথ্য জানেন কি? পুঁটি মাছের চচ্চড়িতে এবার দিয়েই দেখুন, খেতে দারুণ সুস্বাদু। আপনাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৭ ঘণ্টা আগে