সজল জাহিদ

আমাদের দেশের তরুণদের মধ্যে ভ্রমণ সংস্কৃতি গড়ে উঠেছে বেশ ভালোভাবে। দেশে তো বটেই, প্রতিবেশী দেশগুলোতেও তাঁরা ঘুরতে যাচ্ছেন নিয়মিত। তরুণদের বড় সুবিধা হলো, বাজেট ভ্রমণে বা কম টাকায় ভ্রমণে তাঁদের সমস্যা হয় না খুব একটা। একা বা দল বেঁধে ভ্রমণে কিছু ছোট বিষয় বিবেচনায় রাখলে এবং সেই অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে নিরাপদে একেবারে কম টাকায় নতুন নতুন জায়গায় ভ্রমণ করা সম্ভব।
যা করতে হবে
» একা ভ্রমণের ক্ষেত্রে দামি হোটেলে থাকতে গিয়ে পয়সা খরচ করার কোনো দরকার নেই। যেসব জায়গায় রাতে ট্রেন বা বাসে যাওয়ার সুযোগ আছে, সেই সব জায়গায় যেতে রাতের বেলাটা বেছে নিন। তাতে হোটেল খরচ বেঁচে যাবে।
» দামি হোটেলের পাশে খুঁজলে মোটামুটি ভালো মানের কিছুটা কম দামি হোটেল পাওয়া যায়। থাকার জন্য সেগুলোকে বেছে নিতে পারেন।
» ভ্রমণে তিন বেলা না খেয়ে দুই বেলা ভালো খাওয়াকে গুরুত্ব দিন। এর মধ্যে রাতের খাবারকে গুরুত্ব দিন সবচেয়ে বেশি। কারণ, সারা দিন ঘোরাঘুরি করে রাতে ঘুমানো বা নতুন গন্তব্যে যাওয়ার জন্য রাতের খাবার আপনাকে শক্তি জোগাবে। তাই সাধারণত সকাল আর দুপুরের মধ্যবর্তী যেকোনো সময় এবং রাত ৮টার মধ্যে ভালো মানের খাবার খেয়ে নিন। প্রয়োজনে নিজের কাছে কিছু শুকনো খাবার ও পানি রাখুন। সেগুলো বিভিন্ন সময় কাজে দেবে।
» চা বা কফি পানের অভ্যাস যাঁদের, তাঁরা ভ্রমণের সময় মগ, টি-ব্যাগ কিংবা কফি রাখুন সঙ্গে। যেকোনো জায়গায় দোকান থেকে মগে গরম পানি নিয়ে নিজের কাছে থাকা চা বা কফি গুলিয়ে নিলেই হয়ে গেল! এতে কিছু টাকাও বাঁচবে আর খাবার থেকে অসুস্থ হওয়ার আশঙ্কাও থাকবে না।
» দূরের যাত্রা না হলে ভ্রমণকালে নন-এসি এবং স্থানীয় রুটের যানবাহন ব্যবহার করুন। স্থানীয় যানবাহনে সেখানকার মানুষের সঙ্গে ভ্রমণ আপনার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।
লেখক: পর্যটক ও লেখক

আমাদের দেশের তরুণদের মধ্যে ভ্রমণ সংস্কৃতি গড়ে উঠেছে বেশ ভালোভাবে। দেশে তো বটেই, প্রতিবেশী দেশগুলোতেও তাঁরা ঘুরতে যাচ্ছেন নিয়মিত। তরুণদের বড় সুবিধা হলো, বাজেট ভ্রমণে বা কম টাকায় ভ্রমণে তাঁদের সমস্যা হয় না খুব একটা। একা বা দল বেঁধে ভ্রমণে কিছু ছোট বিষয় বিবেচনায় রাখলে এবং সেই অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে নিরাপদে একেবারে কম টাকায় নতুন নতুন জায়গায় ভ্রমণ করা সম্ভব।
যা করতে হবে
» একা ভ্রমণের ক্ষেত্রে দামি হোটেলে থাকতে গিয়ে পয়সা খরচ করার কোনো দরকার নেই। যেসব জায়গায় রাতে ট্রেন বা বাসে যাওয়ার সুযোগ আছে, সেই সব জায়গায় যেতে রাতের বেলাটা বেছে নিন। তাতে হোটেল খরচ বেঁচে যাবে।
» দামি হোটেলের পাশে খুঁজলে মোটামুটি ভালো মানের কিছুটা কম দামি হোটেল পাওয়া যায়। থাকার জন্য সেগুলোকে বেছে নিতে পারেন।
» ভ্রমণে তিন বেলা না খেয়ে দুই বেলা ভালো খাওয়াকে গুরুত্ব দিন। এর মধ্যে রাতের খাবারকে গুরুত্ব দিন সবচেয়ে বেশি। কারণ, সারা দিন ঘোরাঘুরি করে রাতে ঘুমানো বা নতুন গন্তব্যে যাওয়ার জন্য রাতের খাবার আপনাকে শক্তি জোগাবে। তাই সাধারণত সকাল আর দুপুরের মধ্যবর্তী যেকোনো সময় এবং রাত ৮টার মধ্যে ভালো মানের খাবার খেয়ে নিন। প্রয়োজনে নিজের কাছে কিছু শুকনো খাবার ও পানি রাখুন। সেগুলো বিভিন্ন সময় কাজে দেবে।
» চা বা কফি পানের অভ্যাস যাঁদের, তাঁরা ভ্রমণের সময় মগ, টি-ব্যাগ কিংবা কফি রাখুন সঙ্গে। যেকোনো জায়গায় দোকান থেকে মগে গরম পানি নিয়ে নিজের কাছে থাকা চা বা কফি গুলিয়ে নিলেই হয়ে গেল! এতে কিছু টাকাও বাঁচবে আর খাবার থেকে অসুস্থ হওয়ার আশঙ্কাও থাকবে না।
» দূরের যাত্রা না হলে ভ্রমণকালে নন-এসি এবং স্থানীয় রুটের যানবাহন ব্যবহার করুন। স্থানীয় যানবাহনে সেখানকার মানুষের সঙ্গে ভ্রমণ আপনার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।
লেখক: পর্যটক ও লেখক

ভ্রমণ জগতে কত রকমের যে গন্তব্য বা ডেস্টিনেশনের তালিকা হয় বছর ভর, তার হিসাব রাখা সত্যি অসম্ভব। পৃথিবীর সেরা ১০ গন্তব্য কিংবা পৃথিবীর সেরা নিরাপদ শহর বা দেশ অথবা পৃথিবীর সেরা পরিচ্ছন্ন দেশ ইত্যাদির তালিকা হালনাগাদ হতে থাকে বছরভর। বড় বড় প্রতিষ্ঠান এবং পত্রপত্রিকা কিংবা ম্যাগাজিন এসব তালিকা করে থাকে...
১১ ঘণ্টা আগে
বারো মাসই উত্তরবঙ্গের যেকোনো জেলা ভ্রমণের উপযুক্ত সময়। তবে শীতে উত্তরবঙ্গ ভ্রমণে আলাদা অভিজ্ঞতা নেওয়া যায়। যাঁরা শীত উপভোগ করতে চান, তাঁরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত যেতে পারেন। হিমালয়ের কাছাকাছি হওয়ায় পুরো রংপুর বিভাগ অর্থাৎ উত্তরবঙ্গে শীতের প্রকোপ বেশি থাকে।...
১৩ ঘণ্টা আগে
পাখিদের কলরবে মুখরিত চারপাশ। মূল সড়ক থেকেই দেখা যাচ্ছিল পাখিদের। আমরা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে দেখতে লাগলাম পাখিদের কর্ম তৎপরতা। বেশ ভালোই লাগছিল। পকেট থেকে স্মার্টফোন বের করে ছবি তোলার চেষ্টা করলাম। কিন্তু মনমতো ছবি তোলা হলো না। ড্রাইভার বললেন, আরেকটু সামনে গেলে হয়তো আরও পাখির দেখা পাওয়া যাবে...
১৫ ঘণ্টা আগে
পৃথিবী এখন আর দুই বছর আগের মতো নেই। বিভিন্ন দেশে নানা মেরুকরণ চলছে। সেই সঙ্গে একদিকে চলছে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক উত্তেজনা; অন্যদিকে বিভিন্ন দেশে চলছে ভ্রমণ থেকে রাজস্ব আয় বাড়ানোর বিপুল আয়োজন। সে জন্য নতুন করে ভিসা শিথিলসহ বিভিন্ন প্রক্রিয়া চালু করেছে তারা। ফলে নতুন বছরে বিশ্বজুড়ে আন্তর্জাতিক...
১৭ ঘণ্টা আগে