সজল জাহিদ

আমাদের দেশের তরুণদের মধ্যে ভ্রমণ সংস্কৃতি গড়ে উঠেছে বেশ ভালোভাবে। দেশে তো বটেই, প্রতিবেশী দেশগুলোতেও তাঁরা ঘুরতে যাচ্ছেন নিয়মিত। তরুণদের বড় সুবিধা হলো, বাজেট ভ্রমণে বা কম টাকায় ভ্রমণে তাঁদের সমস্যা হয় না খুব একটা। একা বা দল বেঁধে ভ্রমণে কিছু ছোট বিষয় বিবেচনায় রাখলে এবং সেই অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে নিরাপদে একেবারে কম টাকায় নতুন নতুন জায়গায় ভ্রমণ করা সম্ভব।
যা করতে হবে
» একা ভ্রমণের ক্ষেত্রে দামি হোটেলে থাকতে গিয়ে পয়সা খরচ করার কোনো দরকার নেই। যেসব জায়গায় রাতে ট্রেন বা বাসে যাওয়ার সুযোগ আছে, সেই সব জায়গায় যেতে রাতের বেলাটা বেছে নিন। তাতে হোটেল খরচ বেঁচে যাবে।
» দামি হোটেলের পাশে খুঁজলে মোটামুটি ভালো মানের কিছুটা কম দামি হোটেল পাওয়া যায়। থাকার জন্য সেগুলোকে বেছে নিতে পারেন।
» ভ্রমণে তিন বেলা না খেয়ে দুই বেলা ভালো খাওয়াকে গুরুত্ব দিন। এর মধ্যে রাতের খাবারকে গুরুত্ব দিন সবচেয়ে বেশি। কারণ, সারা দিন ঘোরাঘুরি করে রাতে ঘুমানো বা নতুন গন্তব্যে যাওয়ার জন্য রাতের খাবার আপনাকে শক্তি জোগাবে। তাই সাধারণত সকাল আর দুপুরের মধ্যবর্তী যেকোনো সময় এবং রাত ৮টার মধ্যে ভালো মানের খাবার খেয়ে নিন। প্রয়োজনে নিজের কাছে কিছু শুকনো খাবার ও পানি রাখুন। সেগুলো বিভিন্ন সময় কাজে দেবে।
» চা বা কফি পানের অভ্যাস যাঁদের, তাঁরা ভ্রমণের সময় মগ, টি-ব্যাগ কিংবা কফি রাখুন সঙ্গে। যেকোনো জায়গায় দোকান থেকে মগে গরম পানি নিয়ে নিজের কাছে থাকা চা বা কফি গুলিয়ে নিলেই হয়ে গেল! এতে কিছু টাকাও বাঁচবে আর খাবার থেকে অসুস্থ হওয়ার আশঙ্কাও থাকবে না।
» দূরের যাত্রা না হলে ভ্রমণকালে নন-এসি এবং স্থানীয় রুটের যানবাহন ব্যবহার করুন। স্থানীয় যানবাহনে সেখানকার মানুষের সঙ্গে ভ্রমণ আপনার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।
লেখক: পর্যটক ও লেখক

আমাদের দেশের তরুণদের মধ্যে ভ্রমণ সংস্কৃতি গড়ে উঠেছে বেশ ভালোভাবে। দেশে তো বটেই, প্রতিবেশী দেশগুলোতেও তাঁরা ঘুরতে যাচ্ছেন নিয়মিত। তরুণদের বড় সুবিধা হলো, বাজেট ভ্রমণে বা কম টাকায় ভ্রমণে তাঁদের সমস্যা হয় না খুব একটা। একা বা দল বেঁধে ভ্রমণে কিছু ছোট বিষয় বিবেচনায় রাখলে এবং সেই অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে নিরাপদে একেবারে কম টাকায় নতুন নতুন জায়গায় ভ্রমণ করা সম্ভব।
যা করতে হবে
» একা ভ্রমণের ক্ষেত্রে দামি হোটেলে থাকতে গিয়ে পয়সা খরচ করার কোনো দরকার নেই। যেসব জায়গায় রাতে ট্রেন বা বাসে যাওয়ার সুযোগ আছে, সেই সব জায়গায় যেতে রাতের বেলাটা বেছে নিন। তাতে হোটেল খরচ বেঁচে যাবে।
» দামি হোটেলের পাশে খুঁজলে মোটামুটি ভালো মানের কিছুটা কম দামি হোটেল পাওয়া যায়। থাকার জন্য সেগুলোকে বেছে নিতে পারেন।
» ভ্রমণে তিন বেলা না খেয়ে দুই বেলা ভালো খাওয়াকে গুরুত্ব দিন। এর মধ্যে রাতের খাবারকে গুরুত্ব দিন সবচেয়ে বেশি। কারণ, সারা দিন ঘোরাঘুরি করে রাতে ঘুমানো বা নতুন গন্তব্যে যাওয়ার জন্য রাতের খাবার আপনাকে শক্তি জোগাবে। তাই সাধারণত সকাল আর দুপুরের মধ্যবর্তী যেকোনো সময় এবং রাত ৮টার মধ্যে ভালো মানের খাবার খেয়ে নিন। প্রয়োজনে নিজের কাছে কিছু শুকনো খাবার ও পানি রাখুন। সেগুলো বিভিন্ন সময় কাজে দেবে।
» চা বা কফি পানের অভ্যাস যাঁদের, তাঁরা ভ্রমণের সময় মগ, টি-ব্যাগ কিংবা কফি রাখুন সঙ্গে। যেকোনো জায়গায় দোকান থেকে মগে গরম পানি নিয়ে নিজের কাছে থাকা চা বা কফি গুলিয়ে নিলেই হয়ে গেল! এতে কিছু টাকাও বাঁচবে আর খাবার থেকে অসুস্থ হওয়ার আশঙ্কাও থাকবে না।
» দূরের যাত্রা না হলে ভ্রমণকালে নন-এসি এবং স্থানীয় রুটের যানবাহন ব্যবহার করুন। স্থানীয় যানবাহনে সেখানকার মানুষের সঙ্গে ভ্রমণ আপনার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।
লেখক: পর্যটক ও লেখক

কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রাখা এক অদ্ভুত সুন্দর সময়। এ নিয়ে কত কবিতা, কত গান! তবে এই পরিবর্তনটাও জীবনের ‘একটু ভুল’ হয়ে যাওয়ার সময়। কৈশোরের গণ্ডি পেরিয়ে তারুণ্যে পা রাখার সময়টিতে ছেলেমেয়েদের জীবনে শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন আসে। এ সময়েই তারা ডেটিং বা রোমান্টিক সম্পর্কের প্রতি আগ্রহী হয়ে ওঠে...
১০ ঘণ্টা আগে
বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। পুরো দেশটিকে পর্যটকদের জন্য বিভিন্নভাবে সাজিয়েছে সে দেশের সরকার। কিন্তু গত বছর থেকে রাজনৈতিক অবস্থা এবং বর্তমান সরকারের কর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের কারণে জনপ্রিয়তা হারানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়টি...
১২ ঘণ্টা আগে
সামনেই বসন্ত। আর আপনি? ৪০টি বসন্ত পার করে এসেছেন। এখন আপনার মধ্য়ে তরুণীসুলভ ভাব নেই, দারুণ কিছুতেও খুব নিয়ন্ত্রিত আবেগ দেখান। স্বাধীন, আত্মবিশ্বাসী ও জীবনকে নিয়ন্ত্রণে রাখার দুনিয়ায় আপনাকে স্বাগতম।
১৪ ঘণ্টা আগে
বাজারে ও ফলের দোকানে পাওয়া যায় শাকালু। এটি সবজি না ফল, তা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে। কিন্তু যে বিষয়ে দ্বিধা নেই তা হলো, এটি রান্না করে খাওয়া যায়। আবার সালাদ হিসেবেও খাওয়া যায়। আপনাদের জন্য শাকালু দিয়ে তৈরি দুই রকমের সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৪ ঘণ্টা আগে