ভ্রমণ ডেস্ক
ভ্রমণের জন্য জীবন উৎসর্গ করে দেওয়া মানুষের বসবাস আছে আমাদের চারপাশে। তাঁদের অভিজ্ঞতার ঝুলি অত্যন্ত সমৃদ্ধ। পৃথিবীর ৯০৩টি শহর ভ্রমণ করেছেন বাংলাদেশের পর্যটক তানভীর অপু। তাঁকে একবার প্রশ্ন করা হয়েছিল, কীভাবে সম্ভব হয়েছে বিষয়টি? উত্তরে তিনি বলেছিলেন, তার জন্য জীবনের ১৫ বছর বিসর্জন দিতে হয়েছে তাঁকে। কিন্তু পৃথিবীতে এমন কিছু দেশ আছে, যেগুলো একজীবনে ভ্রমণ শেষ করা অসম্ভব। কী, বিশ্বাস হচ্ছে না তো?
যাঁরা সমুদ্রসৈকত দেখতে ভালোবাসেন, প্রথমে তাঁদের জন্য তথ্যটা দিয়ে রাখি। অস্ট্রেলিয়া এমন একটি দেশ, যেখানে আনুমানিক ১১ হাজার ৭৬১টি নিবন্ধিত সমুদ্রসৈকত আছে। আর দেশটির উপকূলরেখা হলো ৫০ হাজার কিলোমিটারের বেশি। সে জন্য অস্ট্রেলিয়াকে বলা হয় হোম অব সি বিচেস। বলা হয়ে থাকে, কোনো পর্যটক যদি প্রতি সপ্তাহে একটি করে সৈকত দেখতে যান, তাহলে অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতগুলো দেখা শেষ করতে সময় লাগবে প্রায় ২২৬ বছর! দুর্ভাগ্যজনকভাবে মানুষের বয়স এত নয়। অস্ট্রেলিয়ার দীর্ঘতম সমুদ্রসৈকত দ্য কুরং নামে পরিচিত। ১৯৪ কিলোমিটার দীর্ঘ এ বালুকাময় সৈকত দক্ষিণ অস্ট্রেলিয়ার ইয়ংহাসব্যান্ড উপদ্বীপে অবস্থিত।
এবার আসি দ্বীপপ্রেমীদের কাছে। যাঁরা দ্বীপ দেখতে ভালোবাসেন, তাঁরা মালদ্বীপ ঘুরতে পছন্দ করেন। দ্বীপপ্রেমীদের কাছে জানতে চাই, একবার ফিলিপাইন যাবেন কি না? ভাবছেন, এ আর তেমন কি! যাওয়াই যায়। দাঁড়ান একটু।
ফিলিপাইনের জাতীয় মানচিত্র ও সম্পদ তথ্য কর্তৃপক্ষ জানাচ্ছে, তাদের দেশে মাত্র ৭ হাজার ৬৪১টি দ্বীপ আছে! এই দ্বীপগুলোর মোট ভূমির পরিমাণ ৩ লাখ বর্গকিলোমিটার এবং এই ভূমি নিয়ে দেশটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দ্বীপ দেশ। দেশটির মোট আয়তনের প্রায় ৯৫ শতাংশ ভূমি আছে এই দ্বীপগুলোতে। ফ্যাক্টস ফিউশন জানাচ্ছে, আপনি যদি প্রতিটি দ্বীপের সৌন্দর্য উপভোগের জন্য এক দিন করে সময় দেন, তাহলেও দেশটির সাড়ে ৭ হাজারের বেশি দ্বীপ দেখতে আপনার লেগে যাবে প্রায় ২১ বছর!
ফিলিপাইনের বৃহত্তম দ্বীপের নাম লুজোন। এর দৈর্ঘ্য প্রায় ১ লাখ ৫০ হাজার বর্গকিলোমিটার। আর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানার আয়তন প্রায় ৯৫ হাজার বর্গকিলোমিটার বা ৩৬ হাজার ৬৮০ মাইল।
এসব তথ্য দেখে ভয় না পেয়ে একবার চেষ্টা করে দেখুন।
সূত্র: ওজবিচেস ডট কম, এনএএমআরআইএ ডট জিওভি ডট পিএইচ
ভ্রমণের জন্য জীবন উৎসর্গ করে দেওয়া মানুষের বসবাস আছে আমাদের চারপাশে। তাঁদের অভিজ্ঞতার ঝুলি অত্যন্ত সমৃদ্ধ। পৃথিবীর ৯০৩টি শহর ভ্রমণ করেছেন বাংলাদেশের পর্যটক তানভীর অপু। তাঁকে একবার প্রশ্ন করা হয়েছিল, কীভাবে সম্ভব হয়েছে বিষয়টি? উত্তরে তিনি বলেছিলেন, তার জন্য জীবনের ১৫ বছর বিসর্জন দিতে হয়েছে তাঁকে। কিন্তু পৃথিবীতে এমন কিছু দেশ আছে, যেগুলো একজীবনে ভ্রমণ শেষ করা অসম্ভব। কী, বিশ্বাস হচ্ছে না তো?
যাঁরা সমুদ্রসৈকত দেখতে ভালোবাসেন, প্রথমে তাঁদের জন্য তথ্যটা দিয়ে রাখি। অস্ট্রেলিয়া এমন একটি দেশ, যেখানে আনুমানিক ১১ হাজার ৭৬১টি নিবন্ধিত সমুদ্রসৈকত আছে। আর দেশটির উপকূলরেখা হলো ৫০ হাজার কিলোমিটারের বেশি। সে জন্য অস্ট্রেলিয়াকে বলা হয় হোম অব সি বিচেস। বলা হয়ে থাকে, কোনো পর্যটক যদি প্রতি সপ্তাহে একটি করে সৈকত দেখতে যান, তাহলে অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতগুলো দেখা শেষ করতে সময় লাগবে প্রায় ২২৬ বছর! দুর্ভাগ্যজনকভাবে মানুষের বয়স এত নয়। অস্ট্রেলিয়ার দীর্ঘতম সমুদ্রসৈকত দ্য কুরং নামে পরিচিত। ১৯৪ কিলোমিটার দীর্ঘ এ বালুকাময় সৈকত দক্ষিণ অস্ট্রেলিয়ার ইয়ংহাসব্যান্ড উপদ্বীপে অবস্থিত।
এবার আসি দ্বীপপ্রেমীদের কাছে। যাঁরা দ্বীপ দেখতে ভালোবাসেন, তাঁরা মালদ্বীপ ঘুরতে পছন্দ করেন। দ্বীপপ্রেমীদের কাছে জানতে চাই, একবার ফিলিপাইন যাবেন কি না? ভাবছেন, এ আর তেমন কি! যাওয়াই যায়। দাঁড়ান একটু।
ফিলিপাইনের জাতীয় মানচিত্র ও সম্পদ তথ্য কর্তৃপক্ষ জানাচ্ছে, তাদের দেশে মাত্র ৭ হাজার ৬৪১টি দ্বীপ আছে! এই দ্বীপগুলোর মোট ভূমির পরিমাণ ৩ লাখ বর্গকিলোমিটার এবং এই ভূমি নিয়ে দেশটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দ্বীপ দেশ। দেশটির মোট আয়তনের প্রায় ৯৫ শতাংশ ভূমি আছে এই দ্বীপগুলোতে। ফ্যাক্টস ফিউশন জানাচ্ছে, আপনি যদি প্রতিটি দ্বীপের সৌন্দর্য উপভোগের জন্য এক দিন করে সময় দেন, তাহলেও দেশটির সাড়ে ৭ হাজারের বেশি দ্বীপ দেখতে আপনার লেগে যাবে প্রায় ২১ বছর!
ফিলিপাইনের বৃহত্তম দ্বীপের নাম লুজোন। এর দৈর্ঘ্য প্রায় ১ লাখ ৫০ হাজার বর্গকিলোমিটার। আর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানার আয়তন প্রায় ৯৫ হাজার বর্গকিলোমিটার বা ৩৬ হাজার ৬৮০ মাইল।
এসব তথ্য দেখে ভয় না পেয়ে একবার চেষ্টা করে দেখুন।
সূত্র: ওজবিচেস ডট কম, এনএএমআরআইএ ডট জিওভি ডট পিএইচ
নানা কারণে লিভারের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। লিভারের বিষ হলো অ্যালকোহল—এটি খুব প্রতিষ্ঠিত তথ্য, তবে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ভাইরাস সংক্রমণ, ওষুধ এবং পরিবেশগত বিষাক্ত পদার্থও লিভারের ক্ষতির কারণ হতে পারে। এই কারণগুলো নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, হেপাটাইটিস, ফাইব্রোসিস বা এমনক
১ দিন আগেভেটকি মাছের ফিলে দিয়ে দারুণ রোল তৈরি করা যায়। যেকোনো সুপারশপে পাওয়া যায় মাছের ফিলে। সেখান থেকে ভেটকি মাছের ফিলে কিনে বানিয়ে ফেলতে পারেন মজাদার ভেটকি রোল।
১ দিন আগেবিশ্বের বিভিন্ন দেশে যেতে উড়োজাহাজে চড়তে হবে, এমন কথা প্রচলিত আছে। কিন্তু এর ব্যতিক্রমও ঘটতে দেখা যায় মাঝে মাঝে। তেমন ঘটনাই প্রমাণ করলেন ডেনমার্কের নাগরিক থর পেডারসেন। উড়োজাহাজে না চড়েই পৃথিবীর প্রতিটি দেশ দেখার বাসনা ছিল তাঁর। সে বাসনা পূরণ করতেই ২০১৩ সালে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন থর।
২ দিন আগেহিমালয়ের ৬ হাজার ৪১৯ মিটার উঁচু চুলু ওয়েস্ট এবং ৬ হাজার ১৪৪ মিটার উঁচু থরং পর্বত। এ দুটি পর্বত অভিযানে যাচ্ছেন প্রকৌশলী, লেখক ও পর্বতারোহী কাওছার রূপক। এই অভিযানের তত্ত্বাবধানে রয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ও বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। পৃষ্ঠপোষকতায় রয়েছে ইউনিটি...
২ দিন আগে