
যুদ্ধে দুই পা হারানো এক সাবেক গোর্খা সৈনিক এভারেস্টের চূড়ায় পৌঁছে নতুন রেকর্ড গড়েছেন। হাঁটুর ওপর থেকে দুই পা কাটা পড়া প্রথম ব্যক্তি হিসেবে পর্বতটির চূড়ায় পৌঁছে ইতিহাসের অংশ হয়ে গেলেন তিনি। অভিযানে কৃত্রিম পা ব্যবহারে করেন এই নেপালি পর্বতারোহী। গতকাল শনিবার নেপালের পর্যটন বিভাগের সূত্রে তাঁর এভারেস্ট জয়ের বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
৪৩ বছর বয়স্ক হরি বুদ্ধ মাগার ৮৮৪৮.৮৬ মিটার উচ্চতার পর্বতটি জয় করেন গত শুক্রবার বিকেলে। ‘দুই পা কাটা পড়া প্রাক্তন সৈনিক হরি বুদ্ধ মাগার শুক্রবার ইতিহাস গড়লেন। তিনিই প্রথম ব্যক্তি, যিনি এমন পরিস্থিতিতে (হাঁটুর ওপর থেকে দুই পা কাটা) মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছালেন।’ বলেন নেপালের ডিপার্টমেন্ট অব ট্যুরিজমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
হাঁটুর নিচ থেকে দুই পা নেই এমন দুই ব্যক্তি অবশ্য এর আগে পৃথিবীর সর্বোচ্চ চূড়া জয় করেছেন। তাঁদের একজন চীনের নাগরিক শিয়া বোয়ু পঞ্চম প্রচেষ্টায় এভারেস্ট জয়ে সফল হন ২০১৮ সালে। তাঁর এক যুগ আগে ২০০৬ সালে এভারেস্ট জেতেন নিউজিল্যান্ডের মার্ক ইনগিস।
২০১০ সালে যুক্তরাজ্য সরকারের পক্ষে ব্রিটিশ গোর্খা বাহিনীর সদস্য হিসেবে আফগানিস্তানে যুদ্ধ করার সময় দুটি পা হারান হরি বুদ্ধ মাগার। ২০১৮ সালে এভারেস্ট জয়ের পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু ২০১৭ সালে নেপাল সরকার অন্ধ, দুই পা হারানো এবং একাকী অভিযানে যাওয়া ব্যক্তিদের এভারেস্টসহ পর্বতারোহণে নিষেধাজ্ঞা জারি করলে অভিযান স্থগিত করতে বাধ্য হোন হরি বুদ্ধ মাগার। তবে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি পিটিশন দাখিল করা হলে নেপালের সুপ্রিম কোর্ট এটি বাতিল করে ২০১৮ সালে। আর এই রায় বুদ্ধ মাগারের এভারেস্ট জয়ের স্বপ্ন পূরণের পথ তৈরি করে।
এদিকে আজ রোববার পাঁচ বিদেশি পর্বতারোহী এভারেস্ট জয় করেন।
নেপালের পর্যটন দপ্তরের কর্মকর্তারা জানান, এ বছর রেকর্ড ৪৬৬টি পারমিট বা অনুমতি দেওয়া হয়েছে এভারেস্টের চূড়ায় আরোহণে। উল্লেখ্য, পৃথিবীর সর্বোচ্চ ১০টি চূড়ার আটটির অবস্থানই নেপালে।

যুদ্ধে দুই পা হারানো এক সাবেক গোর্খা সৈনিক এভারেস্টের চূড়ায় পৌঁছে নতুন রেকর্ড গড়েছেন। হাঁটুর ওপর থেকে দুই পা কাটা পড়া প্রথম ব্যক্তি হিসেবে পর্বতটির চূড়ায় পৌঁছে ইতিহাসের অংশ হয়ে গেলেন তিনি। অভিযানে কৃত্রিম পা ব্যবহারে করেন এই নেপালি পর্বতারোহী। গতকাল শনিবার নেপালের পর্যটন বিভাগের সূত্রে তাঁর এভারেস্ট জয়ের বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
৪৩ বছর বয়স্ক হরি বুদ্ধ মাগার ৮৮৪৮.৮৬ মিটার উচ্চতার পর্বতটি জয় করেন গত শুক্রবার বিকেলে। ‘দুই পা কাটা পড়া প্রাক্তন সৈনিক হরি বুদ্ধ মাগার শুক্রবার ইতিহাস গড়লেন। তিনিই প্রথম ব্যক্তি, যিনি এমন পরিস্থিতিতে (হাঁটুর ওপর থেকে দুই পা কাটা) মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছালেন।’ বলেন নেপালের ডিপার্টমেন্ট অব ট্যুরিজমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
হাঁটুর নিচ থেকে দুই পা নেই এমন দুই ব্যক্তি অবশ্য এর আগে পৃথিবীর সর্বোচ্চ চূড়া জয় করেছেন। তাঁদের একজন চীনের নাগরিক শিয়া বোয়ু পঞ্চম প্রচেষ্টায় এভারেস্ট জয়ে সফল হন ২০১৮ সালে। তাঁর এক যুগ আগে ২০০৬ সালে এভারেস্ট জেতেন নিউজিল্যান্ডের মার্ক ইনগিস।
২০১০ সালে যুক্তরাজ্য সরকারের পক্ষে ব্রিটিশ গোর্খা বাহিনীর সদস্য হিসেবে আফগানিস্তানে যুদ্ধ করার সময় দুটি পা হারান হরি বুদ্ধ মাগার। ২০১৮ সালে এভারেস্ট জয়ের পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু ২০১৭ সালে নেপাল সরকার অন্ধ, দুই পা হারানো এবং একাকী অভিযানে যাওয়া ব্যক্তিদের এভারেস্টসহ পর্বতারোহণে নিষেধাজ্ঞা জারি করলে অভিযান স্থগিত করতে বাধ্য হোন হরি বুদ্ধ মাগার। তবে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি পিটিশন দাখিল করা হলে নেপালের সুপ্রিম কোর্ট এটি বাতিল করে ২০১৮ সালে। আর এই রায় বুদ্ধ মাগারের এভারেস্ট জয়ের স্বপ্ন পূরণের পথ তৈরি করে।
এদিকে আজ রোববার পাঁচ বিদেশি পর্বতারোহী এভারেস্ট জয় করেন।
নেপালের পর্যটন দপ্তরের কর্মকর্তারা জানান, এ বছর রেকর্ড ৪৬৬টি পারমিট বা অনুমতি দেওয়া হয়েছে এভারেস্টের চূড়ায় আরোহণে। উল্লেখ্য, পৃথিবীর সর্বোচ্চ ১০টি চূড়ার আটটির অবস্থানই নেপালে।

বয়স বেড়ে যাওয়া প্রকৃতির এক অপরিবর্তনীয় নিয়ম। কিন্তু সেই বার্ধক্য যেন অকালে আমাদের লাবণ্য কেড়ে নিতে না পারে, তার চাবিকাঠি লুকিয়ে আছে প্রতিদিনের খাদ্যতালিকায়। বিভিন্ন গবেষণা জানাচ্ছে, সঠিক পুষ্টি শুধু আমাদের ফিটনেস বা শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং ত্বক সতেজ রেখে দীর্ঘকাল তারুণ্য...
১ ঘণ্টা আগে
আজ আপনার শরীরে এনার্জি থাকবে অলিম্পিক অ্যাথলেটের মতো। অফিসে আপনার কঠোর পরিশ্রম দেখে বস এতটাই খুশি হবেন যে আপনাকে ‘পুরস্কার’ হিসেবে আরও তিনটি প্রজেক্টের দায়িত্ব গছিয়ে দিতে পারেন। মনে রাখবেন, গাধার খাটুনি আর ঘোড়ার চালের মধ্যে পার্থক্য বজায় রাখাটাই আসল চ্যালেঞ্জ।
১ ঘণ্টা আগে
বিশ্বের ধনী ও উচ্চ-মধ্যবিত্তদের কাছে ‘গোল্ডেন ভিসা’ শুধু একটি বাড়তি ভিসা নয়; বরং এটি এখন নিরাপত্তা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নত জীবনের একধরনের নিশ্চয়তা। ২০২৫ সাল সেই বাস্তবতাকেই আরও স্পষ্ট করে দিয়েছে। কোথাও কর্মসূচি বন্ধ, কোথাও কঠোর আইন, আবার কোথাও নতুন করে দরজা খুলে দেওয়া...
৩ ঘণ্টা আগে
বাইরের পৃথিবীতে হাসিমুখে থাকা কিংবা অন্যদের হাসানো আমাদের অনেকের কাছে খুব সহজ মনে হয়। কিন্তু দিন শেষে নিজের আপনজন বা পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানো মাঝে মাঝে বেশ কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আমরা সাধারণত পরিবারকে এমন একটি নিরাপদ আশ্রয় ভাবি, যেখানে আমাদের সব ধরনের আবেগ, রাগ বা বিরক্তি সরাসরি প্রকাশ করে
১৮ ঘণ্টা আগে