
যুদ্ধে দুই পা হারানো এক সাবেক গোর্খা সৈনিক এভারেস্টের চূড়ায় পৌঁছে নতুন রেকর্ড গড়েছেন। হাঁটুর ওপর থেকে দুই পা কাটা পড়া প্রথম ব্যক্তি হিসেবে পর্বতটির চূড়ায় পৌঁছে ইতিহাসের অংশ হয়ে গেলেন তিনি। অভিযানে কৃত্রিম পা ব্যবহারে করেন এই নেপালি পর্বতারোহী। গতকাল শনিবার নেপালের পর্যটন বিভাগের সূত্রে তাঁর এভারেস্ট জয়ের বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
৪৩ বছর বয়স্ক হরি বুদ্ধ মাগার ৮৮৪৮.৮৬ মিটার উচ্চতার পর্বতটি জয় করেন গত শুক্রবার বিকেলে। ‘দুই পা কাটা পড়া প্রাক্তন সৈনিক হরি বুদ্ধ মাগার শুক্রবার ইতিহাস গড়লেন। তিনিই প্রথম ব্যক্তি, যিনি এমন পরিস্থিতিতে (হাঁটুর ওপর থেকে দুই পা কাটা) মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছালেন।’ বলেন নেপালের ডিপার্টমেন্ট অব ট্যুরিজমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
হাঁটুর নিচ থেকে দুই পা নেই এমন দুই ব্যক্তি অবশ্য এর আগে পৃথিবীর সর্বোচ্চ চূড়া জয় করেছেন। তাঁদের একজন চীনের নাগরিক শিয়া বোয়ু পঞ্চম প্রচেষ্টায় এভারেস্ট জয়ে সফল হন ২০১৮ সালে। তাঁর এক যুগ আগে ২০০৬ সালে এভারেস্ট জেতেন নিউজিল্যান্ডের মার্ক ইনগিস।
২০১০ সালে যুক্তরাজ্য সরকারের পক্ষে ব্রিটিশ গোর্খা বাহিনীর সদস্য হিসেবে আফগানিস্তানে যুদ্ধ করার সময় দুটি পা হারান হরি বুদ্ধ মাগার। ২০১৮ সালে এভারেস্ট জয়ের পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু ২০১৭ সালে নেপাল সরকার অন্ধ, দুই পা হারানো এবং একাকী অভিযানে যাওয়া ব্যক্তিদের এভারেস্টসহ পর্বতারোহণে নিষেধাজ্ঞা জারি করলে অভিযান স্থগিত করতে বাধ্য হোন হরি বুদ্ধ মাগার। তবে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি পিটিশন দাখিল করা হলে নেপালের সুপ্রিম কোর্ট এটি বাতিল করে ২০১৮ সালে। আর এই রায় বুদ্ধ মাগারের এভারেস্ট জয়ের স্বপ্ন পূরণের পথ তৈরি করে।
এদিকে আজ রোববার পাঁচ বিদেশি পর্বতারোহী এভারেস্ট জয় করেন।
নেপালের পর্যটন দপ্তরের কর্মকর্তারা জানান, এ বছর রেকর্ড ৪৬৬টি পারমিট বা অনুমতি দেওয়া হয়েছে এভারেস্টের চূড়ায় আরোহণে। উল্লেখ্য, পৃথিবীর সর্বোচ্চ ১০টি চূড়ার আটটির অবস্থানই নেপালে।

যুদ্ধে দুই পা হারানো এক সাবেক গোর্খা সৈনিক এভারেস্টের চূড়ায় পৌঁছে নতুন রেকর্ড গড়েছেন। হাঁটুর ওপর থেকে দুই পা কাটা পড়া প্রথম ব্যক্তি হিসেবে পর্বতটির চূড়ায় পৌঁছে ইতিহাসের অংশ হয়ে গেলেন তিনি। অভিযানে কৃত্রিম পা ব্যবহারে করেন এই নেপালি পর্বতারোহী। গতকাল শনিবার নেপালের পর্যটন বিভাগের সূত্রে তাঁর এভারেস্ট জয়ের বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
৪৩ বছর বয়স্ক হরি বুদ্ধ মাগার ৮৮৪৮.৮৬ মিটার উচ্চতার পর্বতটি জয় করেন গত শুক্রবার বিকেলে। ‘দুই পা কাটা পড়া প্রাক্তন সৈনিক হরি বুদ্ধ মাগার শুক্রবার ইতিহাস গড়লেন। তিনিই প্রথম ব্যক্তি, যিনি এমন পরিস্থিতিতে (হাঁটুর ওপর থেকে দুই পা কাটা) মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছালেন।’ বলেন নেপালের ডিপার্টমেন্ট অব ট্যুরিজমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
হাঁটুর নিচ থেকে দুই পা নেই এমন দুই ব্যক্তি অবশ্য এর আগে পৃথিবীর সর্বোচ্চ চূড়া জয় করেছেন। তাঁদের একজন চীনের নাগরিক শিয়া বোয়ু পঞ্চম প্রচেষ্টায় এভারেস্ট জয়ে সফল হন ২০১৮ সালে। তাঁর এক যুগ আগে ২০০৬ সালে এভারেস্ট জেতেন নিউজিল্যান্ডের মার্ক ইনগিস।
২০১০ সালে যুক্তরাজ্য সরকারের পক্ষে ব্রিটিশ গোর্খা বাহিনীর সদস্য হিসেবে আফগানিস্তানে যুদ্ধ করার সময় দুটি পা হারান হরি বুদ্ধ মাগার। ২০১৮ সালে এভারেস্ট জয়ের পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু ২০১৭ সালে নেপাল সরকার অন্ধ, দুই পা হারানো এবং একাকী অভিযানে যাওয়া ব্যক্তিদের এভারেস্টসহ পর্বতারোহণে নিষেধাজ্ঞা জারি করলে অভিযান স্থগিত করতে বাধ্য হোন হরি বুদ্ধ মাগার। তবে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি পিটিশন দাখিল করা হলে নেপালের সুপ্রিম কোর্ট এটি বাতিল করে ২০১৮ সালে। আর এই রায় বুদ্ধ মাগারের এভারেস্ট জয়ের স্বপ্ন পূরণের পথ তৈরি করে।
এদিকে আজ রোববার পাঁচ বিদেশি পর্বতারোহী এভারেস্ট জয় করেন।
নেপালের পর্যটন দপ্তরের কর্মকর্তারা জানান, এ বছর রেকর্ড ৪৬৬টি পারমিট বা অনুমতি দেওয়া হয়েছে এভারেস্টের চূড়ায় আরোহণে। উল্লেখ্য, পৃথিবীর সর্বোচ্চ ১০টি চূড়ার আটটির অবস্থানই নেপালে।

আপনি কি প্রায়ই অন্য়ের সঙ্গে নিজের তুলনা করেন? বন্ধু, সহকর্মী বা অন্য কারও সঙ্গে হরহামেশা নিজের হাল মেলান? তাহলে দিনটি আপনার জন্যই। আজ আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা দিবস। তুলনা বা প্রতিযোগিতা করার পরিবর্তে, নিজের প্রতি ভালোবাসা দেখানো এবং নিজের বিশেষ গুণাবলিকে গ্রহণ করার মাধ্য়মে সুন্দর জীবন গড়ে তোলার...
৯ ঘণ্টা আগে
ঠিকভাবে ঘরের লাইটিং করা শুধু বিদ্যুতের বিল কমানোর জন্য নয়; বরং এটি ঘরের সৌন্দর্য বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু অনেক সময় ছোট ছোট ভুলে ঘরের আলোর কারণে চোখে চাপ পড়ে, ছায়া তৈরি হয় বা পুরো রুমই অন্ধকার মনে হয়। এসব দূরে রাখতে যে ১০টি কাজ করবেন, সেগুলো হলো...
১১ ঘণ্টা আগে
বৈবাহিক সম্পর্ক সাধারণত হঠাৎ খারাপ হয়ে যায় না। দায়িত্ব, যোগাযোগ ও ব্যক্তিগত ছোট ছোট অমিল ধীরে ধীরে জমে বড় ফাটল তৈরি করে। এমনটাই মনে করেন চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি হাসপাতালের মনোবিজ্ঞানী লুয়ো মিংজিন। তিনি ‘লাইফ নেভার এন্ডস’ বইয়ে লিখেছেন, ‘অনেক আধুনিক দম্পতি একই ছাদের নিচে থেকেও গভীর একাকিত্বে...
১৩ ঘণ্টা আগে
সম্পর্কের টানাপোড়েন মানুষের জীবনের এক অমীমাংসিত জটিলতা। কখনো ভালোবাসা থাকে, কিন্তু বোঝাপড়া হয় না। কখনো আবার অভাব থাকে শুধু স্বচ্ছতার। অনেক সময় আমরা একটি সম্পর্কে বারবার ফিরে আসি, আবার দূরে সরে যাই। একে মনস্তাত্ত্বিক ভাষায় বলা হয়, ‘সাইক্লিং রিলেশনশিপ’ বা ‘অন-অ্যান্ড-অফ’ সম্পর্ক। অনেকে একে সরাসরি...
১৫ ঘণ্টা আগে