মইনুল হাসান, ফ্রান্স

ছোট একটি শহরের সবাইকে একসঙ্গে নিয়ে আকাশভ্রমণের মজাই আলাদা। এমন ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এয়ারবাস নামে প্রতিষ্ঠানটি সেই ১৯৮৮ সাল থেকে পৃথিবীর সবচেয়ে বড় আকাশযান নির্মাণে ব্যস্ত হয়ে পড়ে। আর সে ভাবনা থেকে জন্ম নেয় বিশ্বের সর্ববৃহৎ যাত্রীবাহী বিমান এয়ারবাসের এ৩৮০ বিমানটি। ২৭ এপ্রিল ২০০৫ সকাল ঠিক ১০টা ২৯ মিনিটে ফ্রান্সের তুলুজ নগরীর বিমানবন্দর থেকে প্রথম আকাশে ডানা মেলেছিল এ৩৮০। সেদিন খুব কাছে থেকে মানুষের তৈরি সর্ববৃহৎ যাত্রীবাহী বিমানের রাজকীয় উড্ডয়ন প্রত্যক্ষ করার অভিজ্ঞতা হয়েছিল। অবাক হয়ে লক্ষ করেছি যে চারটি জেট ইঞ্জিনসংবলিত এবং দোতলা এই বিমানটি তেমন শব্দ না করেই স্বচ্ছন্দে নীল আকাশে উড়ে গেল! তবে প্রথম এ পরীক্ষামূলক উড্ডয়নটি ছিল যাত্রীবিহীন। তারপর সিঙ্গাপুর এয়ারলাইনসের হাত ধরে যাত্রী বহন শুরু হয় ২০০৭ সালের অক্টোবর মাসে।
এয়ারবাসের এ৩৮০ একসঙ্গে ৮৫৩ যাত্রী বহনে সক্ষম। একনাগাড়ে ১৫ হাজার ৩০০ বা ৯ হাজার ৫০০ মাইল ভ্রমণের রেকর্ড আছে এর। ঘণ্টায় ৯০০ কিলোমিটার বা ৫৬০ মাইলের বেশি গতিতে চলার সময় তেমন কোনো ঝাঁকুনি বা কম্পনের সৃষ্টি হয় না। এর আগে সর্ববৃহৎ যাত্রীবাহী বিমান ছিল বোয়িং ৭৪৭ বিমানটি। বোয়িং ৭৪৭-এর থেকে ৪০ শতাংশ বেশি ধারণক্ষমতার এই বিমান দূরপাল্লার ভ্রমণে যাত্রীদের জন্য বেশ আরামদায়ক।
দুবাইভিত্তিক বিমান কোম্পানি এমিরেটস এয়ারলাইনসের বাণিজ্যিক বিমানবহরে ২০২৪ সালে এ৩৮০ বিমানের সংখ্যা হবে মোট ১৪৪টি। তারা নতুন করে এই বিমানটির অভ্যন্তরীণ অংশকে মনোরম নকশা এবং আরও আরামদায়ক করে সাজিয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইনস এ৩৮০-এর দ্বিতীয় বৃহত্তম ক্রেতা।
অতিমারির আগে ২০১৯ সালে বিশ্বের মোট ১৪টি বিমান কোম্পানি মিলে সপ্তাহে ২ হাজার ৩০০ উড্ডয়নের মাধ্যমে ভ্রমণপিপাসু যাত্রীদের পরিষেবা নিশ্চিত করেছে।
এয়ারবাস মোট ২৫৪টি এ৩৮০ বিমান নির্মাণ করেছে। আধুনিক প্রযুক্তির বিস্ময়কর এ বিমানটি বেশ আরামদায়ক, তুলনামূলক কম শব্দ হয় এবং দ্রুতগতির প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে। তবে কোভিড-১৯ অতিমারি বিমান পরিবহন শিল্পে প্রচণ্ড আঘাত হানে। এর থেকে এ৩৮০ বিমানটিও রক্ষা পায়নি। এয়ারবাস তাই ২০২১ সাল থেকে এমন চমৎকার আকাশযানটি নির্মাণ বন্ধ করে দিয়েছে। এয়ারবাস বসে নেই। ইতিমধ্যে তারা চমৎকার নকশার এবং হাইড্রোজেনচালিত পরিবেশবান্ধব বিমান তৈরির প্রতিশ্রুতি দিয়েছে। ফলে অচিরেই আকাশে দেখা দেবে আরেক বিস্ময়।

ছোট একটি শহরের সবাইকে একসঙ্গে নিয়ে আকাশভ্রমণের মজাই আলাদা। এমন ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এয়ারবাস নামে প্রতিষ্ঠানটি সেই ১৯৮৮ সাল থেকে পৃথিবীর সবচেয়ে বড় আকাশযান নির্মাণে ব্যস্ত হয়ে পড়ে। আর সে ভাবনা থেকে জন্ম নেয় বিশ্বের সর্ববৃহৎ যাত্রীবাহী বিমান এয়ারবাসের এ৩৮০ বিমানটি। ২৭ এপ্রিল ২০০৫ সকাল ঠিক ১০টা ২৯ মিনিটে ফ্রান্সের তুলুজ নগরীর বিমানবন্দর থেকে প্রথম আকাশে ডানা মেলেছিল এ৩৮০। সেদিন খুব কাছে থেকে মানুষের তৈরি সর্ববৃহৎ যাত্রীবাহী বিমানের রাজকীয় উড্ডয়ন প্রত্যক্ষ করার অভিজ্ঞতা হয়েছিল। অবাক হয়ে লক্ষ করেছি যে চারটি জেট ইঞ্জিনসংবলিত এবং দোতলা এই বিমানটি তেমন শব্দ না করেই স্বচ্ছন্দে নীল আকাশে উড়ে গেল! তবে প্রথম এ পরীক্ষামূলক উড্ডয়নটি ছিল যাত্রীবিহীন। তারপর সিঙ্গাপুর এয়ারলাইনসের হাত ধরে যাত্রী বহন শুরু হয় ২০০৭ সালের অক্টোবর মাসে।
এয়ারবাসের এ৩৮০ একসঙ্গে ৮৫৩ যাত্রী বহনে সক্ষম। একনাগাড়ে ১৫ হাজার ৩০০ বা ৯ হাজার ৫০০ মাইল ভ্রমণের রেকর্ড আছে এর। ঘণ্টায় ৯০০ কিলোমিটার বা ৫৬০ মাইলের বেশি গতিতে চলার সময় তেমন কোনো ঝাঁকুনি বা কম্পনের সৃষ্টি হয় না। এর আগে সর্ববৃহৎ যাত্রীবাহী বিমান ছিল বোয়িং ৭৪৭ বিমানটি। বোয়িং ৭৪৭-এর থেকে ৪০ শতাংশ বেশি ধারণক্ষমতার এই বিমান দূরপাল্লার ভ্রমণে যাত্রীদের জন্য বেশ আরামদায়ক।
দুবাইভিত্তিক বিমান কোম্পানি এমিরেটস এয়ারলাইনসের বাণিজ্যিক বিমানবহরে ২০২৪ সালে এ৩৮০ বিমানের সংখ্যা হবে মোট ১৪৪টি। তারা নতুন করে এই বিমানটির অভ্যন্তরীণ অংশকে মনোরম নকশা এবং আরও আরামদায়ক করে সাজিয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইনস এ৩৮০-এর দ্বিতীয় বৃহত্তম ক্রেতা।
অতিমারির আগে ২০১৯ সালে বিশ্বের মোট ১৪টি বিমান কোম্পানি মিলে সপ্তাহে ২ হাজার ৩০০ উড্ডয়নের মাধ্যমে ভ্রমণপিপাসু যাত্রীদের পরিষেবা নিশ্চিত করেছে।
এয়ারবাস মোট ২৫৪টি এ৩৮০ বিমান নির্মাণ করেছে। আধুনিক প্রযুক্তির বিস্ময়কর এ বিমানটি বেশ আরামদায়ক, তুলনামূলক কম শব্দ হয় এবং দ্রুতগতির প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে। তবে কোভিড-১৯ অতিমারি বিমান পরিবহন শিল্পে প্রচণ্ড আঘাত হানে। এর থেকে এ৩৮০ বিমানটিও রক্ষা পায়নি। এয়ারবাস তাই ২০২১ সাল থেকে এমন চমৎকার আকাশযানটি নির্মাণ বন্ধ করে দিয়েছে। এয়ারবাস বসে নেই। ইতিমধ্যে তারা চমৎকার নকশার এবং হাইড্রোজেনচালিত পরিবেশবান্ধব বিমান তৈরির প্রতিশ্রুতি দিয়েছে। ফলে অচিরেই আকাশে দেখা দেবে আরেক বিস্ময়।

কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রাখা এক অদ্ভুত সুন্দর সময়। এ নিয়ে কত কবিতা, কত গান! তবে এই পরিবর্তনটাও জীবনের ‘একটু ভুল’ হয়ে যাওয়ার সময়। কৈশোরের গণ্ডি পেরিয়ে তারুণ্যে পা রাখার সময়টিতে ছেলেমেয়েদের জীবনে শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন আসে। এ সময়েই তারা ডেটিং বা রোমান্টিক সম্পর্কের প্রতি আগ্রহী হয়ে ওঠে...
১২ ঘণ্টা আগে
বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। পুরো দেশটিকে পর্যটকদের জন্য বিভিন্নভাবে সাজিয়েছে সে দেশের সরকার। কিন্তু গত বছর থেকে রাজনৈতিক অবস্থা এবং বর্তমান সরকারের কর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের কারণে জনপ্রিয়তা হারানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়টি...
১৪ ঘণ্টা আগে
সামনেই বসন্ত। আর আপনি? ৪০টি বসন্ত পার করে এসেছেন। এখন আপনার মধ্য়ে তরুণীসুলভ ভাব নেই, দারুণ কিছুতেও খুব নিয়ন্ত্রিত আবেগ দেখান। স্বাধীন, আত্মবিশ্বাসী ও জীবনকে নিয়ন্ত্রণে রাখার দুনিয়ায় আপনাকে স্বাগতম।
১৬ ঘণ্টা আগে
বাজারে ও ফলের দোকানে পাওয়া যায় শাকালু। এটি সবজি না ফল, তা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে। কিন্তু যে বিষয়ে দ্বিধা নেই তা হলো, এটি রান্না করে খাওয়া যায়। আবার সালাদ হিসেবেও খাওয়া যায়। আপনাদের জন্য শাকালু দিয়ে তৈরি দুই রকমের সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৬ ঘণ্টা আগে