প্রযুক্তি ডেস্ক

বিজ্ঞাপনদাতাদের টুইটার ব্যবহার অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক। স্থানীয় সময় গতকাল বুধবার প্রায় লাখ খানেক দর্শক নিয়ে ‘টুইটার স্পেস সেশন’-নামে একটি ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজন করেন। ১ ঘণ্টাব্যাপী এই সেশনেই বিভিন্ন বিষয়ে আলাপের পাশাপাশি বিজ্ঞাপনদাতাদের প্রতি এই আহ্বান জানান মাস্ক।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্কের ওই সেশনে সাধারণ দর্শকের পাশাপাশি উপস্থিত ছিলেন অ্যাডিডাস, শেভরন, নিশানের মতো বড় বড় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সেশনটিতে ইলন মাস্ক টুইটার নিয়ে তাঁর পরিকল্পনা গুলো সবার সামনে তুলে ধরেন।
ব্যবহারকারীদের তথ্য যাচাইকরণ, কনটেন্ট মডারেশন এমনকি ব্যাংকিং ফিচার যুক্ত করাও ইলন মাস্কের পরিকল্পনার অন্তর্ভুক্ত। মাস্ক তাঁর পরিকল্পনা তুলে ধরে, বিজ্ঞাপনদাতাদের টুইটারের সঙ্গে থাকার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, ‘বিজ্ঞাপন এবং ব্যবহারকারী বাড়লেই আমি বুঝব যে আমার নেওয়া সিদ্ধান্তগুলো সফলতার মুখ দেখছে। কমলে বুঝব সফল হয়নি।’ ইলন মাস্ক আরও বলেন, ‘আমি চাই টুইটার এমন একটি শক্তিতে পরিণত হোক যা সভ্যতাকে ইতিবাচক দিকে নিয়ে যাবে।’
সমালোচনাকারী এবং বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে আরেকটি সুযোগ চেয়েছেন ইলন মাস্ক। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমি বুঝি যে, মানুষ কিছু সময় নিয়ে সবকিছু আগে দেখতে চায়। তবে আমি বলব, সবকিছু বোঝার শ্রেষ্ঠ উপায় হচ্ছে টুইটার ব্যবহার। নিজেই যাচাই করুন, আপনার টুইটার ব্যবহারের অভিজ্ঞতা কেমন বদলেছে। বুঝুন, এটি কি আগের চেয়ে ভালো নাকি খারাপ হয়েছে।’
মাস্ক আরও জানান, যারা টুইটারের ব্লু টিকের সাবস্ক্রিপশন নেবেন তাদের ক্রেডিট কার্ডের তথ্য এবং ফোন নম্বর ছাড়া আর কোনো তথ্যই দিতে হবে না। টুইটার তাদের ব্লু সাবস্ক্রাইবারদের করা টুইটগুলোই মূলত ফিডে রাখবে। যারা ব্লু টিকের সাবস্ক্রাইবার হবে না তাদের টুইটগুলো আলাদা পেজে থাকবে। তাদের টুইট দেখতে হলে ব্যবহারকারীদের খুঁজতে হবে আলাদা করে।

বিজ্ঞাপনদাতাদের টুইটার ব্যবহার অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক। স্থানীয় সময় গতকাল বুধবার প্রায় লাখ খানেক দর্শক নিয়ে ‘টুইটার স্পেস সেশন’-নামে একটি ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজন করেন। ১ ঘণ্টাব্যাপী এই সেশনেই বিভিন্ন বিষয়ে আলাপের পাশাপাশি বিজ্ঞাপনদাতাদের প্রতি এই আহ্বান জানান মাস্ক।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্কের ওই সেশনে সাধারণ দর্শকের পাশাপাশি উপস্থিত ছিলেন অ্যাডিডাস, শেভরন, নিশানের মতো বড় বড় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সেশনটিতে ইলন মাস্ক টুইটার নিয়ে তাঁর পরিকল্পনা গুলো সবার সামনে তুলে ধরেন।
ব্যবহারকারীদের তথ্য যাচাইকরণ, কনটেন্ট মডারেশন এমনকি ব্যাংকিং ফিচার যুক্ত করাও ইলন মাস্কের পরিকল্পনার অন্তর্ভুক্ত। মাস্ক তাঁর পরিকল্পনা তুলে ধরে, বিজ্ঞাপনদাতাদের টুইটারের সঙ্গে থাকার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, ‘বিজ্ঞাপন এবং ব্যবহারকারী বাড়লেই আমি বুঝব যে আমার নেওয়া সিদ্ধান্তগুলো সফলতার মুখ দেখছে। কমলে বুঝব সফল হয়নি।’ ইলন মাস্ক আরও বলেন, ‘আমি চাই টুইটার এমন একটি শক্তিতে পরিণত হোক যা সভ্যতাকে ইতিবাচক দিকে নিয়ে যাবে।’
সমালোচনাকারী এবং বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে আরেকটি সুযোগ চেয়েছেন ইলন মাস্ক। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমি বুঝি যে, মানুষ কিছু সময় নিয়ে সবকিছু আগে দেখতে চায়। তবে আমি বলব, সবকিছু বোঝার শ্রেষ্ঠ উপায় হচ্ছে টুইটার ব্যবহার। নিজেই যাচাই করুন, আপনার টুইটার ব্যবহারের অভিজ্ঞতা কেমন বদলেছে। বুঝুন, এটি কি আগের চেয়ে ভালো নাকি খারাপ হয়েছে।’
মাস্ক আরও জানান, যারা টুইটারের ব্লু টিকের সাবস্ক্রিপশন নেবেন তাদের ক্রেডিট কার্ডের তথ্য এবং ফোন নম্বর ছাড়া আর কোনো তথ্যই দিতে হবে না। টুইটার তাদের ব্লু সাবস্ক্রাইবারদের করা টুইটগুলোই মূলত ফিডে রাখবে। যারা ব্লু টিকের সাবস্ক্রাইবার হবে না তাদের টুইটগুলো আলাদা পেজে থাকবে। তাদের টুইট দেখতে হলে ব্যবহারকারীদের খুঁজতে হবে আলাদা করে।

কম তেলে দ্রুত রান্নার জন্য এখন অনেক ঘরে এয়ার ফ্রায়ার ব্যবহার করা হচ্ছে। তবে তেল কম লাগলেও রান্নার সময় ভেতরে চর্বি, তেলের আস্তরণ ও খাবারের কণা জমে যায়। নিয়মিত পরিষ্কার না করলে এয়ার ফ্রায়ার থেকে দুর্গন্ধ বের হতে পারে এবং রান্নার মানও নষ্ট হয়। ভালো খবর হলো, ওভেনের তুলনায় এটি পরিষ্কার করা অনেক সহজ...
২৭ মিনিট আগে
এই ভরা পৌষে ভাপা পিঠা হবে না! বাড়িতেই তৈরি করুন মিঠাই ভরা ভাপা পিঠা। নতুনদের জন্য এই পিঠার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।...
২ ঘণ্টা আগে
আজকের অনিশ্চিত বিশ্বে দ্বিতীয় পাসপোর্ট শুধু ভ্রমণের সুবিধা নয়; এর সঙ্গে নিরাপত্তা, সুযোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। তবে সুবিধার পাশাপাশি আইনি, রাজনৈতিক ও আর্থিক দিকগুলো ভেবে দেখা জরুরি। দ্বিতীয় পাসপোর্ট কখনো কখনো সুবিধা দেয়। কিন্তু এর কিছু অসুবিধাও আছে। সিদ্ধান্ত নেওয়ার আগে...
৪ ঘণ্টা আগে
আপনি আজ এনার্জির পাওয়ার হাউস। মনে হবে একা হাতেই পুরো অফিসের কাজ নামিয়ে দেবেন। তবে অতিরিক্ত উৎসাহে টেবিল চাপড়াতে গিয়ে ল্যাপটপ ভেঙে ফেলবেন না। সঙ্গীর সঙ্গে অযথা তর্কে যাবেন না। তিনি আজ ‘ভুল’ হলেও আপনার জন্য ‘ঠিক’—এই মন্ত্র জপে শান্তি বজায় রাখুন।
৫ ঘণ্টা আগে