
টেসলা এবং স্পেসএক্সের মালিক ইলন মাস্ক টুইটারে ছেলে ‘এক্স এ ই এ-১২’–এর সঙ্গে একটি ছবি টুইটারে আপলোড করেছেন। পোস্টের ক্যাপশনে মাস্ক লিখেছেন, ‘আমার স্পারিং পার্টনারের সঙ্গে মার্শাল আর্ট অনুশীলন’।
মাস্ক ছেলেকে আদর করে ‘লিল এক্স’ বলে সম্বোধন করেন। ছবিতে মাস্ককে তাঁর ছোট ছেলে এক্সের সঙ্গে মজার ছলে মার্শাল আর্টে ব্যস্ত থাকতে দেখা গেছে। মিষ্টি এ মুহূর্তে বাবা ও ছেলেকে সাধারণ পোশাকেই দেখা গেছে।
স্পেসএক্স সিইও ছবিটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই এটি সোশ্যাল মিডিয়ায় অনেকের দৃষ্টি আকর্ষণ করে। পোস্টটি ২ কোটি ৩০ লাখেরও বেশিবার দেখা হয়েছে। এতে লাইক পড়েছে ৪ লাখ ৪৮ হাজার এবং ১৯ হাজারেরও বেশি শেয়ার হয়েছে। কমেন্টে কেউ ছবিটিকে ‘সুন্দর’ বলেছেন। আবার অন্যরা লিল এক্সকে ‘কিউটি’ বলেছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এটি খুবই আদরের ছবি!’ আরেকজন লিখেছেন, ‘সেরা ট্রেনিং পার্টনার!’
অন্য ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ওতো খুব সুন্দর...ওর সঙ্গে আরও ছবি শেয়ার করুন, ইলন।’ তৃতীয় একজন লিখেছেন, ‘দারুণ! বাচ্চারা সেরা, এটি একটা চমৎকার ওয়ার্কআউট!’
উল্লেখ্য, গত জুন মাস থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মল্লযুদ্ধ নিয়ে মার্ক জাকারবার্গ ও ইলন মাস্ক পরস্পরের সঙ্গে রসিকতা চালিয়ে যাচ্ছেন। জাকারবার্গ মল্লযুদ্ধের জন্য ২৬ আগস্টকে বেছে নিয়েছেন। কিন্তু মাস্ক এ বিষয়ে কিছু জানাননি।
জুন মাসে জাকারবার্গকে ‘কেজ ফাইট’ বা মল্লযুদ্ধে আহ্বান করেন মাস্ক। জাকারবার্গ তাঁকে মল্লযুদ্ধের ঠিকানা পাঠাতে বলেন। মাস্ক ‘ভেগাস অক্টাগনে’ লড়বেন বলে জানান।
গত বছরের অক্টোবরে ঠাট্টা করে মাস্ক বলেছিলেন, ‘আমার লড়াইয়ের জন্য “দ্য ওয়ালরিস” নামের কৌশল আছে। যেখানে আমি প্রতিদ্বন্দ্বীর ওপর শুয়ে পড়ি এবং আর কিছু করি না।’ তিনি বলেন, তিনি কখনো ব্যায়াম করেন না, শুধু বাচ্চাদের নিয়ে ছোড়াছুড়ি করেন।
মার্ক জাকারবার্গ জুজুৎসুতে (জাপানের মার্শাল আর্ট) গত মে মাসে সোনা ও রূপার মেডেল জিতেছেন।

টেসলা এবং স্পেসএক্সের মালিক ইলন মাস্ক টুইটারে ছেলে ‘এক্স এ ই এ-১২’–এর সঙ্গে একটি ছবি টুইটারে আপলোড করেছেন। পোস্টের ক্যাপশনে মাস্ক লিখেছেন, ‘আমার স্পারিং পার্টনারের সঙ্গে মার্শাল আর্ট অনুশীলন’।
মাস্ক ছেলেকে আদর করে ‘লিল এক্স’ বলে সম্বোধন করেন। ছবিতে মাস্ককে তাঁর ছোট ছেলে এক্সের সঙ্গে মজার ছলে মার্শাল আর্টে ব্যস্ত থাকতে দেখা গেছে। মিষ্টি এ মুহূর্তে বাবা ও ছেলেকে সাধারণ পোশাকেই দেখা গেছে।
স্পেসএক্স সিইও ছবিটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই এটি সোশ্যাল মিডিয়ায় অনেকের দৃষ্টি আকর্ষণ করে। পোস্টটি ২ কোটি ৩০ লাখেরও বেশিবার দেখা হয়েছে। এতে লাইক পড়েছে ৪ লাখ ৪৮ হাজার এবং ১৯ হাজারেরও বেশি শেয়ার হয়েছে। কমেন্টে কেউ ছবিটিকে ‘সুন্দর’ বলেছেন। আবার অন্যরা লিল এক্সকে ‘কিউটি’ বলেছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এটি খুবই আদরের ছবি!’ আরেকজন লিখেছেন, ‘সেরা ট্রেনিং পার্টনার!’
অন্য ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ওতো খুব সুন্দর...ওর সঙ্গে আরও ছবি শেয়ার করুন, ইলন।’ তৃতীয় একজন লিখেছেন, ‘দারুণ! বাচ্চারা সেরা, এটি একটা চমৎকার ওয়ার্কআউট!’
উল্লেখ্য, গত জুন মাস থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মল্লযুদ্ধ নিয়ে মার্ক জাকারবার্গ ও ইলন মাস্ক পরস্পরের সঙ্গে রসিকতা চালিয়ে যাচ্ছেন। জাকারবার্গ মল্লযুদ্ধের জন্য ২৬ আগস্টকে বেছে নিয়েছেন। কিন্তু মাস্ক এ বিষয়ে কিছু জানাননি।
জুন মাসে জাকারবার্গকে ‘কেজ ফাইট’ বা মল্লযুদ্ধে আহ্বান করেন মাস্ক। জাকারবার্গ তাঁকে মল্লযুদ্ধের ঠিকানা পাঠাতে বলেন। মাস্ক ‘ভেগাস অক্টাগনে’ লড়বেন বলে জানান।
গত বছরের অক্টোবরে ঠাট্টা করে মাস্ক বলেছিলেন, ‘আমার লড়াইয়ের জন্য “দ্য ওয়ালরিস” নামের কৌশল আছে। যেখানে আমি প্রতিদ্বন্দ্বীর ওপর শুয়ে পড়ি এবং আর কিছু করি না।’ তিনি বলেন, তিনি কখনো ব্যায়াম করেন না, শুধু বাচ্চাদের নিয়ে ছোড়াছুড়ি করেন।
মার্ক জাকারবার্গ জুজুৎসুতে (জাপানের মার্শাল আর্ট) গত মে মাসে সোনা ও রূপার মেডেল জিতেছেন।

আজ গিফট গিভিং ডে বা উপহার দেওয়ার দিন। উপহার মানেই আনন্দ। কিন্তু বিশ্বের সব প্রান্তে এই আনন্দের নিয়ম এক নয়। কোথাও ঘড়ি উপহার দেওয়া যেমন মৃত্যুর বার্তা, আবার কোথাও কোনো নির্দিষ্ট সংখ্যাকে অশুভ বলে মনে করা হয়। দেশভেদে উপহার আদান-প্রদানের কিছু বিচিত্র রীতি ও মানা-বারণ আছে, যা আমরা হয়তো অনেকে জানি না...
১০ ঘণ্টা আগে
গয়না শুধু সাজসজ্জার অনুষঙ্গ নয়; বরং এটি রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। ফ্যাশন দুনিয়ার পূর্বাভাস অনুযায়ী, এ বছর গয়নার ডিজাইনে পাথরের ব্যবহারে আসতে চলেছে বড় পরিবর্তন। ২০২৬ সাল হবে হালকা ও শীতল রঙের পাথরের বছর। ফলে এ বছর গয়নার ক্ষেত্রে হালকা রঙের পাথরের চাহিদা বাড়বে। তা ছাড়া কাস্টমাইজেশন বা নিজের...
১২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ঘুরে দেখতে হলে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করতে হবে। এ ক্ষেত্রে পর্যটকদের জন্য স্বস্তির খবর হলো, সিউলের গণপরিবহনব্যবস্থা বিশ্বের সেরা ব্যবস্থাগুলোর একটি। পরিষ্কার, সময়নিষ্ঠ এবং যাত্রীবান্ধব এই নেটওয়ার্ক শহরজুড়ে চলাচলকে সহজ করে তুলেছে...
১৬ ঘণ্টা আগে
বাজারে চুকাই ফুল বা রোজেলা পাওয়া যাচ্ছে। এই ফুল দিয়ে মাছ রান্না করা যায়। এ তথ্য জানেন কি? পুঁটি মাছের চচ্চড়িতে এবার দিয়েই দেখুন, খেতে দারুণ সুস্বাদু। আপনাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৮ ঘণ্টা আগে