প্রযুক্তি ডেস্ক

টুইটারের সান ফ্রান্সিসকো হেডকোয়ার্টারের সব পরিচ্ছন্নতা কর্মীর ছাঁটাই করেছে টুইটার। জানা যায়, পরিচ্ছন্নতা কর্মীদের বদলে ‘রোবট’ নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।
বরখাস্ত পরিচ্ছন্নতা কর্মীরা জানান, তাঁদের কোনো প্রকার ক্ষতিপূরণ দেওয়া ছাড়াই চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। ইলন মাস্কের একজন সহযোগী টুইটারের বরখাস্ত পরিচ্ছন্নতা কর্মীদের বলেছিলেন, তাঁদের বদলে টুইটারে কাজ করবে রোবট।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন অনুযায়ী, মাস্ক আইন ভঙ্গ করেছেন কি না তা খতিয়ে দেখতে সান ফ্রান্সিসকোর অ্যাটর্নি ডেভিড চিউ ছাঁটাইয়ের ঘটনা তদন্ত করছেন। চিউ বলেন, ‘ইলন মাস্কের শ্রম আইন লঙ্ঘনের দীর্ঘ ইতিহাস রয়েছে। এই ঘটনায় আমি মোটেই অবাক না হলেও শ্রমিকদের প্রতি আমার সমবেদনা রয়েছে। আমরা বিষয়টি আরও খতিয়ে দেখব।’
পরিচ্ছন্নতা কর্মীদের সংগঠনকে গত সপ্তাহে জানানো হয়েছিল যে তাঁদের চাকরি হুমকির মধ্যে রয়েছে। এর প্রতিবাদে সংগঠনের কর্মীরা ৫ ডিসেম্বর ধর্মঘটের আয়োজন করে। এর পরেই তাঁদের চাকরিচ্যুত করার ঘোষণা দেয় টুইটার কর্তৃপক্ষ। সংগঠনের সভাপতি ওলগা মিরান্ডা বলেন, ‘ক্রিসমাসের মাত্র তিন সপ্তাহ আগে আমাদের ছাঁটাই করা হয়। আমার মতে, বরখাস্তের কারণ—আমাদের একটি জোট রয়েছে।’
আরেক পরিচ্ছন্নতা কর্মী জুলিও আলভারাদো ১০ বছর টুইটারে কাজ করেছেন। তিনি বলেন, ‘মাস্কের পক্ষের একজন আমাকে বলেছিল, আমার কাজ শিগগিরই সেকেলে হয়ে যাবে। কারণ রোবট আমাদের জায়গা দখল করবে।’
চলতি বছরের অক্টোবরে টুইটারের দায়িত্ব নেওয়ার পর অবিলম্বে কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করেন ইলন মাস্ক। এর এক সপ্তাহ পরেই কোম্পানির মোট ৭ হাজার ৫০০ জন কর্মীর প্রায় অর্ধেকই ছাঁটাই করেন তিনি।

টুইটারের সান ফ্রান্সিসকো হেডকোয়ার্টারের সব পরিচ্ছন্নতা কর্মীর ছাঁটাই করেছে টুইটার। জানা যায়, পরিচ্ছন্নতা কর্মীদের বদলে ‘রোবট’ নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।
বরখাস্ত পরিচ্ছন্নতা কর্মীরা জানান, তাঁদের কোনো প্রকার ক্ষতিপূরণ দেওয়া ছাড়াই চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। ইলন মাস্কের একজন সহযোগী টুইটারের বরখাস্ত পরিচ্ছন্নতা কর্মীদের বলেছিলেন, তাঁদের বদলে টুইটারে কাজ করবে রোবট।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন অনুযায়ী, মাস্ক আইন ভঙ্গ করেছেন কি না তা খতিয়ে দেখতে সান ফ্রান্সিসকোর অ্যাটর্নি ডেভিড চিউ ছাঁটাইয়ের ঘটনা তদন্ত করছেন। চিউ বলেন, ‘ইলন মাস্কের শ্রম আইন লঙ্ঘনের দীর্ঘ ইতিহাস রয়েছে। এই ঘটনায় আমি মোটেই অবাক না হলেও শ্রমিকদের প্রতি আমার সমবেদনা রয়েছে। আমরা বিষয়টি আরও খতিয়ে দেখব।’
পরিচ্ছন্নতা কর্মীদের সংগঠনকে গত সপ্তাহে জানানো হয়েছিল যে তাঁদের চাকরি হুমকির মধ্যে রয়েছে। এর প্রতিবাদে সংগঠনের কর্মীরা ৫ ডিসেম্বর ধর্মঘটের আয়োজন করে। এর পরেই তাঁদের চাকরিচ্যুত করার ঘোষণা দেয় টুইটার কর্তৃপক্ষ। সংগঠনের সভাপতি ওলগা মিরান্ডা বলেন, ‘ক্রিসমাসের মাত্র তিন সপ্তাহ আগে আমাদের ছাঁটাই করা হয়। আমার মতে, বরখাস্তের কারণ—আমাদের একটি জোট রয়েছে।’
আরেক পরিচ্ছন্নতা কর্মী জুলিও আলভারাদো ১০ বছর টুইটারে কাজ করেছেন। তিনি বলেন, ‘মাস্কের পক্ষের একজন আমাকে বলেছিল, আমার কাজ শিগগিরই সেকেলে হয়ে যাবে। কারণ রোবট আমাদের জায়গা দখল করবে।’
চলতি বছরের অক্টোবরে টুইটারের দায়িত্ব নেওয়ার পর অবিলম্বে কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করেন ইলন মাস্ক। এর এক সপ্তাহ পরেই কোম্পানির মোট ৭ হাজার ৫০০ জন কর্মীর প্রায় অর্ধেকই ছাঁটাই করেন তিনি।

কর্মস্থলে জেনারেশন জেড (জেন জি)-দের নিয়ে আলোচনা ও সমালোচনা দেখা যায় বিস্তর। দীর্ঘদিন ধরে যে নিয়মে কর্মস্থলের কর্মীরা চলে আসছেন সেসব যেন সহজে মেনে নিতে পারেন না জেন-জি কর্মীরা। অনেকে জেন-জি প্রজন্মকে ‘চাকরির অযোগ্য’ বলেও অভিহিত করেন। এদিকে নতুন এক জরিপে দেখা গেছে, জেন-জিরা চাকরিকে ‘দীর্ঘমেয়াদি
১০ ঘণ্টা আগে
কলা আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় খুবই পরিচিত একটি ফল। কিন্তু সমস্যা একটাই—কলা খুব দ্রুত পেকে যায়, খোসা কালচে হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়। তবে একটু সচেতন হলে এবং কিছু সহজ কৌশল অনুসরণ করলে কলা প্রায় এক মাস পর্যন্ত টাটকা রাখা সম্ভব। এর মধ্যে কার্যকর ও সহজ উপায় হলো লবণপানিতে কলা ধুয়ে...
১১ ঘণ্টা আগে
বাজার চলতি কড়া রাসায়নিক উপাদানযুক্ত ডিশওয়াশিং লিকুইড দিয়ে বাসন মাজতে গিয়ে হাত আরও শুষ্ক ও খসখসে হয়ে যায়। অনেকের তো হাতের চামড়া উঠে যাওয়া বা অ্যালার্জির মতো সমস্যাও দেখা দিতে শুরু করে। এসব সমস্যা থেকে মুক্ত থাকতে ডিশওয়াশিং লিকুইডের কিছু প্রাকৃতিক বিকল্প রয়েছে। সেগুলো হাত শুকিয়ে যাওয়াসহ বিভিন্ন...
১৩ ঘণ্টা আগে
যেসব বলিউড অভিনেত্রীকে আমরা আইকন মানি, তাঁদের রূপ রুটিনে চোখ রাখলে দেখা যায়, ঘরোয়া টোটকাই সেখানে রাজত্ব করছে। কৃতি শ্যাননের কথাই ধরুন। তাঁর মাখন কোমল ত্বকের রহস্য় লুকিয়ে আছে সাধারণ গ্লিসারিনের বোতলে। একটি সাক্ষাৎকারে কৃতি শ্যানন জানান, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে গ্লিসারিন। তা ছাড়া এটি...
১৫ ঘণ্টা আগে