Ajker Patrika

টুইটারের মেসেজে আসছে এনক্রিপশন, সরাসরি রিপ্লাই ও ইমোজির সুবিধা

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১২: ৪৬
টুইটারের মেসেজে আসছে এনক্রিপশন, সরাসরি রিপ্লাই ও ইমোজির সুবিধা

মাইক্রো ব্লগিং সাইট টুইটারে মেসেজে চালু করা হচ্ছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা। এ ছাড়া, প্রত্যেক মেসেজের রিপ্লাই আলাদাভাবে দেওয়ার সুবিধাও চালু করছে টুইটার। ইমোজি দেওয়ার সুবিধাও আনা হচ্ছে চলতি মাসের শেষে। 

টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক এক টুইটে জানিয়েছেন, ডিরেক্ট মেসেজের মাধ্যমে পাঠানো মেসেজের উত্তর আলাদাভাবে দেওয়ার পাশাপাশি ইমোজির ব্যবহারের সুবিধা চালুর জন্য কাজ করছে টুইটার। এ ছাড়া, এনক্রিপশন সুবিধা চালুর জন্যও কাজ চলছে। চলতি মাসের শেষ দিকে এসব সুবিধা চালু হতে পারে বলেও জানা তিনি। 

ডিরেক্ট মেসেজ সুবিধায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা যোগ করতে গত নভেম্বর থেকেই কিছুটা গোপনেই কাজ করছিল টুইটার। 

সম্প্রতি, ইউরোপের ২০টিরও বেশি দেশে চালু হয়েছে ব্লু টিক সাবস্ক্রিপশন সুবিধা। ফলে বর্তমানে এই সুবিধা পাওয়া যাচ্ছে বিশ্বের ৩৫টিরও বেশি দেশে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ব্লু টিক সাবস্ক্রিপশন চালু হওয়া নতুন দেশগুলোর মধ্যে রয়েছে নেদারল্যান্ডস, পোল্যান্ড, আয়ারল্যান্ড, বেলজিয়াম, সুইডেন, রোমানিয়া, চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, ডেনমার্ক, গ্রিস, অস্ট্রিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, লিথুয়ানিয়া, স্লোভাকিয়া, লাটভিয়া, স্লোভেনিয়া, এস্তোনিয়া, ক্রোয়েশিয়া, লুক্সেমবার্গ, মাল্টা ও সাইপ্রাস।

এর আগে, প্রথমবারের মতো গাঁজা কারবারিদের বিজ্ঞাপনের অনুমতি দেয় টুইটার। তবে শুধু যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে গাঁজা বৈধ, শুধু সেসব রাজ্যের জন্যই দেওয়া যাবে বিজ্ঞাপন। টুইটার এরই মধ্যে ২১টি অঙ্গরাজ্যে গাঁজা বিক্রির বিজ্ঞাপন দেওয়ার অনুমতি দিয়েছে। ফলে আপাতত যুক্তরাষ্ট্রের গাঁজা কারবারিদের জন্যই এই সুবিধা থাকছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, টুইটার জানায়, বিজ্ঞাপন দেওয়ার জন্য গাঁজা কোম্পানিগুলোর সরকারের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার দেওয়া লাইসেন্স থাকতে হবে। ফলে অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে কোম্পানিগুলোকে। তা ছাড়া, যেসব এলাকায় গাঁজা বৈধ, শুধু সে এলাকাগুলোতেই বিজ্ঞাপন দেখা যাবে। এ ছাড়া টুইটার নিয়ম করেছে, ২১ বছরের কম বয়সীদের লক্ষ্য করে বিজ্ঞাপন দেওয়া যাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিক্ষোভকারীরা ট্রাম্পতুষ্টি করছে বললেন খামেনি

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত