প্রযুক্তি ডেস্ক

সব ধরনের সরকারি ডিভাইসে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম ‘টিকটক’ নিষিদ্ধ করেছে কানাডার সরকার। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। ইউরোপীয় কমিশন টিকটকের ক্ষেত্রে একই ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার কয়েক দিনের মধ্যে এই সিদ্ধান্ত নিল উত্তর আমেরিকার এই দেশ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, টিকটক গোপনীয়তা ও তথ্য সুরক্ষার ক্ষেত্রে অগ্রহণযোগ্য মাত্রায় ঝুঁকি তৈরি করছে বলে জানিয়েছিলেন কানাডার প্রধান তথ্য কর্মকর্তা। এর ফলেই এমন সিদ্ধান্ত নেয় কানাডার সরকার। টিকটকের একজন মুখপাত্র বলেন, কানাডার সরকারের এমন সিদ্ধান্তে তাঁদের প্রতিষ্ঠান হতাশ।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে বলেন, ‘টিকটকের কারণে নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছিল বলেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের। হতে পারে এটাই আমাদের প্রথম পদক্ষেপ। অথবা এমনও হতে পারে, এরপর আমাদের আর কোনো পদক্ষেপ নিতে হবে না।’
মূলত, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং চীন সরকারের সঙ্গে টিকটকের যোগাযোগের বিষয়টিই এই প্ল্যাটফর্ম নিয়ে সমালোচনা ও উদ্বেগের কারণ। টিকটকের মালিক চীনা প্রতিষ্ঠান ‘বাইটড্যান্স লিমিটেড’।
এর আগে গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে শর্ট-ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ করতে নতুন একটি বিল উত্থাপন করেন দেশটির তিন জনপ্রতিনিধি। টিকটকের প্রভাব-প্রতিপত্তি নিয়ে সাম্প্রতিক সময়ে মার্কিন নীতিনির্ধারকদের ক্রমবর্ধমান শঙ্কারই প্রতিফল ঘটে ওই বিলে।
সিএনএনের এক প্রতিবেদন থেকে জানা যায়, নতুন খসড়া প্রস্তাবটি উত্থাপন করেন ‘সিনেট ইন্টেলিজেন্স কমিটি’র শীর্ষ রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও। তাঁর সঙ্গে আছেন আরও দুই জনপ্রতিনিধি। বিলে সরাসরি টিকটক এবং প্ল্যাটফর্মটির মূল কোম্পানি বাইটড্যান্সের নাম উল্লেখ করা হয়েছিল।

সব ধরনের সরকারি ডিভাইসে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম ‘টিকটক’ নিষিদ্ধ করেছে কানাডার সরকার। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। ইউরোপীয় কমিশন টিকটকের ক্ষেত্রে একই ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার কয়েক দিনের মধ্যে এই সিদ্ধান্ত নিল উত্তর আমেরিকার এই দেশ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, টিকটক গোপনীয়তা ও তথ্য সুরক্ষার ক্ষেত্রে অগ্রহণযোগ্য মাত্রায় ঝুঁকি তৈরি করছে বলে জানিয়েছিলেন কানাডার প্রধান তথ্য কর্মকর্তা। এর ফলেই এমন সিদ্ধান্ত নেয় কানাডার সরকার। টিকটকের একজন মুখপাত্র বলেন, কানাডার সরকারের এমন সিদ্ধান্তে তাঁদের প্রতিষ্ঠান হতাশ।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে বলেন, ‘টিকটকের কারণে নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছিল বলেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের। হতে পারে এটাই আমাদের প্রথম পদক্ষেপ। অথবা এমনও হতে পারে, এরপর আমাদের আর কোনো পদক্ষেপ নিতে হবে না।’
মূলত, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং চীন সরকারের সঙ্গে টিকটকের যোগাযোগের বিষয়টিই এই প্ল্যাটফর্ম নিয়ে সমালোচনা ও উদ্বেগের কারণ। টিকটকের মালিক চীনা প্রতিষ্ঠান ‘বাইটড্যান্স লিমিটেড’।
এর আগে গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে শর্ট-ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ করতে নতুন একটি বিল উত্থাপন করেন দেশটির তিন জনপ্রতিনিধি। টিকটকের প্রভাব-প্রতিপত্তি নিয়ে সাম্প্রতিক সময়ে মার্কিন নীতিনির্ধারকদের ক্রমবর্ধমান শঙ্কারই প্রতিফল ঘটে ওই বিলে।
সিএনএনের এক প্রতিবেদন থেকে জানা যায়, নতুন খসড়া প্রস্তাবটি উত্থাপন করেন ‘সিনেট ইন্টেলিজেন্স কমিটি’র শীর্ষ রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও। তাঁর সঙ্গে আছেন আরও দুই জনপ্রতিনিধি। বিলে সরাসরি টিকটক এবং প্ল্যাটফর্মটির মূল কোম্পানি বাইটড্যান্সের নাম উল্লেখ করা হয়েছিল।
মনমাতানো গন্ধ আর রঙের মিশেলে তৈরি ক্যান্ডি ছোটবেলার কথা মনে করিয়ে দেয় সব সময়। ক্যান্ডির কচকচে প্যাকেট খুললে কখনো গোলাপি আর সাদা তো কখনো লাল, কমলা, হলুদ রঙের ঢেউয়ের নকশা। ছেলেবেলার ক্যান্ডির স্মৃতি যদি পোশাকেও বয়ে বেড়ানো যায়, মন্দ কি!
১ ঘণ্টা আগে
হাতের নখের দুপাশে প্রচুর মরা চামড়া ওঠে। যত খুঁটি, ততই উঠতে থাকে। পেট্রোলিয়াম জেলি মেখে রাখি বেশ কয়েকবার। তারপরও এই অংশ সাদা হয়ে থাকে। কী করণীয়?
১ ঘণ্টা আগে
কর্মস্থলে জেনারেশন জেড (জেন জি)-দের নিয়ে আলোচনা ও সমালোচনা দেখা যায় বিস্তর। দীর্ঘদিন ধরে যে নিয়মে কর্মস্থলের কর্মীরা চলে আসছেন সেসব যেন সহজে মেনে নিতে পারেন না জেন-জি কর্মীরা। অনেকে জেন-জি প্রজন্মকে ‘চাকরির অযোগ্য’ বলেও অভিহিত করেন। এদিকে নতুন এক জরিপে দেখা গেছে, জেন-জিরা চাকরিকে ‘দীর্ঘমেয়াদি
১৮ ঘণ্টা আগে
কলা আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় খুবই পরিচিত একটি ফল। কিন্তু সমস্যা একটাই—কলা খুব দ্রুত পেকে যায়, খোসা কালচে হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়। তবে একটু সচেতন হলে এবং কিছু সহজ কৌশল অনুসরণ করলে কলা প্রায় এক মাস পর্যন্ত টাটকা রাখা সম্ভব। এর মধ্যে কার্যকর ও সহজ উপায় হলো লবণপানিতে কলা ধুয়ে...
১৯ ঘণ্টা আগে